জনপ্রিয় রেসিং গেইম Asphalt 9 Legend খেলুন আপনার অ্যান্ড্রয়েডে

আশাকরি মহান আল্লাহর রহমতে ভাল আছেন। আজ আপনাদের মাঝে জনপ্রিয় একটি গেম নিয়ে এসেছি। এই গেমটি সম্প্রতি রিলিজ হয়েছে। এর আগে Asphalt 8 রিলিজ হয়েছে। প্লে-স্টো থেকে ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে Asphalt 8 ডাউনলোড করতে পারেন। এই গেমটিতে বিখ্যাত নির্মাতা যেমন ফেরারী, পোর্শ, ল্যাম্বঘড়ি এবং ডব্লু মোটরস এর বিশাল গারি নিতে পারবেন। আপনি বিশ্বজুড়ে প্রতিদ্বন্দ্বী গতির স্বপ্নের গাড়িটি বেছে নেওয়ার সুযোগ পাবেন এবং দর্শনীয় স্থানগুলির মধ্যে রেচিং করতে পারবেন। এতে পাবেন বাস্তব গারি চালোর মজা। যা অন্য গেমটিতে আপনি পাবেন না।

Asphalt 9 Legends - apkjan.com

  • আপনি গারির জন্য সঠিক রঙ এবং গারির গতি নির্ধারণ করতে পারবেন।
  • বিশ্বের জনপ্রিয় স্থানগুলির ৭০ টি রাস্তা পাবেন।
  • মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন।
  • গাড়ির নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ পাবেন।

Asphalt 9 Legend এই গেম টি ডাউনলোড করুন Google Play থেকে আর যদি না পারেন তাহলে Asphalt 9 Legend করুন।

নোটঃ এই গেমটি বর্তমানে ফিলিপাইনের মধ্যে সীমাবদ্ধ। এটি খেলার জন্য, আপনাকে আইপি পরিবর্তন সফ্টওয়্যার (ExpressVPN) ইনস্টল করতে হবে। আইপি পরিবর্তন সফ্টওয়্যার ইনস্টল এবং ফিলিপাইন্স করতে হবে, এরপর গুগল প্লে থেকে কয়েক কিলোবাইট ফাইল ডাউনলোড হবে, তারপর ডাউনলোড বন্ধ করুন। তারপর উপরে ডাউনলোড লিঙ্ক থেকে ইনস্টলেশন অনুযায়ী ইন্সটল করুন।

আল্লাহ হাফেজ।

Level 3

আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস