মোবাইলের যেকোন ফাইল হাইড করুন কোনো অ্যাপস ছাড়াই

হ্যালো বন্ধুরা

এই লক ডাউন এর সময় ঘরে বসে আপনারা হয়তোবা অনেক বোরিং হচ্ছে

এই বোরিং সময়টাকে কাজে লাগান সুপার ডুপার সব ট্রিক শিখার মাধ্যম

আজকের এই টিউনে আপনারা সুপার একটি ট্রিক শিখতে চলেছেন

এই ট্রিকটি ইউজ করে আপনি আপনার যেকোন ধরনের পার্সোনাল ফাইল হাইড করে রাখতে পারবেন তাও আবার কোন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই

প্লে স্টোরে অনেক ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো দিয়ে খুব সহজেই আপনার পার্সোনাল ফাইলগুলো হাইড করতে পারেন কিন্তু সবার ফোনে এত স্পেস থাকে না বা ঐ অ্যাপ্লিকেশন এর ভিতর খুব বিরক্তিকর এড থাকে

বা অনেকের ফোনে ভালোভাবে অ্যাপ্লিকেশন গুলো রান করেন

সে সবার জন্য একটি সমাধান আমার এই ট্রিকটি এটি ট্রিক টি আপনি যেকোনো ধরনের মোবাইলে ব্যবহার করতে পারবেন

এটি একটি খুবই সহজ ট্রিক

তো চলুন কথা না আজকের টিউটোরিয়াল শুরু করি

সর্বপ্রথম আপনি আপনার ফাইল ম্যানেজার এ চলে যান এবং যে ফাইলটি আপনি হাইড করতে চান সে ফাইলটি সিলেক্ট করুন

নিচের স্ক্রিনশট গুলো অনুসরণ করুন

আমি এখানে একটি ইমেজ হাইট করবো

সেই ইমেজ টি আমি সিলেট করেছি

এখানে মোর অপশনে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন হাইড নামের একটি অপশন রয়েছে

অনেকের ফোনে এমন ডিফল্ট হাইড করার অপশন রয়েছে

কিন্তু এই অপশনটি দিয়ে হাইট করলে অনেকেই ফাইলগুলো এক্সেস নিতে পার

আমরা এই অপশন থেকে হাইড করবো না

এখানে দেখতে পাচ্ছেন রিনেম নামের অপশন রয়েছে সেখানে ক্লিক করুন

রিনেম অপশনে চাপ দেওয়াার পর

নিচে দেখতে পাচ্ছেন .png লেখা রয়েছে

আমি ইমেজ হাইট করছি তাই .png লেখা

আপনারা যে ধরনের ফাইল হাইড করবেন সেই ফাইল অনুযায়ী এখানে ফাইল এক্সট্রানশন থাকবে এগুলো কখনোই চেঞ্জ করবেন না

এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটি হল এখানে যা কিছু লেখা থাক তার সাথে.x লেখাটি যোগ করতে হবে

নিচে স্ক্রিনশটে বুঝানো হয়েছে

এ কাজটি করার পর ওকে বাটনে ক্লিক করুন

ক্লিক করার পর একটি ওয়ার্নিং আসবে সেখানে ওকে করে দিন

ওকে করার পর দেখবেন আপনার ফাইলটি অন্যরকম হয়ে গিয়েছে এবং ফাইলটি আর কাজ করছে না

আপনি যদি কোন ইমেজ অথবা ভিডিও ফাইল হাইড করেন তাহলে আপনার গ্যালারি চেক করে দেখুন সেটি আর শো করছে না

তো এভাবেই আপনারা আপনাদের পার্সোনাল সাইট গলো

খুব সহজেই হাইড করতে পারবেন এই ছোট্ট একটি ট্রিক এর মাধ্যমে

এবং ফাইলগলো পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য

আমাদের যেটা করতে হবে

ফাইল টির নামের সাথে যেই.x লেখা টি যোগ করেছিলাম সেই লেখা টি রিমুভ করে সেভ করে দিলেই ফাইলটি আগের অবস্থায় ফিরে আসবে

তো আশা করছি সম্পূর্ণ টিউটোরিয়ালটি ভালোভাবে বুঝতে পেরেছেন

যদি কোন ধরনের সমস্যা হয় অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন

আর এই লকডাউন এর সময় ঘরে থাকুন আর নতুন নতুন সব ট্রিক্স শিখতে থাকুন

BDHyper.com এর সাথে

আপনার লেখা যেকোনো ধরনের আর্টিকেল পাবলিশ করতে এই লিংকে ক্লিক করুন

Stay Home Stay Safe

Level 0

আমি DM Sayed। CEO, BDHyper.com, Mymensingh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ কখনো হারে না। হয়তো সে জিতবে, নয়তো সে শিখবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস