অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষার ৮টি উপায়

আমরা সাধারণত অ্যান্ড্রয়েড মোবাইল সবাই ব্যবহার করে থাকি এবং মাঝে মাঝে এই অ্যান্ড্রয়েড ফোনের অনেক সমস্যাতে ও পরে যাই। এবং এই সমস্য যদি আমরা সমাধান করতে না পারি তাহলে হয়ত যে কোন সার্ভিস সেন্টারের দিকে ছুটে যাই।

আর এমন কিছু সমাধান আমরা এখানে তুলে ধরছি যা আপনি নিজেই সমাধান করতে পারবেন।

১. আপনার ফোন যদি পানিতে পরে যায়ঃ আপনার ফোন যদি কোন কারনে পানিতে পরে তাহলে আপনি ফোনটি সাথে সাথে ফোনের ব্যাটারি এবং সিম খুলে ফেলুন এবং ফোনের যত দূর পার্টস খুলা যায় তা খুলে ফেলুন। এবং ফোনটি শুকানোর ব্যবস্থা করুন।
২ আপনার মোবাইল ঘড়ির সময় যদি ঠিক থাকে নাঃ মোবাইল এর নেটওয়ার্ক ক্লক যদি স্লো হয়, তাহলে মোবাইল সময় ও স্লো হবে। এ সময় আপনি যা করবেন আপনার মোবাইলের Settings > Date & Time > Automatic সিলেক্ট করে দিলে আপনার মোবাইলের সময় ঠিক থাকবে। Bangla Android Tips:
৩. আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন এর তথ্য ডিলিটঃ যদি মোবাইল এর কোন ডাটা বা তথ্য ডিলিট করাতে চান তহলে আপনাকে যা করতে হবে আপনার মোবাইল এর Settings >> SD & Phone Storage >> Factory Data Restore এ প্রবেশ করুন। এই ফরম্যাট দ্বারা মোবাইল এর সকল ডাটা ডিলিট কারা হয়।
৪. আপনার লোকেশন ম্যাপ এ সঠিক ভাবে দেখা যাচ্ছে নাঃ আপনার মোবাইল এ যদি কোন সময় সঠিক ম্যাপ না আশে তা হলে আপনার ফোনের Settings > Location এ Use GPS satellites সিলেক্ট করে দিন তাহলে লোকেশন ম্যাপ ঠিক হয়ে যাবে।
৫.সূর্য্যের আলোতে স্ক্রিন দেখতে সমস্যাঃ আপনি যদি বাহিরে থাকেন মানে সূর্য্যের আলোতে চলাফেরা করেন। আপনার ফেনের স্ক্রিন দেখতে যদি সমস্যা হয় তাহলে আপনি অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করে এ সমস্যর সমাধান করতে পারেন।

৬. মেমরী কার্ড সমস্যঃ এসডি কার্ডে যদি সমস্য দেখা দেয় আপনার ফোন এ ভাইরাস হতে পারে এবং ‍আপনি যে ডিভাইস ব্যবহার করছেন সেখানে ও ভাইরাস থাকতে পারে। তাহলে আপনি ফোন এর মেমরি কার্ডটি ফরম্যাট করে তারপর মোবাইলে ব্যবহার করুন।
৭. ওয়াই-ফাই কানেক্ট এর সমস্যঃ ওয়াইফাই আপনার মোবাইল এ সংযুক্ত না করতে পারলে তাহলে আপনাকে বুঝতে হবে সেটিং এ সমস্য হতে পারে। আপনার অ্যান্ড্রয়েড ফোন এ গিয়ে wi-fi > Settings > Menu > Advance এবং stay connected সিলেক্ট করার পরই আপনার রেঞ্জ এর মাঝে থাকা সব লাইন আপনার ফোন এ দেখা যাবে।
৮. যদি আপনার ফোনের সাউন্ড খুবই কম হয়ঃ আমরা অনেক সময় দেখতে পাই ফোনের সাউন্ড খুব কম থাকে, এছাড়া ফোন থেকে Audio Boost দিয়ে আপনি আাপনার ফোন এর সাউন্ড ঠিক ঠাক করতে পারেন।

Level 3

আমি শামীম আলরাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস