Smartphone-এর দশটি অসাধারণ Life Hacks আজই জেনে রাখুন। না দেখলে অনেক বড় ভুল করবেন গ্যারেন্টি।
আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে Smartphone-এর দশটি অবাক করা Life Hacks টিপস নিয়ে আলোচনা করবো, যা আপনারা হয়তো ইতোমধ্যে এর আগে কখনো দেখেননি। এই ট্রিক গুলো দেখলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। এই ট্রিক গুলো অনেক মজার আর অনেক কাজের ও বটে। এই ট্রেন গুলো অবশ্যই আপনার অনেক কাজে দিবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
১. Battery-র Lifespan দ্বিগুণ করা
প্রথমে আমি শুরু করবো ব্যাটারির লং লাইফ করার চিন্তা নিয়ে। কারন আজকাল আমাদের ব্যাটারি লং লাইফ নিয়ে একটু বেশি সমস্যায় পড়তে হয়। তো এই সমস্যা সমাধান এর জন্য আপনি যদি কোনো নতুন ব্যাটারি কিনেন তাহলে সেটা Phone-এ লাগানোর পূর্বেই একটা ছোটখাটো বায়ুনিরোধক (Airtight) ব্যাগে অথ্যাৎ আপনি এর জন্য পলি ব্যাগ ও ব্যবহার করতে পারেন। সেটায় যেনো বায়ু প্রবেশ করতে না পারে। সেটায় ভরে Refrigerator-এ Normal-এ ২৪ ঘণ্টার জন্য রেখে দিবেন। এরপর সেই ব্যাটারি আপনার Phone-এ লাগিয়ে কোন চাপাচাপি না করে প্রথমে একটানা ১২ ঘণ্টা চার্জ করে নিবেন। এরপর থেকে আপনি নিজেই আপনার ব্যাটারির লং লাইফ ফলাফল লক্ষ্য করতে পারবেন। অন্যদের তুলনায় আপনার Phone এর চাজ অনেক বেশিক্ষণ Service দিবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই কাজটা শুধুমাত্র নতুন ব্যাটারির জন্য করবেন, ভুলেও পুরনো ব্যাটারিতে Try করবেন না। পুরোনো ব্যাটারি জন্য ট্রাই করলে আর কোন বিপদ বা কোন দূঘটনা হলে তার জন্য আমি দায়ী কিংবা টিসটুউন্স দায়ি থাকবো না।
২. Phone দ্রুত Charge করার উপায়
Phone সবথেকে দ্রুত ফাস্ট চার্জ করার তেমন কোন উপায় কাযকারি চলিত উপায় নাই। সবথেকে দ্রুত ফাস্ট চার্জ করার শুধুমাত্র একটাই কার্যকরী উপায় আছে। সেটা হচ্ছে Phone-কে Airplane Mode-এ Switch করে ফোন চাজে দেওয়া। একটি বিশেষ পরীক্ষায় দেখা গেছে, সাধারণত Phone চার্জে মোট যত সময় নেয়, ফোন Airplane Mode উপায়ে তার থেকে ৪০-৫০% কম সময়ে তাড়াতাড়ি চার্জ করা যায়। তাই ফোন দ্রততায় চাজ করনে Airplane Mode চাজে লাগাতে পারেন।
৩. Phone-এ চার্জ কম থাকলে বাঁচানোর উপায়
আপনি কোথায় ঘুরতে গেলেন। বা কোন দরকারি কাজে গেলেন। আর সেই সময় আপনার Phone-এ যদি চার্জ কম থাকে, আর যদি সেটা পরে কোনো দরকারি কাজে আপনাকে ব্যবহার করতে হবে-এমন পরিস্থিতি হয়, তাহলে কখনোই Phone-এর Power Off করবেন না, এতে আপনার ফোন পরবর্তী খোলার সময় চাজ অনকে তাই কমে যাবে। আর কিছুক্ষন পরেই শাট ডাউন দিবে। পাওয়ার ওফ না করে বরং তা Airplane Mode-এ Switch করে দিবেন। কেননা, Phone-এর পুরো System বন্ধ হয়ে আবার চালু হতে যে Energy খরচ হবে, সে তুলনায় Airplane Mode-এ দিয়ে রাখলে অনেক কম Energy খরচ হবে।
৪. App-এর মধ্যকার অসহ্যকর Ads থেকে মুক্তির উপায়
যাই হোক প্রথমেই বলে রাখি, এই সুবিধা যাদের বাসায় Wi-Fi আছে, তারাই শুধুমাত্র এই সুবিধাটা পাবেন, Mobile Data ব্যবহারকারীরা কোন ভাবেই এই সুবিধা টা ভোগ করতে পারবেন না। এই উপায় মোবাইল ডাটা ব্যবহার কারিদের কাজ করবে না। Wi-Fi দিয়ে কোন App চালানোর সময় Phone-কে Airplane Mode-এ Switch ওন করে দিলে App-এর মাঝে হঠাৎ করে আসা বিরক্তিকর Ad গুলো আর আসবে না। এই উপায় এ খুব সহজেই বিরক্তিকর ads থেকে মুক্তি পাবেন।
৫. Phone হঠাৎ করে হ্যাং হলে Normal করার উপায়
Phone হ্যাং হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। আমারা অনেকেই প্রায় ই এই সমস্যার সম্মুখিন হই। Phone-এর RAM ও Processor-এর উপর চাপ বেড়ে যাওয়ার কারণে Phone কমবেশি হ্যাং হয়। আবার অনেক সময় Phone-এর System UI অথবা Google Play Service Respond না করলেও আপনার ফোন্টি দ্রুত বারবার হ্যাং হতে থাকে। আর সেই হ্যাং থেকে Phone-কে দ্রুত ঠিক করার সবথেকে কার্যকর মাধ্যম হলো হ্যাং হওয়া ফোন টিকে সঙ্গে সঙ্গে Charge-এ দেওয়া। তাহলে দেখবেন আপনার Phone নিমেষেই আবার ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি আপনার ফোনটি কোনো Software Respond না করার কারণে হ্যাং হয়, তবে এই পদ্ধতি আপনার ফোনের জন্য মোটেও বিন্দু পরিমান কাজে দিবে না।
৬. System UI Tuner-কে কাজে লাগানো
আমাদের প্রত্যেকেরই Phone-এ কমবেশি একটা না একটা গোপন Settings আছে, যেটা আমরা কেউ জানি আর কেউ জানি না। আর আমাদের মধ্য কেউ কেউ আবার সেই গোপন সেটিং গুলো ব্যবহার করছেন। যেটা Developer Option-এর মতোই Hidden অবস্থায় থাকে। এটার নাম System UI Tuner। System UI Tuner দিয়ে Statusbar-কে Customize করে Gorgeous করার পাশাপাশি Gesture, Split Screen ইত্যাদি কিছু অসাধারণ জিনিস On করা যায়। এই Developer Option সকন ফোন এই লুকানো অবস্থায় থাকে। কারন এটি ব্যবহার করার জন্য আপনার সামান্য পরিমান কিছু জ্ঞান থাকাটা জরুরি। কারন এখানের সেটিং আপনি না জেনে কিছু উল্টা পাল্টা করলে আপনার ফোন ও উল্টা পাল্টা পাগলের মতো কাজ করবে। এই System UI Tuner চালু করার জন্যে আপনার Phone-এর Notification Bar নিচে নামান। এরপর Settings-এর Iconটি (দেখতে গেয়ার-এর মতো) চেপে আনুমানিক ৫ সেকেন্ডের মতো ধরে রাখুন। অথাবা Buld in অপশন এ ৭ বার বার ক্লিক করুন। তাহলে Gearটা ঘুরা শুরু করবে। আঙ্গুল ছাড়া মাত্রই দেখবেন লিখা আসছে “System UI Tuner has been added to settings”। এবার Settings-এ গিয়ে System UI Tuner খুঁজতে থাকুন (সাধারণত একদম নিচের দিকে থাকে)। আর এর মজা নিন। System UI Tuner যদিও সব Phone-এই থাকে, কিন্তু Android 6.0-র নিচে সেগুলো কাজ করে কি না সেটা সম্পর্কে আমি সঠিক ধারণা দিতে পারলাম না।
৭. iPhone-এ কোনো লিখা মুছে গেলে করণীয়
আমরা অনেক ক্ষেত্রেই আমাদের গুরুত্বপূর্ণ কোন লেখা লিখতে গিয়ে কখনো কখনো ভুল করে একটা লিখা মিশিয়ে দিই, আবার অনেক ক্ষেত্রে কোথাও চাপ পড়ে মুছে যায়। ফলে সেই লেখাটা একেবারে মুছে যায়। পরে আবার সেটা দরকার হলে আবার অনেক কষ্ট করে লিখতে হয়। তবে এই সমস্যার সমাধান Android ব্যবহার কারিদের জন্য না হলেও iPhone ব্যবহার কারিদের জন্য কিন্তু রয়েছে! এর জন্য শুধুমাত্র Phoneটাকে ঝাঁকাতে হবে (Shake). তাহলে আপনাদের সামনে আবার আগের সেই লেখাটা আগের জায়গায় চলে আসবে।
৮. Blocked Website খোলার সুপার পদ্ধতি
আমরা অনেক সময় এমন কিছু ওয়েবসাইট এ যাই যেগুলোর সাভার সরকার ভাবেই ব্লোগ করে দেওয়া। যদি কোন কারনে আপনার প্রতিষ্ঠানের Network-এর Server যদি কোনো Website Block করে রাখে, তবে Google Translator আপনার জন্য Bypass Proxy হিসেবে দূদান্ত কাজ করতে পারে। এর জন্য শুধুমাত্র translate.google.com-এ গিয়ে আপনার সেই কাংখিত Websiteটার নাম লিখে দিবেন। তাহলে Output Box-এ Google সেই Website টার একটা Shortcut দেখাবে। ওই Shortcut-এ Press করলেই Google নিজের Proxy দিয়ে আপনাকে সেখানে নিয়ে যাবে। এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার ব্লোক ওয়েবসাইট URL ফেসবুকে ব্যবহার করতে পারবেন।
৯. Phone দিয়েই নিজের Heartbeat Check করুন (Body Sensor ছাড়াই)
এটা দেখে আপনারা নিশ্চয় হয় অবাক হচ্ছেন, নতুবা আমাকে গালি দিচ্ছেন। আরে ভাই আমিও কিন্তু প্রথমে অবাক হয়ে গেছিলাম। ভাবছিলাম সালা কি চাপা মারার আর জায়গা পাইলো না নাকি। কিন্তু হ্যাঁ, এটা কোনো Prank না। Instant Heartrate নামের একটা App দিয়ে সত্যি সত্যিই Heartbeat Check করা যায়। এর জন্য নির্দিষ্ট সময় (১০ সেকেন্ডের মতো) শুধুমাত্র Rare (পিছনের) Camera-র উপরে আঙ্গুল হালকাভাবে চেপে রাখতে হয়। আঙ্গুল যেন অবশ্যই পুরো Lensটা ঢেকে রাখে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এটা যে Real, সেটা বোঝার উপায় হচ্ছে আপনি যতক্ষণ আঙ্গুল চেপে রাখবেন, ততক্ষণ Beat দেখাবে। আঙ্গুল সরিয়ে নিলেই দাগ সোজা বরাবর চলতে শুরু করবে। তাছাড়া আঙ্গুল বাদে আর কোথাও ধরলে Heartbeat আসে না আর প্রত্যেকবারই Heartbeat ভিন্ন ভিন্ন আসে। কাজেই এটা পুরোপুরি আসল এবং এর Rating-ও বেশ ভালো। আপনি চাইলে এখনি ডাউনলোড করে নিয়ে নিজের জন্য ব্যবহার করতে পারেন।
১০. Computer-এর মতো Phone-এর জন্যেও “Recycle Bin” আনুন
আচ্ছা আপনি কখনো কি ভেবেছেন যে Phone-এও যদি PC-র মতো Recycle Bin আনা যেত তবে কেমন হতো? তবে আসলেই আমি জানি সনবাই বলবে হ্যাঁ, সেটা বেশ ভালোই হতো। কারণ Phone-এ যা একবার Delete করা হয়, তা আর ফিরিয়ে আনা অসম্ভব, এই কারনে আমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভুল করেই হারিয়ে ফেলি। আর যদি না কোনো বিশেষ Recovery Software ব্যবহার করা হয়। তাহলে স্রটি আর ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু এখন থেকে সেই সমস্যা আর হবে না। Recycle Bin-এর এই সুবিধা আপনি এখন একটি Third-Party App-এর মাধ্যমে পেতে পারেন। Dumpster নামক App আপনার Phone-এর Recycle Bin হিসেবে কাজ করবে। আপনি যখনই কোনো ভুল করে বা ইচ্ছা করেই কিছু Delete করবেন, তখন Dumpster আপনাকে জানাবে যে সেই Fileটাকে Dumpster জমা করেছে। পরবর্তী আপনার যদি তা নিতান্তই প্রয়োজন না হয়, তবে আপনি সেটাকে Dumpster থেকেও Remove করে দিতে পারেন। আর যদি সেটা আবার প্রয়োজন পড়ে তাহলে আপনি আবার সেটা ফিরিয়ে আনতে পারবেন।
Click Here To Download Dumpster App
তো বন্ধুরা আজ এই পযন্ত দেখা হবে পরবতী টিউন এ নতুন কোন বিষয় নিয়ে ততোক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর FlagBD এর সাথেই থাকবেন।
ধন্যবাদ
আমি মোঃ স্বপন মিয়া। Student, Rongpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালো পোস্ট