এলো নতুন ও বিচিত্র অ্যান্ড্রয়েড OS, Puffin OS! অ্যান্ড্রয়েড এর জন্য কী Puffin OS হুমকি স্বরূপ? জেনে নিন Puffin OS এর আদ্যপান্ত

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন  সবাই? আশাকরি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল থাকবেন না কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।

আমরা কেউ না কেউ জীবনে এক বার হলেও “Puffin” ব্রাউজার এর কথা শুনেছি বা আমাদের ফোনে ব্যবহার করেছি। “Puffin” ব্রাউজারটি তৈরি করেছে আমেরিকান কোম্পানি CloudMosa। প্রচলিত অনান্য ব্রাউজারগুলির তুলনায়, “Puffin ব্রাউজারের স্পিড এবং সিকিউরিটি বেশি পাওয়াফুল। “Puffin” ব্রাউজার থেকে এই দুটি বিশেষ ফিচার অর্জন করার ফলে, CloudMosa একটি মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করেছে যার নাম দিয়েছে “Puffin OS”।

Puffin OS মূলত অ্যান্ড্রয়েড এর সোর্স কোড লিনাক্স ব্যবহার করে অ্যান্ড্রয়েড এর মত নতুন একটি ওপেন সোর্স/প্ল্যাটফর্ম মোবাইল OS তৈরি করেছে। তাদের দাবি, তারা Puffin OS এ Avatar Technology ব্যবহার করেছে যার ফলে আপনার লোকাল ডিভাইস এর ওয়ার্ক লোড ক্লাউড এ স্থানান্তর করে, এজন্য আপনার ডিভাইসটি অনেকগুণ বেশি ফাস্ট কাজ করে।

আমরা সবাই জানি যে, মোবাইলের দাম আর পার্ফরমেন্স এই দুইটি একটির সাথে অন্যটি পারস্পরিক সম্পর্ক-যুক্ত। যেমনঃ হাই কনফিগারেশন ফোন গুলির দাম বেশি হয় আর অপর পক্ষে কম দামি ফোন গুলি হয় লো কনফিগের আর স্লো। Avatar Technology ব্যবহার এবং Puffin OS এর দাবি অনুযায়ী, Puffin OS কম দামের ফোনগুলির পারফরম্যান্স বাড়িয়ে দামী ফোনের মত করে তুলবে।

Puffin OS এর প্রধান টার্গেট হল কম দামের হ্যান্ডসেট গুলো এবং ডেভলপিং মার্কেট এর জন্য, যার দাম $100 মার্কিন ডলার বা তার চেয়ে কম। CloudMosa এর মতে তাদের এই Puffin OS ফিচার ফোন এবং কম দামি অ্যান্ড্রয়েড ফোনকে করে তুলবে আরো ফাস্ট এবং স্মুথ।

বেটা স্টেজ

Puffin OS বর্তমানে বেটা স্টেজ এ রয়েছে, আর তাই অল্প কিছু ডিভাইসে যেমন: Redmi Go এবং Nokia One ডিভাইসে আপাতত ফ্ল্যাশ করা যাবে আর এই ডিভাইস গুলির দাম $100 মার্কিন ডলার (৮০০০ টাকা) বা তার চেয়ে কম।

Puffin OS বর্তমানে লো কনফিগ হার্ডওয়্যার এবং ডেভলপিং মার্কেট টার্গের করেছে। Puffin OS তাদের ইন্টারনেট সম্বলিত ডিভাইস বাজারে আনবে কেননা Android Go ডিভাইসটির পার্ফরমেন্স তেমন ভালো না এবং Nokia One ডিভাইসটি ফিচার ফোন হওয়ায় এর ইউজার ইন্টারঅ্যাকশান খুবই খারাপ। সুতরাং Puffin OS দাবি করে, Puffin OS কম দামি ফোন গুলিকে দামি ফোনের মত আরও ফাস্ট এবং স্মুথ করে তুলবে।

হুবাহু অ্যান্ড্রয়েড এর মত দেখতে

যেহেতু Puffin OS অ্যান্ড্রয়েড এর সোর্স কোড ব্যবহার করে একটি নতুন ওপেন প্ল্যাটফর্ম মোবাইল ওএস তৈরি করেছে, তাই এর ইউজার ইন্টারফেস দেখতে হুবাহু অ্যান্ড্রয়েড এর মতই। তবে এর সাথে আছে চমৎকার একটি হোম স্ক্রীন এবং নোটিফিকেশন প্যানেল। তবে গুগল প্লে স্টোর এবং গুগল এর অন্যান্য সার্ভিসগুলো ব্যবহারের পরিবর্তে তারা তাদের নিজস্ব অ্যাপ স্টোর ব্যবহার করেছে এবং ডিফল্ট অ্যাপ হিসেবে সাধারণ কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়েছে, যেমন: ক্যামেরা, ডায়ালারের মত কিছু ডিফল্ট প্রি-ইন্সটল অ্যাপ।

নিজস্ব অ্যাপ স্টোর

Puffin OS এ গুগল প্লে স্টোর এবং গুগল এর অন্যান্য সার্ভিসগুলো ব্যবহার এর পরিবর্তে তারা তাদের নিজস্ব অ্যাপ স্টোর ব্যবহার করেছে। ফলে আপনি যদি কোন অ্যাপ ইন্সটল করতে চান তাহলে তাদের নিজস্ব অ্যাপ স্টোর যার নাম Puffin Web Apps Store ব্যবহার করেই ইন্সটল করতে হবে। আর অ্যাপ গুলি অনান্য সাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ এর মত না, Puffin OS এ ব্যবহার করা হয়েছে 'ওয়েব অ্যাপ'। ফলে Puffin OS সম্বলিত ফোন অনেক ফাস্ট কাজ করবে এমনটাই দাবি করছে Puffin OS।

সুপার ফাস্ট ইন্সটলিং

Puffin OS এ অ্যাপ ইন্সটল করা হচ্ছে সুপার ডুপার ফাস্ট। কেননা আমি আপনাদেরকে আগেই বলেছি যে, Puffin OS এ ওয়েব অ্যাপ ব্যবহার করা হয়। যার ফলে শুধু মাত্র Puffin অ্যাপ স্টোর ওপেন করে কাংখিত অ্যাপ এ ইন্সটল ক্লিক করতেই অ্যাপ ইন্সটল করা হয়ে যাবে।

অ্যাপ ওপেনিং

আমি Android Go এবং Puffin OS এ পাশাপাশি কিছু অ্যাপ ওপেন করে দেখেছি। আমার কাছে মনে হলো এই দুইটি OS ই একই ধরনের পার্ফরমেন্স দিচ্ছে। আমি কিছু ক্ষেত্রে Android Go তে অ্যাপ ওপেনিং এ কিছুটা ফাস্ট আবার কিছু ক্ষেত্রে Puffin OS অ্যাপ ওপেনিং এ কিছুটা ফাস্ট দেখছি যা সাধারণত চোখে বুঝা যায় না।

অ্যাপ এ ট্যাপিং যেমন লাইক দেওয়া, রিয়্যাক্ট দেওয়া ইত্যাদি করার সময় মনে হল একই সময় এ কাজ করছে। তাই সর্বোপরি আমার কাছে মনে হল এই দুইটি ফোন এর পার্ফরমেন্স প্রায় সেইম।

রিমোট ব্রাউজার

আমরা যে সকল ব্রাউজার ব্যবহার করি Firefox, Chrome এই ব্রাউজার গুলো কাজ করে গতানুগতিক ভাবে। যেমন আপনি Twitter এ অ্যাক্সেস করতে চান, ব্রাউজারে Twitter.com লিখে এন্টার বাটনে ক্লিক করার পরে ব্রাউজার Twitter সার্ভারের সাথে কানেক্ট করে কয়েক গুচ্ছ ফাইল থেকে Twitter এর ফাইলটি আপনার ব্রাউজারে ডিসপ্লে করে, যা খুবই সোজা সাপ্টা। আর Puffin OS দাবি করছে এই পদ্ধতিটা তেমন কার্যকর নয়।

আর তাই Puffing OS তাদের এই OS এ সম্পূর্ণ নতুন প্রযুক্তি যোগ করছে যার নাম দিয়েছে 'রিমোট ব্রাউজার' এবং তাদের এই নতুন ফিচার 'রিমোট ব্রাউজার' টেকনোলোজির গুন গান করছে। তারা দাবি করছে রিমোট ব্রাউজার এর মাধ্যমে আপনি আরো খুব দ্রুত ব্রাউজিং করতে পারবেন।

আসুন দেখে নেই তাদের রিমোট ব্রাউজার ফিচার কিভাবে কাজ করে।

আপনি যখন কোন সাইট ওপেন করার জন্য ব্রাউজার থেকে রিকুয়েস্ট পাঠাবেন তখন সরাসরি ঐ সাইটের সার্ভারে না গিয়ে প্রথমে Puffing এর সেট করা একটা সার্ভারে রিকুয়েস্ট যাবে আর তারপর এই সার্ভার থেকে ইন্টারনেট থেকে সকল ফাইল খুঁজে উপযুক্ত ফাইলটি খুঁজে আপনার ফোনের ডিসপ্লে তে প্রদর্শন করবে ফলে আপনার ফোনের উপর তেমন চাপ পড়বে না আর আপনার ফোন হবে স্মুথ। এইটা তারা দাবি করছে।

সিকিউরিটি এবং প্রাইভেসি

Puffin OS এর অন্য সব দিক ভালো লাগলেও এর সিকিউরিটি ও প্রাইভেসি নিয়ে আমার কিছু Concern আছে।

যেহেতু Puffing OS রিমোট ব্রাউজিং টেকনোলোজি ব্যবহার করছে, আর এজন্য তারা একটি সার্ভার সেটআপ করেছে, আর এই কারণে আপনার ইনপুট করা সকল তথ্য তাদের সার্ভারে সেভ থাকেবে, যেমনঃ পাসওয়ার্ড, ডেবিট/ ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি। যা বেশ বড় একটি সিকিউরিটি Concern বলে আমার কাছে মনে হয়।

আমি তাদের ওয়েব সাইট থেকে প্রাইভেসি পলেসি দেখলাম যা খুবই ছোট এবং অস্পষ্ট বলে আমার কাছে মনে হয়েছে। তাদের কে এই ব্যপারে জিজ্ঞাসা করা হলে তারা ব্যপারটা ক্লিয়ার করে কিছু বলে নি, শুধু বলেছে তারা ১০০ দিন পর পর ইউজারের সব তথ্য মুছে ফেলে এবং তাদের প্রাইভেসি পলেসি টা দেখতে বলে যা আমার কাছে খুবই ছোট এবং অস্পষ্ট মনে হয়েছে।

শেষ কথা

Puffing OS এর কনসেপ্ট টা খুবই ভালো যেমন: ওয়েব অ্যাপ এবং ওয়ার্ক লোড বাইপাস করে ডিভাইসের পারফর্মেন্স বৃদ্ধি করা। কিন্তু তাদের কনসেপ্টকে আরও Robust করতে তাদের আরও বেশ কিছু দিকে কাজ করতে হবে বলে আমি মনে করি।

কেননা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি Android GO আর Puffin OS এর পারফর্মেন্স, প্রায় একই রকম পারফর্মেন্স করেছে। আর তাদের অস্পষ্ট প্রাইভেসি পলিসি এবং আমাদের গুরুত্বপূর্ণ তথ্য তাদের সার্ভারে সেভ করার ফলে আমরা যেকোন সময় আমাদের মূল্যবান তথ্য হ্যাক অথবা লিকড হয়ে যেতে পারে। আর এসব কারণে তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে পেরে উঠবে কিনা সেটা সময়ই বলে দিবে।

তবে আমার কাছে সম্পূর্ণ নতুন ধরনের এই OS সিস্টেমটি খুবই ভালো লেগেছে। তারা ইউজার ডাটা এনক্রিপশন, আরও উন্নত প্রযুক্তির App ইত্যাদি এর মাধ্যমে Puffin OS কে দারুন একটি মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে প্রতিষ্ঠিত করাতে পারবে বলে আমি আশাকরি।

আজ এই পর্যন্তই, টিউনটি কেমন হলো ভালো ব মন্দ যাই হোকনা কেন টিউনমেন্ট এ জানাবেন। আর আপনাদের যে কোন প্রশ্ন থাকলে টিউনমেন্ট এ জিজ্ঞাসা করুন, টিউন জোস করুন, শেয়ার করুন এবং টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 208 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তথ্যপূর্ণ টিউন ছিল। নতুন কিছু পেলাম। চালিয়ে জান।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    টিউন জোস করুন, টিউন শেয়ার করুন, আর টেকটিউনস এর সাথেই থাকুন।