এনড্রয়েড সমাচার [পর্ব-০৫] :: মজার (ও কাজের) কিছু এনড্রয়েড আ্যপ্লিকেশন [অংশ-০২] :: অ্যাপ্লিকেশন খোঁজার/বেছে নেবার অ্যাপ্লিকেশন

এনড্রয়েড সমাচার

আগের এই লেখাটিতে এনড্রেয়েডের কিছু ডিফল্ট আ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। এখানে এবং এর পরের কয়েকটা টিউনে আমার স্বল্প অভিজ্ঞতার আলোকে কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এই লেখাটাকে আমরা একটি সমবায় প্রচেষ্টা ধরে নিলে - অর্থাৎ মূল্যবান মন্তব্যের মাধ্যমে আপনারাও যদি যার যার অভিজ্ঞতাটুকু শেয়ার করেন তাহলে সকল এনড্রয়েড ব্যাবহারকারীরা উপকৃত হবেন।

এনড্রয়েডের আ্যাপ্লিকেশন ডাঊনলোড এবং ইন্সটল করবার সহজতম পদ্ধতি হল এনড্রয়েড মার্কেট থেকে আ্যাপ্লিকেশন সংগ্রহ করা। এনড্রয়েড মার্কেট ব্যাবহার করবার জন্য আপনার অবশ্যই একটি গুগল একাউন্ট থাকা লাগবে।

এখানে একটা ছোট সমস্যা আছে। এনড্রয়েড মার্কেটে যেয়ে আপনি পাবেন শত শত এনড্রয়েড আ্যাপ্লিকেশন। কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা স্থির করা মুস্কিল। একটা উপায় হল বিভিন্ন ক্যাটাগরী থেকে বেছে নেয়া। তবে এর জন্য এটা অন্তত আপনার জানতে হবে, আপনার ইপ্সিত এনড্রয়েডের আ্যাপ্লিকেশনটি কোন ক্যাটাগরীতে পড়ে। যেমন ধরুন আপনার দরকার একটি ডিকশনারি আ্যাপ্লিকেশন। তাহলে আপনি এনড্রয়েড মার্কেটে গিয়ে, "বুকস এন্ড রেফারেন্স" ক্যাটাগরীতে যেয়ে খুজে দেখুন।

মনে রাখবেন একটি অ্যাপ্লিকেশন ইন্সটল করবার আগে আপনাকে যা করতে হবেঃ

  • নিশ্চিত হতে হবে এই অ্যাপ্লিকেশন আপনার কি কাজে লাগবে।
  • অ্যাপ্লিকেশনটি সম্পর্কে ইউজাররা কি ভাবছেন।
  • অ্যাপ্লিকেশনটির গড় স্টার-রেটিং কত। স্টার-রেটিং চার অথবা এর উপরে হলে অ্যাপ্লিকেশনটি ভাল মানের ধরে নেয়া যায়। বিস্তারিত দেখতে মার্কেটে যেখানে ইউজাররা রেটিং করেন ও কমেন্ট লিখেন, সেখানে ক্লিক করুন – মোটামুটি একটা ধারনা পাবেন।
  • অ্যাপ্লিকেশনটি আপনার ডিভাইসে কতখানি জায়গা দখল করবে। এটা চালানোর জন্য ইন্টারনেটের সংযোগ লাগবে কি না, ইত্যাদি।

হাজারো আ্যাপ্লিকেশনের ভীড়ে খুঁজে-বেছে বের করাটা একটি সময়সাপেক্ষ ব্যাপার। তাই আমি বলব, আপনি এনড্রয়েড মার্কেট এর এই ওয়েবসাইটে গিয়ে আগে দেখুন, কোন আ্যাপ্লিকেশন কিসের জন্য, কেমন তার প্রতি ব্যবহারকারীদের মনোভাব, কতটুকু জায়গা নেবে, ইন্টারনেট কানেকশন লাগবে কি না ইত্যাদি।

তো আসুন এবার কিছু এনড্রয়েডের আ্যাপ্লিকেশন এর সম্পর্কে ধারনা নেই। ধারনা দেবার আগে আসুন দেখি আমার এনড্রয়েড ডিভাইসের (গ্যালাক্সী ট্যাবের) আ্যাপ্লিকেশন স্ক্রীনগুলো।

অ্যাপ্লিকেশনের ১, ২ ও ৩ নম্বর স্ক্রীন

অ্যাপ্লিকেশনের ৪, ৫ ও ৬ নম্বর স্ক্রীন

আ্যাপ্লিকেশন খোঁজার আ্যাপ্লিকেশনঃ

সবসময় তো আপনি ওয়েবসাইটে যেয়ে অ্যাপ্লিকেশন খুঁজতে পারবেন না তাই না? আবার এনড্রয়েড মার্কেটে যেয়েও খুঁজে বের করা সময়সাপেক্ষ। তাহলে উপায়? হ্যাঁ, এই পরিস্থিতিতে আপনাকে সাহায্য করবে কয়েকটি অ্যাপ্লিকেশন।

  • অ্যাপ অ্যাটাক (ভার্সন ১.২, ৬৮০ কিঃবাঃ, ডিভাইস) – এখানে চলতি সপ্তাহের ও চলতি মাসের সবচেয়ে পছন্দের/আলোচিত অ্যাপ্লিকেশনগুলো বিন্যস্ত থাকবে। এখান থেকে বেছে নিতে পারেন আপনার ইপ্সিত অ্যাপ্লিকেশন।

  • অ্যাপ ব্রেইন (ভার্সন ৬.০২, ১.৪ মেঃবাঃ, ডিভাইস/এসডি কার্ড) – এটাও অ্যাপ্লিকেশন বেছে নেবার জন্য একটা কাজের সফটওয়্যার। স্ক্রীনশট দেখুন।

  • বেস্ট অ্যাপস (ভার্সন ১.২, ৬৩২ কিঃবাঃ, ডিভাইস/এসডি কার্ড) – ভয়ংকর রকমের কাজের অ্যাপ্লিকেশন। এখানে ইউজারের বিভিন্ন রকমের চাহিদার উপর নির্ভর করে অ্যাপ্লিকেশন সাজানো থাকে। নিচের স্ক্রীনশটগুলো দেখলেই বুঝবেন কি জিনিস এটা। যদি জায়গার অভাব বা কম অ্যাপ্লিকেশন ইন্সটল করতে চান তাহলে উপরের দুটি বাদ দিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যাবহার করে দেখতে পারেন। বিভিন্ন ইউজারের পছন্দ-অপছন্দ আর মন্তব্যের উপর ভিত্তি করে আপনি সহজেই আপনার জন্য কাজের একটি অ্যাপ্লিকেশন ইন্সটল করতে পারবেন।

হোম, ক্যাটাগরি ও অ্যাপ্লিকেশন স্ক্রীন

গেমস ক্যাটাগরি, গেমস ও টপ অ্যাপ্লিকেশন স্ক্রীন

কমিউনিটি, মাই অ্যাপস ও ব্রাউজ অল স্ক্রীন

আজকে এই তিনটি অ্যাপ্লিকেশনেই ক্ষান্ত দেই। না হলে লেখাটা অনেক বড় হয়ে যাবে। তবে যাবার আগে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে উপরের স্ক্রীনশটগুলো নিলাম তার একটা রিভিও না দিলে বে-ইমানী করা হবে। আসুন দেখি কি আছে এই অ্যাপ্লিকেশনে।

স্ক্রীন ক্যাপচার শর্টকাট ফ্রি (ভার্সন ১.০.৪, ২৫৬ কিঃবাঃ, ডিভাইস)

আপনার এনড্রয়েড ডিভাইসের একটি স্ক্রীনশট নেবার প্রয়োজন হতে পারে যে কোন সময়ে। আর এর জন্য ছোট একটা ইউটিলিটি অ্যাপ্লিকেশন ইন্সটল করে নিতে পারেন যার নাম স্ক্রীন ক্যাপচার শর্টকাট ফ্রি। এটা ইন্সটল করলে আপনার স্ক্রীনের নোটিফিকেশন এরিয়ায় ছোট একটা ক্যামেরার লেন্সের মত আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করে আপনি তাৎক্ষনিক অথবা কিছুটা দেরীতে আপনার স্ক্রীনের একটি ছবি তুলতে পারেন যা ডিভাইস রুটের ScreenCapture নামের ফোল্ডারে .png এক্সটেনশনের ইমেজ হিসাবে সেভ হয়ে থাকবে। “ময়রা মিষ্টি খায় না” অথবা “গাভী নাহি করে নিজ দুগ্ধ পান” এই নীতির কারনেই স্ক্রীন ক্যাপচার শর্টকাট ফ্রি ব্যাবহার করে আমার নিজের ডিভাইসটির স্ক্রীন ক্যাপচার শর্টকাট ফ্রি এর কোন স্ক্রীনশট দিতে পারলাম না। তবে উপরের প্রত্যেকটি স্ক্রীনশটে আপনারা ক্যামেরার লেন্স আইকনটি খেয়াল করে থাকবেন। আর স্ক্রীন ক্যাপচার শর্টকাট ফ্রি এর সেটআপ স্ক্রীন এর ছবি নীচে দিলাম।

"স্ক্রীন ক্যাপচার শর্টকাট ফ্রী" এর সেটআপ স্ক্রীন

আজ এ পর্যন্তই, পরের লেখাগুলোতে ৫/৬ করে রিভিও দেবার চেষ্টা করব। সবাই ভাল থাকবেন।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জ্বী, ধন্যবাদ – এনড্রয়েডের সবচেয়ে জনপ্রিয় গেম মনে হয় এটাই। রিভিও থাকবে গেমস টিউনে।

    এই মন্তব্যটা করেছিলাম একজনের মন্তব্যের প্রতিউত্তরে। উনি "এংগ্রী বার্ড" গেমসটির লিংক ও ইনফরমেশন দিয়েছিলেন। উনার ঐ মন্তব্যটি কেন মুছে ফেলা হল কে জানে! 🙁 🙁

Android 2.2 os এ SAMSUNG GLAXY TAB ও
SAMSUNG GLAXY PHONE চলে।একই APPLICATION(একই সাইজ) এ কি এই দুইটাই কাজ করে)

    হ্যা, তাই – হার্ডওয়্যারের বিশেষ কোন চাহিদা না থাকলে যা গ্যালাক্সী ট্যাবে চলবে তা গ্যালাক্সী ফোনগুলোতেও চলবে।
    ধন্যবাদ।

symbian niao lekhen vai…
recently nokia–c5-03 kinsi ….

    এটা অনেকটা উইন্ডোজ ৭ ব্যাবহারের সময় উইন্ডোজ ৯৮ নিয়ে আলোচনার মত হয়ে গেল না? 😉
    না ভাই, এনড্রয়েড হাতে নিয়ে সিম্বিয়ানের দিকে ফিরে তাকানোর কোন ইচ্ছা নেই। সিম্বিয়ানের দিন শেষ হতে যাচ্ছে। লড়াইটা এখন আই ওএস আর এনড্রয়েডের মধ্যে।
    ধন্যবাদ।

একটা ভাল দেখে এন্ড্রয়েড সেট কিনব। গ্যালাক্সি ট্যাবের ইচ্ছা ছিল কিন্তু ট্যাব তো আর ফোন হিসেবে ইউজ করা যাবে না। 🙁

    একটা ব্লু-টুথ হেডসেট কিনলেই (দাম ৮০০-১০০০) তো আপনি একে পরিপূর্ণ ফোন হিসাবে ব্যবহার করতে পারবেন, অন্যথায় আপনাকে স্পীকারফোনে কথা বলতে হবে।

    ভেবে দেখেছি। কিন্তু ৭ ইঞ্চি ফোন কেমন জানি unusual না? তারউপর আবার সবধরনের পকেটে তো নেওয়া যাবে না। নিলেও বসতে কষ্ট হবে।

    সাইফ ভাই, নির্দ্বিধায় গ্যালাক্সী ট্যাব নিয়ে ফেলুন – এটাতে আপনি প্রাপ্তির যা শান্তি পাবেন – অপ্রাপ্তি মনেই থাকবেনা, আমার মোটামুটি দীর্ঘ টেক-জীবনে (আপনাদের মত হাই-টেক না হলেও) Galaxy Tab is the best thing happened in my life! Trust me!
    ধন্যবাদ

    আসলে আমি ট্যাবের ব্যাপারে খুব আগ্রহী ছিলাম। কিন্তু কিছুদিন আগে iPad চালিয়ে চরমভাবে হতাশ। মনে করেছিলাম কি জানি কী না কি পাব..পরে দেখি যে পুরাই ফাউল জিনিস। না যায় মোবাইল হিসেবে ইউজ করতে আবার Pad হিসেবে ইউজ করেও শান্তি নাই। iPad নিয়ে হতাশার কথা লিখেছিলাম এখানে।
    আসলে আমার ট্যাবলেটের কোন দরকার নেই। ভাল একটা এন্ড্রয়েড মোবাইল হলেই হয়ে যাবে। গ্যালাক্সি ট্যাবকে কিন্তু ফোনের মত লাগে না। সাইজটা বেশী বড়। পকেটে ঢুকানো যাবে না ইজিলি। নড়াচড়া করা যাবে না। তাই ভাল একটা এন্ড্রয়েড সেট কেনার সিদ্ধান্ত নিয়েছি। (গ্যালাক্সি Ace অথবা Galaxy Gio)

    আই প্যাড নিয়ে মানুষের ভোগান্তির কথা আমিও শুনেছি। তবে গ্যালাক্সী ট্যাবটা আসলেই ভাল করেছে। ৭" এই সাইজটা কিন্তু আমার ট্রাউজারের পকেটে ঢুকে যায়। আর যখন ফরম্যাল ড্রেসে থাকি, এটা কভারসহ একটা নোটবুক/ডায়েরীর মত লাগে। যাহোক ডিসিশন আপনার – Ace অথবা Gio ভাল চয়েস। শুভকামনা।

    সবচেয়ে ভাল হত iPad এর মত যদি একটু ট্রায়াল দিতে পারতাম। কারও কাছ থেকে ২/৩ দিন ইউজ করতে পারলেই ফাইনাল ডিসিশান টা নিতে পারতাম।

    ঢাকার বাইরে থাকি – টাংগাইল…ঢাকায় থাকলে আসতে বলতাম

গ্যালাক্সী ট্যাব এর একটাই সমস্যা সেটা হল সাইজ প্রবলেম।
এটা ভয়ানক বেঢপ সাইজ।

http://cdn.malaysianbroadband.info/wp-content/uploads/2010/11/thumb_550_samsung-galaxy-tab-12.jpg

    আসলে এটার রোল কিন্তু মূলত: ট্যাবলেট পিসি হিসাবে, ফোন আর ক্যামেরা ফিচারগুলো উপরি পাওয়া…

Level 0

Galaxy Mini তে কিভাবে বাংলা দেখা ও লেখা যায় জানালে খুব উপকৃত হতাম।

এমন কি কোন সাইট নাই যেখানে আমি আমার মোবইলের সঠিক মডেল দিয়ে এ্যাপস/এ্যাপসগুলি আমার পিসিতেই ডাউনলোড করে নিয়ে পরে সেটা মোবাইলে চালাতে পারবো ? আমার কিছু যেটা আছে সেটাতে ভালো এ্যাপস নাই, আরেকটা সাইটে আমার মডেলটি নাই। আমার মডেল হচ্ছে ‘Samsung Galaxy Y S5360’ ।

আমি তো জানতাম এনড্রয়েডের প্রায় সবকিছুই ফ্রী।

আর আমার মোবইলটির মত আর কি মোবাইল আছে যেটাতে একই এ্যাপস চলবে একদম ঠিকমত? সব এনড্রয়েড কি আমার মোবইলে চলবে ?

Level 0

@alin apni .apk file download kore ota install korte paren.

Level 0

ভাইয়া .avi ফরমেট এর ভিডিও চালানোর জন্য কোন player টা ভাল হবে?

যে যাই বলেন সব মিলিয়ে এন্দ্রয়েদ+সাইজ+হার্ডওয়্যার সব মিলিএ SONY ERICSSON PRO এর চেয়ে ভালো তেমন কিছুই নাই…

Level 0

core player is good enough

Level 0

odrissho bro ame androaid er new user. amr besh kichu prosno chelo ja cmnt a kre bojhate parbona. tai bro apnar namber ta kindly deben

[email protected]

Level 0

odrissho bro apnar email id ta bolen?