নকল স্যামসাং ফোন চিনবেন যেভাবে

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

নকল স্যামসাং ফোন চিনবার উপায়

  • পর্দার চারপাশে একটি কালো আকৃতির খালি অংশ থাকে। আসল স্মার্টফোনের হোম বাটনটি ডিস্পলের নিচে খুব কাছাকাছি থাকবে।
  • নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল না করলে বোঝা যায় না।
  • নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়।
  • নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসল ফোনের সঙ্গে থাকে না।

ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে ‘এলসিডি টেস্ট’ করে নিতে পারেন।

  • ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে স্ক্রিনে এলসিডি টেস্ট দেখা যাবে। নকল সেটে এটি কখনোই আসবে না।
  • আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর, *#০ *# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *# ০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।

-

আমার সাইট Mohinbd24.com

Level 4

আমি মোঃ মহিন উদ্দিন। Content creator, Blogger, Patuakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু জানতে এবং কিছু জানাতে ☺ আমার পোস্ট গুলো আপনার ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন - www.mohinbd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস