ROM ও RAM এর মধ্যে পার্থক্য জানেন? না জানলে জেনে নিন

ফোনের বিভিন্ন কাজ করতে করতে একসময় Ram ফুল হয়ে যায়। আবার মোবাইল off করে on করলে Ram এর সব স্মৃতি মুছে যায়। অন্যদিকে

রম

তথ্য স্থায়ীভাবে সংরক্ষন করে যেটা কোন অবস্থাতেই পরিবর্তন করা যায় না। এক কথা রম ফোনের সকল ডাটা স্থায়ী ভাবে সংরক্ষণ করে রাখে।

অর্থাৎ Ram হল অস্থায়ী মেমরি যা এপ্লিকেশন চালাতে সাহায্য করে। এবং Rom হল স্থায়ী ভাবে ডাটা সংরক্ষণ করে রাখে।

Ram কিভাবে কাজ করে?

যখন আপনি একসাথে অনেকগুলো এপ্লিকেশন চালান, তখন তাদের টেম্পোরারি ফাইলগুলো জমা হতে থাকে, একসময় RAM এ আর জায়গা থাকেনা। তো? এবার হিসাবের কি হবে? তখন আসে হার্ড ড্রাইভের বা এক্সটার্নাল মেমোরির কাজ। পরের হিসাবের তথ্যগুলা হার্ড ড্রাইভে রেখে প্রসেস করতে হয়, আর যেহেতু হার্ড ড্রাইভ ফিজিকাল Ram থেকে স্লো, তাই আপনার প্রোগ্রাম আটকে আটকে যায়। অ্যান্ড্রয়েডের সবচেয়ে অসাধারণ দিক হল এর ব্যাকগ্রাউন্ডে প্রোগ্রাম চালানোর দক্ষতা। যেকোনো প্রোগ্রাম স্ট্যান্ডবাই মুডে রাখতে পারে অ্যান্ড্রয়েড। এই স্ট্যান্ডবাই মুডের পিছনে

কাহিনী হল, ওই অ্যাপের দরকারি তথ্য তার RAM এ ধরে রাখে, যাতে ইউজারের ইচ্ছামত ওই অ্যাপের আগের অবস্থায় ফিরে যাওয়া যায়।

নিত্য নতুন ফ্রি নেট সকল নিউজ আপডেট এবং অনলাইনে ইনকাম করতে চাইলে আমাদের সাইটে ভিজিট করুন  http://www.mohinbd24.com

Level 4

আমি মোঃ মহিন উদ্দিন। Content creator, Blogger, Patuakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু জানতে এবং কিছু জানাতে ☺ আমার পোস্ট গুলো আপনার ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন - www.mohinbd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস