Night Lamp একটি সিম্পল ফ্লাশ লাইট অ্যাপ [ক্লিন ডিজাইন]

বাড়িতে আপনি ছাড়া আর কেও নেই! সবাই আপনাকে রেখে গ্রামে চলে গেছে কোন একটা কারনে। আপনাকে একাই থাকতে হবে কয়েকদিন।

রাত হয়ে গেলো! বাইরে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আপনার চোখে কোন ঘুম নেই! রাত হতে হতে প্রায় ৩ টা বেজে গেলো এবং বাইরে বৃষ্টির মাত্রা বেড়ে গেলো, কেমন যেন একটা গমোট ভাব চারপাশে, এমন সময় শুনতে পেলেন রান্না ঘর থেকে কোন একটা আওয়াজ আসছে।

কিন্তু বাড়িতে আপনি ছাড়া তো আর কেও নেই! তাহলে আওয়াজ টা কিসের? আওয়াজ টা শুনে আপনার কিছু টা ভয় লাগতে শুরু করলো। আপনি ভাবলেন রান্না ঘরে গিয়ে একবার দেখে আসবেন কিনা, কিন্তু আপনি সাহস করতে পারলেন না, ঠিক এমন সময় বাড়ির সব বিদ্যুৎ চলে গেলো! আপনি একা, চারপাশ নিকষ কালো অন্ধকার! আপনি ছাড়া আসে পাশে আর কেও নেই! আপনি খুব ভয় পাচ্ছেন! মনে হচ্ছে পিছন থেকে কেও এসে আপনাকে জাপটে ধরবে।

তখন আপনি কি করবেন?

তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, .

কিছুক্ষণ ভয় কে দূরে রেখে মোবাইল টা হাতে নিয়ে সরাসরি Goolge Play Store এ ঢুকবেন এবং সার্চ করে খুঁজে বের করবেন আমার তৈরী করা Night Lamp এপ টি!

তারপর Install হলে ফ্ল্যাশ লাইট জালাবেন নাইট লেম্প এর সাহায্যে।

Night Lamp এর আলোয় আলোকিত হয়ে আপনার সব ভয় কেটে যাবে এবং সম্পূর্ণ সাহস ফিরে পাবেন।

রান্না ঘরে সেই আওয়াজ টা এখনো হচ্ছে কিন্তু আপনি ভয় পাচ্ছেন না, কারন আপনার সাথে আছে Night Lamp!

Night Lamp এর আলো নিয়ে আপনি যখন রান্না ঘরে গেলেন, তখন আপনি যা দেখলেন তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না!

আপনি ভুলেই গিয়েছিলেন যে আপনি ছাড়া আরো একজন ছিল এই বাড়িতে, আর সে হচ্ছে আপনার পোষা বিড়াল! সেই এতক্ষন আওয়াজ করছিলো।

সেই রাতে আর বিদ্যুৎ আসলো না! তাই আপনি আপনার বিড়াল কে নিয়ে Night Lamp এর আলো জ্বালিয়ে ঘুমিয়ে পরলেন।

 

 

এরকম পরিবেশে টিকে থাকার জন্য এখনই Install করে নিন "Night Lamp"

_জীবন হোক আলোকিতময়_

App link in Play Store: https://goo.gl/Dk78fy

 

বিঃ দ্রঃ গরীবের বিজ্ঞাপণ

Level 1

আমি এস এম সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম Sm Shohag। একজন Full Stack Developer হিসেবে অনলাইন মার্কেটপ্লেস গুলো তে কাজ করি পাশাপাশি চেষ্টা করি নিজের সামান্য জ্ঞান টুকু অন্যদের মাঝে ছড়িয়ে দিতে, সেই প্রচেষ্টা থেকেই পার্সোনাল একটি ব্লগ সাইট করেছি যেখানে আপনারা Modern ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন! আমার সাইট এর লিঙ্ক https://www.fsmdeveloper.com/ আর যদি আপনাদের কোন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গল্পটা সুন্দর হইছে। ভাল লিখেন আপনি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

প্রিয় টিউনার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

    আমি আমার আসল পরিচয় এবং তথ্য দিয়ে ফর্ম সাবমিট করেছি!! ধন্যবাদ

onek upokar holo vaya