অ্যান্ড্রয়েডের জন্য জনপ্রিয় মোবা গেইম কোম্পানির এর ‘Paladins Strike’ গেম

জনপ্রিয় গেইমের ধারা ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার ব্যাটল এরিনা বা মোবাতে এসেছে নতুন গেইম ‘প্যালাডিনস স্ট্রাইক’। অ্যান্ড্রয়েডে মোবা গেইমের অভাব না থাকলেও প্যালাডিনস স্ট্রাইক কিছুটা ভিন্ন।

পিসিতে তুমুল জনপ্রিয় গেইম প্যালাডিনসের সবগুলো চরিত্র প্যালাডিনস স্ট্রাইকে দেয়া হয়েছে। তবে অন্যান্য মোবা গেইমের মত নিজের বেইস বাঁচানো আর প্রতিপক্ষের বেইস দখল করা নয়, প্যালাডিনস স্ট্রাইকের লক্ষ্য নিজের বেইস থেকে প্রতিপক্ষের বেইসে একটি পে-লোড নিয়ে পৌঁছানো।

নিয়ন্ত্রণেও রয়েছে পার্থক্য, ট্যাপ করে নয়, বরং সরাসরি ভার্চুয়াল স্টিক দিয়ে চরিত্র নিয়ন্ত্রণ করতে হবে। সেদিক থেকে বলা যায় গেইমটির সঙ্গে মূল প্যালাডিনস গেইমের মিল আছে।

মূল গেইম মোড সিজ ছাড়াও আছে সামুনস মোড, যেখানে দুটি পক্ষকেই দেয়া হবে বেশ কিছু অবজেক্টিভ যা শেষ করে তবেই ম্যাচ জেতা যাবে। এছাড়াও শুধুমাত্র মারামারি করতে চাইলে আছে ডেথম্যাচ মোড।

গেইমটির গ্রাফিক্স খুবই উন্নতমানের, ফলে খুব দুর্বল ডিভাইসে খেলার আশা না করাই উত্তম। ভালো মানের ইন্টারনেট সংযোগ থাকাও গুরুত্বপূর্ণ। গেইমটি খেলা যাবে সম্পূর্ণ বিনামূল্যে, তাই গেইমের সকল চরিত্র নিয়ে খেলতে হলে বা তাদের আইটেম কিনতে হলে অবশ্যই ইন-অ্যাপ পারচেইসের দ্বারস্থ হতে হবে।

apkjan.com

গেইমটির নির্মাতা হাই-রেজ স্টুডিওস আশা করছে, মোবাইল ইস্পোর্টস গেইম হিসেবে প্যালাডিনস স্ট্রাইক জায়গা করে নিতে পারবে। মোবাইল গেইমিং ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে, তাদের আশা অমূলক নয়।

গেইমটি খেলতে ফোনে লাগবে অন্তত ২ গিগাবাইট র‌্যাম, ২ গিগাবাইট স্টোরেজ, কোয়াডকোর প্রসেসর আর অ্যাড্রিনো ৪০০ বা মালি টি৭০০ সিরিজের জিপিউ। সঙ্গে থাকতে হবে ইন্টারনের সংযোগ।

গেইমটি এই লিংক থেকে ডাউনলোড করা যাবে।

Level 3

আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস