সিনেমা বা মুভি দেখার জন্য আর যেতে হবে না সিনেমা হলে। এবার ঘরে বসে ইন্টারনেট সংযোগ থাকলেই দেখার সুযোগ পাবেন আপনার মোবাইলেই। বেশকিছু অ্যাপস আছে যেগুলো ইনস্টল করে ইচ্ছা্মত যে কোনও দেশের যে কোনও মুভি দেখার সুযোগ তৈরি করেছে অ্যাপসগুলো। এই অ্যাপসগুলো্র কোনোটি ফ্রি আবার কোনোটিতে মুভি দেখার জন্য টাকা ব্যয় করতে হবে। আজ জেনে নিন দেশি-বিদেশি কিছু মুভি ও টিভি সিরিজ দেখার অ্যাপসের ও স্ট্রিমিং সাইটের নাম।
TeaTV- TeaTV- TeaTV- TeaTV একটি জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং। TeaTV থেকে বিভিন্ন ওয়েব সিরিজ প্রচার করা হয়ে থাকে। এ ছাড়া এতে মুভি, মিউজিক ভিডিওসহ বিভিন্ন টিভি শো দেখা যায়। অফলাইন ভিডিও ডাউনলোড সুবিধা রয়েছে TeaTV-এর মোবাইল অ্যাপে। TeaTV-এ কিছু কিছু ভিডিও কনটেন্ট ফ্রি দেখা যাবে। তবে সব কনটেন্ট দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে। ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করেন।
Netflix - Netflix সারা বিশ্বে অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘Netflix’। বর্তমানে ২০০টির বেশি দেশে Netflix এর কার্যক্রম আছে। Netflix জনপ্রিয় এ স্ট্রিমিং সাইট এবং অ্যাপটিতে দেখতে পাওয়া যায় বিভিন্ন টিভি সিরিজ, মুভি ও টিভি চ্যানেল। Netflix বাংলাদেশ ও কলকাতার অনেক বাংলা সিনেমাও পাওয়া যাবে এই অ্যাপসটিতে। তবে বিনামূল্যে Netflix এর সেবা মিলবে না। Netflix এর মাসিক স্ট্রিমিং প্যাকেজ তিন রকমের হয়ে থাকে- বেসিক, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম। বেসিক প্যাকেজে থাকছে মাসিক আট ডলারে (৬৪০ টাকা) একটি স্ক্রিনে এসডি (স্ট্যান্ডার্ড ডিসপ্লে) রেজল্যুশন মুভি আর টিভি ধারাবাহিক দেখার সুবিধা। স্ট্যান্ডার্ড প্যাকেজে থাকছে মাসিক ১০ ডলারে (৮০০ টাকা) দুটি স্ক্রিনে, এইচডি (হাই ডিসপ্লে) রেজল্যুশনে মুভি আর টিভি ধারাবাহিক দেখার সুবিধা। প্রিমিয়াম প্যাকেজে থাকছে মাসিক ১২ ডলারে (৯৬০ টাকা) চারটি স্ক্রিনে এইচডি ও ইউএইচডি (আলট্রা হাই ডিসপ্লে) রেজল্যুশনে স্ট্রিমিং সেবা উপভোগের সুবিধা। আন্তর্জাতিক ক্রেডিট কার্ড মাস্টার বা ভিসা কার্ডের মাধ্যমে প্যাকেজগুলো কেনা যাবে। ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করেন।
আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student