আসসালামু আলাইকুম।
কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা পরিবর্তন দুটো কাজ আমরা হরহামেশাই করে থাকি। ফটোশপের পাশাপাশি অ্যান্ড্রয়েডের বাজারে অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তবে এর চেয়ে সহজ কিছু একটা পেয়েছি বলে মনে হলো। তাই শেয়ার করছি.
অ্যাপের নাম: Remove.bg
প্রক্রিয়া:
১.অ্যাপে ঢুকে প্রথমেই Upload Image অপশনটিতে ট্যাপ করে ছবি আপলোড করতে হবে।
২. আপলোড হয়ে গেলে অটোমেটিক্যালি Original Photo এবং Removed Background Photo দুইটাই দেখাবে। তারপর সাথে সাথেই তা ডাউনলোড করে নেয়া যাবে।
৩. যদি ফটোটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার প্রয়োজন পরে সেক্ষেত্রে ছবিটির উপরের কোনার ডান পাশে লেখা Edit অপশনটিতে ট্যাপ করতে হবে।
৪. অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে এমনকি ফাইল ম্যানেজার থেকেও ব্যাকগ্রাউন্ড আপলোড করা যাবে। নিজের পছন্দমতো যেকোন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যাবে এবিং ব্লার অপশনটিতো থাকছেই।
৫. এরপর ছবিটির উপরে ডান কোনায় ডাউনলোড আইকনটিতে ক্লিক করে কাঙ্খিত ছবিটি ডাউনলোড করা যাবে।
অ্যাপের পরিবর্তে তাদের ওয়েবসাইটে গিয়েও কাজটি করা যায়। ওয়েবসাইট লিংক: remove.bg
ভিডিও লিংক: Photo background remove/change | Tech Dhaka
মহামারিতে সবাই ঘরেই থাকুন, বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। আল্লাহ সবার মঙ্গল করুন। আমিন।
ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আমি মোঃ মশিউর হোসেন পিয়াস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিখাতে সবাই পারে। শিখতেও সবাই পারে। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে সবাই পারে না।