আমরা যারা ডাটা প্যাক কিনে ইন্টারনেট ব্যবহার করি, তাদের অনেকের মোবাইলেই এমবি খুব দ্রুত শেষ হয়।
আজ আপনাদের সাথে এমন একটি এন্ড্রুয়েড ট্রিকস শেয়ার করব যার মাধ্যমে আপনাদের মোবাইলের এমবি অনেকটাই সেভ হবে।
এমবি খরচ বাঁচানোর জন্য আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অপশনে যাবেন।
সেখান থেকে Network connection এরপর sim card and mobile network এ যাবেন এরপর data usage এ গেলেই data saver নামে একটি অপশন পাবেন, সেটা অন করে দিলেই আপনাদের মোবাইলে এমবি খরচ অনেক কম হবে।
এভাবে data saver খুঁজে না পান তাহলে আপনার মোবাইলের সেটিংস এ গিয়ে যেখানে সার্চ করে সেখানে data saver লিখে সার্চ দিলেই data saver অপশনটি পেয়ে যাবেন।
আশাকরি এই কৌশলটি আপনাদের উপকারে আসবে।
এভাবেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটি দেখুন।
আমি মহিউদ্দিন রমজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।