এনড্রয়েড সমাচার [পর্ব-০২] :: এনড্রয়েড রুটিং-২ (স্যামসাং গ্যালাক্সী ট্যাব এর উদাহরণ)

এনড্রয়েড সমাচার

আগের লিখাটায় রুটিং কি এবং কেন রুটিং করতে হয়, সে সম্পর্কে লিখেছিলাম। আজ লিখব, কীভাবে রুটিং করবেন। মনে রাখবেন, রুট করলে আপনার ওয়ারেন্টি অচল হয়ে যেতে পারে (আবার নাও হতে পারে)।

আমি এখানে রুটিং এর উদাহরণ হিসাবে কীভাবে আমার গ্যালাক্সী ট্যাব রুট করলাম, তা শেয়ার করব। এ পদ্ধতিটি এনড্রয়েড ২.২ (ফ্রয়ো) এর জন্য প্রযোজ্য ছিল।

অন্যান্য ডিভাইসের জন্য রুট করা কিছুটা ভিন্ন হতে পারে, তাই আপনার ডিভাইসের জন্য কোন পদ্ধতি সবচেয়ে ভাল এটা জানার জন্য এখানে ঘুরে আসতে পারেন। এই ফোরামটা এনড্রয়েড এর জন্য সবচেয়ে শক্তিশালী ফোরাম হিসাবে বিবেচিত। এখানে বাঘা বাঘা এনড্রয়েড স্পেসালিষ্ট আছেন।

রুটিং পদ্ধতি-১

সবচেয়ে সহজ পদ্ধতি হল z4root নামের একটা এপ্লিকেশন (সফটওয়্যার) ব্যবহার করা। এই সফটওয়্যারে Temporary ও Parmanent দুই ধরনের রুট করা যায়।

Parmanent রুট নিম্নোক্ত ডিভাইসের সাথে কম্প্যাটিবলঃ

Samsung Galaxy S (All variants), Samsung Acclaim, Galaxy Tab, Galaxy I5700, Galaxy 3 I5800, Motorola Defy, Motorola Flipside, Motorola Milestone 2, Motorola Cliq, Backflip, Droid 1, Droid 2, Droid X, Sony X10, Xperia Mini, X10 Mini Pro, LG Ally, Optimus T, Cricket Huawei Ascend, Huawei 8120, HTC Hero, T-Mobile G1, Garmin Asus A50, Dell streak, Smartq v7 android 2.1

Parmanent রুট নিম্নোক্ত ডিভাইসের সাথে কম্প্যাটিবল নয়ঃ

HTC Desire, HTC Desire HD, HTC Magic, HTC Evo, T-Mobile G2, Archos 70, T-Mobile myTouch 3G, HTC Wildfire, Motorola Droid Incredible

Z4root এই কয়েকদিন আগেও এনড্রয়েড মার্কেটে ছিল। কিন্তু এখন পাচ্ছিনা। তাই অন্য ডাউনলোড লিংক দিলাম (কপি করবেন ডিভাইসে তারপর ফাইল ম্যানেজারে গিয়ে রান করবেন)

লিংক ১ / লিংক ২ / লিংক ৩ /

- প্রথমে আপনার ডিভাইসের ইউ এস বি ডিবাগিং মোড অন করুন। এটা সেটিংস > ডেভেলপমেন্ট (গ্যালাক্সী ট্যাব) বা এই রকমের কোথাও থাকে।

- আপনার ডিভাইসে চালু প্রোগ্রামগুলো বন্ধ করুন।

- এবার z4root প্রোগ্রামটি চালু করুন।

- বেছে নিন temporary অথবা permanent রুট

ব্যাস, আপনার ডিভাইস রুট করা হয়ে গেল।

রুটিং পদ্ধতি-২ (এনড্রয়েড ভার্সন ২.১ ও ২.২ এর জন্য)

- প্রথমে আপনার ডিভাইসের পিসি সফটওয়্যার (যেমন স্যামসাং কাইস) ইন্সটল করুন। এটা দিয়ে অন্ততঃ একবার ডিভাইসটিকে পিসিতে সংযুক্ত করুন (যেন কম্পিউটার ডিভাইসের ড্রাইভারগুলোকে চিনতে পারে)। স্যামসাং কাইস ডাউনলোড করুন এখান থেকে

- সুপারওয়ানক্লিক নামের সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন। ইন্সটল করুন।

- রুট করার সময়ে ডিভাইসের এসডি কার্ড মাউন্ট করার অপশন নির্বাচন করবেন না।

- ইউএসবি ডিবাগিং মোড অফ অবস্থায় একবার কম্পিউটারের নির্দিষ্ট সফটওয়্যারের সাথে ডিভাইসটিকে সংযুক্ত/সিনক্রনাইজ করুন।

- এবার ডিভাইসকে বিচ্ছিন্ন করে ইউএসবি ডিবাগিং মোড অন করুন।

- এবার ডিভাইসকে আবার পিসিতে সংযুক্ত করুন।

- এবার সুপারওয়ানক্লিক রান করুন।

- রুট এ ক্লিক করুন। ৫-১০ মিনিট অপেক্ষা করুন।

ব্যাস হয়ে গেল আপনার ডিভাইসের রুটিং। শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সী ট্যাবের সম্পর্কে আরও জানতে এখানে যেতে পারেন।

সুপারওয়ানক্লিক নিয়মে কম্প্যাটিবল ডিভাইসের তালিকাঃ

Acer Liquid Metal, Dell Streak, HTC Magic (Sapphire) 32B, HTC Bee, LG Ally, Motorola Atrix4G, Motorola Charm, Motorola Cliq, Motorola Droid, Motorola Flipside, Motorola Flipout, Motorola Milestone, Nexus One, Samsung Captivate, Samsung Galaxy 551 (GT-I5510), Samsung Galaxy Portal/Spica I5700, Samsung Galaxy S 4G, Samsung Galaxy S I9000, Samsung Galaxy S SCH-I500, Samsung Galaxy Tab, Samsung Transform M920, Samsung Vibrant, Sony Ericsson Xperia E51i X8, Sony Ericsson Xperia X10, Sprint Hero, Telus Fascinate, Toshiba Folio 100

আজ এই পর্যন্তই। এনড্রয়েড ২.৩ জিনজারব্রেড এর রুট করার পদ্ধতি আলাদা। ওটা নিয়ে পরে লিখব।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঃসবার আগে মন্তব্য 😀

    এটাকে কমপ্লিমেন্ট হিসাবে নিলাম। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আপনাকে। সুন্দর লেখার জন্য। আমার কিছু ব্যাপার জানার দরকার ছিল? আমি ২ দিন আগে samsung gallaxy mini মোবাইল কিনেছি। এবং নেট এ ঘাটাঘাটি করে আমি আমার মোবাইলটা Operation Version Update করে ফেলচ্ছি। আগে version ছিল Android 2.2। এখন আছে Android 2.3। কিন্তু গতকাল দেখলাম নেট এ Android ৩.১ বের হয়েছে।
এখন আমার প্রশ্ন আমি কি Android ৩.১ টা আমার মোবাইল এ ইন্সটল করতে পারব? আর যদি করা যায় তা হলে কি করে করব? আগে Android আপডেট করেছি Odin Multi Downloader v4.38 সফট টা দিয়ে। Odin Multi Downloader v4.38 সফট এর সাথে আপডেট Android version টা দেয়া ছিল। তাই আপডেট করতে কোন রকম কষ্ট হয় নাই। শুধু ৬ মিনিট wait করতে হয়েছে।

স্প্যাম লিঙ্ক মুছে দেয়া হল -মডারেটর

Level 0

আমার মোবাইল এর জন্য কি এখন ২.৩ তাই কি Last Version?

স্প্যাম লিঙ্ক মুছে দেয়া হল এবং আপনাকে ওয়ার্নিং দেয়া হল… এরকম আরো করলে ব্যবস্থা নেয়া হবে

    তাই তো মনে হয়…শিওর না। টিউনের শুরুতে যে লিংকটা দিয়েছি সেখানে একটু বিচরণ করে দেখতে পারেন।

Level 2

vai 2.3 kivabe korbo, ekto hint dite parben ki?

    sorry for english comment.
    kivabe 2.3 korben? ektu opekkha korte g
    hobe, koyekdiner moddhe ei niye ekta tune korbo.
    Dhonnobad.

Samsung glaxy mini s5570 এর দামটা কত?আমি GLAXY POP খুজে পেয়েছি কিন্তু GLAXY MINI টা পাচ্ছিনা ।GLAXY MINI আর POP কি একই MODEL?যদি কেউ জানান তবে উপকৃত হব।

    Bhai apni amar deya bdstall er link ta dekhte paren othoba aj othoba gotokalker prothom alo potrika dekhte paren

সুন্দর পোষ্ট

Shobar kache khomaprarthi english e montobbo korar jonno. Ei muhurte internet er jonno galaxy tab babohar korchi ar kono access nei. Galaxy tab e bangla pora jay-likha jayna(ekhon porjonto). Ei osubidhata sobai mone rakhte paren.

ভাই! আমার প্রবলেম সল্ভ করেন!! https://www.techtunes.io/help-ask/tune-id/75788/ দেখেন ভাই!! হেল্প চাই!

সুন্দর পোষ্ট, অনেক তথ্য বহুল ও প্রাক্টিক্যাল।

ধন্যবাদ।

প্রথম পদ্ধতিতে কী আমার galaxy mini or pop টি রুট করতে পারব?
আপনাকে অনেক ধন্যবাদ।

বাহ ! রুট করা তো দেখছি পানির মত সোজা। হে হে। কোন ঝামলাই নাই 🙂

ধন্যবাদ। সফল হয়েছি।

    আপনাকেও ধন্যবাদ সাইফুল ভাই।

Level 0

gp crystal use kortesi ami.already froyo te update koresi and rooted.
plz amak janan kivabe bangla font install korbo.

    @mohithimo: আমার জানা মতে এখনও এন্ড্রয়েডে ফন্ট রেন্ডারিং সমস্যাটি ঠিক হয়নি। আপনি অপেরা মিনি ইন্সটল করে ওখান থেকে ওয়েব ব্রাউজিং করতে পারেন।

Level 0

vai ami notun htc dream use kori. amar root somporke valo jana nai. but atotuku jani amar phone v.1.1 ami kotha theke root koraite pariii. janale upokar hoto

    @mahadi420: আমার দেয়া z4root অ্যাপ্লিকেশনের লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রান করুন। সমস্যা হবার কথা না।

এনড্রয়েড ২.৩ জিনজারব্রেড এর জন্য অপেক্ষাই থাকলাম ।

    @বাপ্পী: আমার চেইন টিউনে ২.৩ কিভাবে ইন্সটল করা যায় তা লিখেছি। এই টিউনে উপরের দিকে ৩ নম্বর টিউনটি দেখুন।

Level 0

ভাইয়া আমার “SONY ERICSON XPERIA ARC S” হ্যাঁন্ডসেট আছে। আমি এতে “ICE CREAM SANDWICH” রম ইন্সটল করতে চাই। আমাকে বিস্তারিত টিউটোরিয়াল দিন Please………………….

sony xperia mini st15i k icecream sandwitch a upgrade kora jabe??

Level 0

Brother I need help I would like root my galaxy ace GT-S5830M

সোহেল ভাই, এই লিংকটি দেখুন তোঃ

http://androidforums.com/samsung-galaxy-ace/560469-how-root-your-galaxy-ace.html

Level 0

Addrisho) vai onek bar chesta koreci kintu kono folafol paine aar poreo z4root diya chesta koreci taaao kicu korte parine.. jokon ami RECOVERY MODE teke APPLY FROM SD CARD dei terpor ami ROOT ZIP SELECT kori proti ber lekha othe j..

INSTALL ABROTED

E: ERROR IN/TEMP/SLEDLOAD/PACKAGE.ZIP

vai sobai to nijer MOBILE/PAD Roor kore ami ki perbo na?

Level 0

Thanks brother. I know about Xda developers there are many peoples those are know batter about Android. Brother do you have any known person or survive center how can Handel this problem i’ve to root any how…

অদৃশ্য ভাই দয়া করে আপণার ণাম্বার টা কী দিবেন [email protected] .pls pls send me i wait

Level 0

ভাই. আমার. Galaxy. Note. 10.1 ta. কীভাবে root. Korbo.

Level 0

ভাই. আমার. Galaxy. Note. 10.1 ta. কীভাবে YouTube video download korbo ..জানাবেন কি.

অদৃশ্য ভাই, আমি আপনার দেয়া z4root soft দারা আমার sony ericsson live with walkman (wt19) v4.1. root করার চেস্টা করলাম কিন্তু সফল হতে পারলাম না । loading হয়ে stop হয়ে যায় । অন্য কোন উপায় থাকলে জানাবেন প্লিজ…।

Level 0

Bai ami symphony W10 use korci eta te android 2.3.6 gingerbird deoa ace ami kibave etate 4.0 icecream sandwitch korte pls bolben ????? need help urjent?????????????

@adventure
ami o w10 use kori,!!! apni ki atate bangla likhte paren,??? jodi paren kivabe??? plzzz hlp plz

আমি Sumsung Duos GT-S7562 সেট কিনেছি কিন্তু আমি এটিতে কোন সফটওয়্যার সেটাপ দিতে পারছিনা। সেটাপ দিতে গেলে শুধু বলে এপ্লিকেশন বক্ল করা আছে। আমি কি করবো? ফোন রুট করলে কি এই সমস্যার সমাধান হবে।আর এই সেটে রুট কিভাবে করতে হবে বললে ভাল হতো।