ছোটদের কথা ভেবেই বাজারে নিয়ে আসা হয়েছিল ‘টকিং টম’-কে। কিন্তু, মজাদার এই বিড়ালের কাণ্ডকারখানা শুধু ছোটদের নয় বড়দের কাছেও পাগল করা জনপ্রিয়তায় পৌঁছেছে।
অ্যান্ড্রয়েড এর একটি ফানি অ্যাপস। টম একটা ভার্চুয়াল বিড়াল যে আপনার কথা এবং টাচ এর সাড়া দেয়। যা শুনলে আপনার মন যদি বিশাল পরিমাণ খারাপ থেকেও থাকে, তা ভালো হয়ে যেতে বাধ্য।
এই এপে আপনি পরিচিত হবেন টম নামের এক ভার্চুয়াল বিলাই এর সাথে।
প্রথমে ভিডিও গেমস হিসাবে ‘টকিং টম’-কে বাজারে নিয়ে আসা হয়। কিন্তু, ‘টকিং টম’-কে স্মার্টফোনে অ্যাপস হিসাবে প্রকাশ করার পরই তার জনপ্রিয়তা শিখরে পৌঁছয়। ১. টকিং টম-এর জন্মদাতা বহুজাতিক বিনোদন সংস্থা ‘আউটফিট সেভেন লিমিটেড’। ২. ২০১০ সালে ‘টকিং টম’-এর জন্ম। ৩. ‘টকিং টম’-কে নিয়ে এখনও পর্যন্ত ১৫টি অ্যাপস বাজারে আছে। ৪. ২০১০ সাল থেকে আজ পর্যন্ত ‘টকিং টম’-এর কমপক্ষে ৩০০ কোটি বার ডাউনলোড হয়েছে। ৫. ছোটদের বিনোদন এবং শিক্ষায় ‘টকিং টম’ একাধিক পুরস্কার জিতেছে।
টকিং টম এর ফানি কন্ঠে অফলাইন ভার্সন –এ এবার প্রকাশিত হলো টকিং টম বাংলা অডিও অ্যাপ। ডেভেলপার টীম WikiBdApps এই ফানি অডিও অ্যাপটি আপনাদের জন্য নিয়ে এসেছে।
কথা বলা ফানি বিড়াল টম ও অ্যাঞ্জেলা ক্যাট এর কন্ঠে মজার মজার অডিও গুলো শুনলে আপনার সময়গুলো উপভোগ্য হয়ে উঠবে।
অন্তর্ভুক্ত বিষয়সমূহঃ
বাংলা টকিং টম ফানি, টকিং এনজেলা, টকিং টম এঞ্জেলা, টকিং তম, টকিং টম টু, টকিং টম বাংলা ভিডিও, টকিং টম অ্যাপস, টকিং টম বাংলা কার্টুন, টকিং টম বাংলা ফানি ভিডিও, Tom Funny Bangla Talking, টকিং টম বাংলা ফানি অডিও, টকিং টম বাংলা, টকিং টম অডিও, টকিং টম বাংলা অডিও অফলাইন, টকিং টম কথা, টকিং টম বাংলা mp3, টকিং টম ডাউনলোড, টকিং টম এর বাংলা গান, টকিং টম অ্যাপস
প্লে-স্টোর চ্যানেল লিংকঃ
https://play.google.com/store/apps/developer?id=WikiBdApps
আমি সোহাগ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 11 টিউনারকে ফলো করি।