সেরা ৫ টি AI ওয়েবসাইট, যেগুলো দেখে আপনিও চমকে যাবেন

বিসমিল্লাহির রহমানির রাহিম, আশাকরি মহান সৃষ্টি কর্তার রহমতে সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন হাজির হয়েছি আপনাদের মাঝে, তাহলে চলুন শুরু করা দেই।

আজকের এই টিউনে অসাধারণ ৫টি AI টুলস নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে, যেগুলো আপনার ডেইলি লাইফে কাজে লাগবে তো লাগবেই পাশাপাশি আপনাকে অবাক করে দিবে।

১. প্রথম AI টুলস: Runwayml.com

এই AI টুলস এর অসাধারণ কিছু ব্যবহার রয়েছে যা আমার মাথা নিশ্চিতভাবে ঘুরিয়ে দিয়েছে কিন্তু আপনার কি হবে সেটা জানি না। আমি যদি এই AI টুলস কে কিছু ছবি দেই সে এই ছবি গুলো কে এমন ভাবে কনভার্ট করে আমাকে ভিডিওতে পরিণত করে দিবে যা আপনি দেখলে রীতি মতো অবাক হবেন এটা আমি একেবারেই নিশ্চিত। আমার বিশ্বাস হচ্ছিলো না যে এরকম ছবি থেকে এতো সহজে এরকম সেরা একটি ভিডিও তে কনভার্ট করা সম্ভব। এছাড়া আপনি যদি কোন টেক্সট দিয়ে তাকে নির্দেশনা দেন কোন ভিডিও তৈরি করার জন্য, তাহলে সে এমন সব ভিডিও তৈরি করে দিবে যার কালার, গ্রাফিক্স দেখে আপনার মাথা ঘুরে দেখে যাবে। আসলে এটা একটা অসাধারণ AI টুলস যেটি আপনার পার্সোনাল লাইফে অনেক বেশি কাজে আসবে বিশেষ করে এই সাইট থেকে ভিডিও তৈরি করে কিন্তু আপনি ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন

Runway

অফিসিয়াল ওয়েবসাইট @ Runway

২. দ্বিতীয় AI টুলস: Podcast.adobe.com

আপনার অডিও সংক্রান্ত যে সমস্যা গুলো সমাধান করে থাকে সেটি কিন্তু আপনাকে রীতি মতো সারপ্রাইজ করতে বাধ্য। আপনি যদি নরমাল কোন স্মার্টফোন দিয়ে বা নরমাল কোন অডিও রেকর্ডার দিয়ে অডিও রেকর্ড করে Adobe Podcast কে দেন তাহলে সে একদমই প্রফেশনাল লেভেলের একটি অডিও আপনাকে এনে দিবে। বিশেষ করে আপনি যদি কোন নয়েজ মুভমেন্টে থাকেন আর সেটিতে যদি প্রচুর পরিমাণ নয়েজ আসে তাহলে এই Adobe Podcast সেই নয়েজ গুলো কে রিমুভ করে এতো সুন্দর ও প্রফেশনাল ভাবে অডিও দেবে যেটির জন্য আপনি মোটেও আশাবাদী ছিলেন না। সেই অডিও শুনে আপনি মনে করবেন যে আপনি স্টুডিওতে বসে রেকর্ড করেছেন এবং সেটি এডিট করেছেন ভালো কোন সফটওয়্যার দিয়ে, কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না এই Adobe Podcast আপনাকে রেডি একটি অডিও দিবে যেটি শুনে আপনি সারপ্রাইজড হয়ে যাবেন।

Podcast.adobe

অফিসিয়াল ওয়েবসাইট @ Podcast

৩. তৃতীয় AI টুলস: Futurepedia.io

এই সাইটে গেলে আপনি কিন্তু যত ধরনের এই টুলস রয়েছে সব গুলো এর দেখা পাবেন এক কথায় একের ভিতর সব। মূলত এই পর্যন্ত যত গুলো AI টুলস এসেছে সব গুলো টুলস এর লিংক কিন্তু এই টুলস এ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সাইটের বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে লিংক দেওয়া রয়েছে কি কাজ করে সব কিছু দেওয়া রয়েছে। আপনি এগুলো দেখে কিন্তু সকল AI টুলস ভিজিট করতে পারবেন এগুলো কিন্তু যারা এই লাভার রয়েছেন তাদের অনেক বেশি কাজে লাগবে।

Futurepedia.io

অফিসিয়াল ওয়েবসাইট @ Futurepedia.io

৪. চতুর্থ AI টুলস: Openai Chat GPT

সেরা ৫ টি AI ওয়েবসাইট, যেগুলো দেখে আপনিও চমকে যাবেন

 

এই টুলস হলো AI জগতে বস। কেন এই টুলস কে AI জগতে বস বললাম সেটি কিন্তু অলরেডি অনেকেই আপনারা প্রমাণ পেয়ে গেছেন। এই টুলস কে আপনি যা লিখে দিবেন সেই অনুপাতে সে যে আপনাকে একটু ফলাফল দিবে সেটি দেখে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য। এটা যেকোনো Language ভালো করে বুঝার সক্ষমতা রয়েছে, আমি যদি এই টুলস কে বাংলায় কিছু একটা বলি লিখে দিওয়ার জন্য তাহলে সে কিন্তু সেটি বাংলায় অসাধারণ ভাবে লিখে দিবে, আমি যদি তাকে বলি একটি ছবি তৈরি করে দেওয়ার জন্য তাহলে কিন্তু সে অসাধারণ ভাবে একটি ছবি তৈরি করে দিবে। এক কথায় হলো এই AI জগতে এই টুলস বস। আশাকরি এটা সম্পর্কে অনেকের ধারণা রয়েছে।

Chat.Openai

অফিসিয়াল ওয়েবসাইট @ Chat.openai

৫. পঞ্চম AI টুলস: Adobe Firefly

এই টুলস ও কিন্তু আপনাকে রীতিমতো অবাক করতে বাধ্য। আগে ছবি এডিটের ক্ষেত্রে আমরা যে পরিমাণ প্যারা নিতাম এই টুলস এর কারণে সে প্যারা কোনোটাই নিতে হচ্ছে না। মনে করুন আমার একটা ছবির পেছনে একটি নদী এড করতে হবে এটার জন্য আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, কিন্তু এই টুলস এ ছবি দিয়ে সেটিকে যদি আমি লিখে দেই তাহলে সেটিকে সে এমন ভাবে তৈরি করে দিবে যেটি বুঝা অসম্ভব যে আসলে এটি এডিট করা হয়েছে। এই টুলস দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন এরকম অনেক কিছু করা সম্ভব। আমি এই টিউনে লিখে শেষ করতে পারব না যে এই Adobe Firefly কতটা পাওয়ারফুল। আপনারা যদি এটি ব্যবহার করেন তাহলে এটির বৈশিষ্ট্য দেখে হয়ত নিজেরাই চমকে উঠবেন।

Adobe Firefly

অফিসিয়াল ওয়েবসাইট @ Adobe Firefly

আজকের এই টিউনে আমি যে ৫টি AI টুলস নিয়ে আলোচনা করেছি, এগুলোর পুরো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা অসম্ভব। এই টুলস গুলোর একটু একটু তুলে ধরেছি যেগুলো দেখে আপনার একটু হলে এই টুলস সম্পর্কে ধারণা নিতে পারেন। এই টুলস গুলো ব্যবহার করলে ধীরে ধীরে আপনার সমস্ত বৈশিষ্ট্য বুঝে যাবেন বলে আশা করছি আমি। এই টুলস গুলো দিয়ে আপনারা ছবি এডিট করতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন, রেকর্ড এডিট করতে পারবেন তাও কোন পরিশ্রম ছাড়া একদম সহজেই। আমার কাছে এই AI টুলস গুলো অনেক উপকারী মনে হয়েছে, আশাকরি আপনার কাছেও ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে।

আশাকরি আজকের এই টিউন আপনার অনেক ভালো লাগবে, আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আবারও নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে ভালো থাকুন সবাই খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস