আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। আবার ফোনে বিভিন্ন রকম অ্যাপ ইনস্টল করে রাখি। আমরা যখন ডাটা কানেকশন চালু করে বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটে ভিজিট করি তখন আমাদের ফোনে ভালো খারাপ মিলেই নানা রকম এড আসতে থাকে। আবার অনেক সময় আমরা আমাদের ফোনের ডিফল্ট অ্যাপগুলো ব্যবহার করার সময় এড আসে। যা আমাদের সবার জন্য অনেক বিরক্তিকর। কীভাবে ফোনে আসা অ্যাডস বন্ধ করবেন।
বন্ধুরা অনেক সময় তো দেখা যায় সবার সামনেই খারাপ কিছু আইটেম বা খারাপ ভিডিও নিয়েও এড চলে আসে। যা আমাদের সবার সামনে একটি বিভ্রান্ত পরিবেশ তৈরি করে। তবে আপনি কি জানেন মোবাইল ফোনে অযথা আসা এই বিরক্তিকর এডগুলো বন্ধ করা সম্ভব। হয়ত জানেন না। হ্যাঁ বন্ধুরা আপনি একটু ট্রিক খাটালেই খুব সহজেই আপনার ফোনে আসা সকল ধরনের বিরক্তিকর অ্যাডসগুলো বন্ধ করতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউন কীভাবে আপনার ফোনে আসা সকল বিরক্তিকর অ্যাডসগুলো বন্ধ করবেন।
১. কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের সেটিং অপশনটি খুঁজে বের করুন।
২. এবার আপনারা আপনাদের সেটিং অপশনে প্রবেশ করুন আর সেটিং সার্চ অপশনে ক্লিক করুন।
৩. তারপর সেটিং সার্চ অপশনে লিখুন Privet DNS তারপর আমার দেখানো অপশনে ক্লিক করবেন। এক্ষেত্রে একেক ফোনে একক রকম ভা ভিন্ন রকম হতে পারে। তবে সকল ফোনেই অবশ্যই Private DNS অপশন পাবেন।
৪. এবার আপনারা Privet DNS HostName নামে অপশনে ক্লিক করবেন।
৫. তারপর এখানে লিখুন dns.adguard.com লেখা হয়ে গেলে নিচে Save অপশনে ক্লিক করে লেখাটি সেভ করে দিন।
এই সেটিং টি করার পর ইন্টারনেট কানেকশন থাকার পরেও আপনাদের ফোনে আর এড শো করবে না। তবে এক্ষেত্রে যে-সব ওয়েবসাইটে এন্টি এড ব্লকার আছে সেসব ওয়েবসাইটে এই ফাংশন টি কাজ করবে না যেমন-
এছাড়া আপনার ফোনের প্রায় সকল ধরনের অ্যাডসগুলো আসা বন্ধ হয়ে যাবে। তবে এই প্রাইভেট DNS অপশন ব্যবহার করার কিছু সুবিধা অসুবিধাও আছে। আপনারা এই প্রাইভেট DNS অপশন টি ব্যবহার করার আগে অবশ্যই এর সুবিধা অসুবিধা বা প্রাইভেট DNS এর ভালো বা খারাপ দিকগুলোও জেনে নিবেন।
dns.adguard.com হলো AdGuard নামের কোম্পানির একটি প্রাইভেসি পণ্য যা ইন্টারনেট ব্রাউজিং এবং প্রাইভেসি সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। এই DNS সার্ভারটির সুবিধা এবং অসুবিধা আছে। নিম্নে Dns.adguard.com কিছু সুবিধা ও অসুবিধা উল্লেখ করা হলো:
বন্ধুরা এভাবেই আপনারা খুব সহজেই আপনাদের ফোনে আসা বিরক্তিকর এডগুলো বন্ধ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, কীভাবে ফেসবুকের ভিডিও হিস্টোরি দেখবেন? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।
আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।