আমি আপনাদের জন্য একটি গেমস নিয়ে হাজির হয়েছি। যদি আপনি কখনো Shadow Fight Series এর গেম খেলে থাকেন, তাহলে আপনি অবশ্যই এই সিরিজ এর গেমটি মিস করবে না ৷ কারন গেমটিতে রয়েছে গভীর প্রাণবন্ত এবং যুদ্ধে ভরা। এই গেমসটিতে রয়েছে অনেক স্টেপ। গেমটি খেলতে আপনার অবশ্যেই ভালো লাগবে। গেমটি খেলতে হলে আপনার মোবইলে অন্ততপক্ষে ১জিবি রেম দরকার হবে। এই গেমটি গুগল প্লে-স্টোর ধেতে ১০০ মিলিয়ন ডাউনলোড হয়েছে। এই গেমটির রেটিং ৪.৪। আসুন আমরা নিচের থেকে গেমটির কিছু ফিচার দেখে নেই।
এই সিরাজের গ্রাফিক্স আগের তুলনায় অনেকটা ঊন্নতি করেছে ৷ 2D সিলুয়েট আর্ট-স্টাইলটি আর গেমটিতে নেই, এর পরিবর্তে সব অক্ষর এবং ব্যাকগ্রাউন্ডগুলি 3D তে রয়েছে ৷ চিত্তাকর্ষক অ্যানিমেশন (যুদ্ধের সময় বিশেষত ধীর গতির) এখনও প্রিয় খেলাগুলির একটি।
কাহিনিসূত্র:-
এই শ্যডো ফাইট ২ তে ঘটনাগুলোতে এর মূল প্রধান কাহিনী ছাড়াও রয়েছে অনেক ধরনের মিশন। কিছু দিকে কোয়েস্ট বা মিশন বিশেষ অবস্থানেও আসে। কিছু উদারহণ দেই- আপনি মোট তিনটি খেলার গোষ্টি থেকে পছন্দ করতে পারবেন- খেলা শুরুতে লিওজেন, হেরাল্ডস বা রাজবংশ, প্রতিটি অনন্য ক্ষমতা, সরঞ্জাম, এবং যুদ্ধ শৈলী আছে।
প্লে গেম- কিছু কিছু দিক নির্দেশনা গেমটিতে দেওয়া থাকে যা আপনি খেলা সম্পর্কে ধারনা পাবেন। এই গেমটির সাইজ ৪৭৩ মেগাবাইট।
যাদের গেমটির খেলার খুব ইচ্ছুক তারা এই গেমটি ডাউনলোড করে নিতে পারেন।
গেমটি এই লিংক থেকে ডাউনলোড করা যাবে।
আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student