আশাকরি সবাই ভালো আছেন।
মোবাইলে ওয়ালপেপার ইউজ আমরা সবাই করে থাকি, আবার এটাও চেষ্টা করি ১টা ইউনিক ওয়ালপেপার নিজের মোবাইলে দেয়ার জন্য। আচ্ছা যদি এমন হয় যে আপনার খুব ফেভারিট কোন ভিডিও এর একদম পছন্দের মুহূর্তটি আপনার ওয়ালপেপার হিসেবে সেট করা থাকলো কেমন হবে? আমি যেমন Game of thrones এর ভক্ত তাই আমি আমার ফোনে Game of thrones এর ১টি ক্লিপ ওয়ালপেপার হিসেবে সেট করেছি। ধরুন অনেক সময় অনেক ভিডিও ভাইরাল হয়ে যায় যেমন কিছুদিন আগে দক্ষিণী এক নায়িকার চোখ টিপ মারার ভিডিও ভাইরাল হয়েছিলো আর সেইরকম ভিডিওটি আপনার ওয়ালপেপার হিসেবে সেট করে অন্যদের তাক লাগিয়ে দিতে পারেন।
হ্যা এই কাজটিই এখন আপনার মোবাইলে ইজিলি করতে পারবেন, অর্থাৎ আপনার পছন্দের যেকোন মুভি, নাটক, সিরিজ, গান হতে আপনার ফেভারিট অংশটি ভিডিও ওয়ালপেপার হিসেবে সেট করে নিতে পারবেন। আর ওই অংশটি আপনার স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। আপনি চাইলে সাউন্ড সহ অথবা সাউন্ড ছাড়া উভয়ভাবেই সেট করতে পারবেন।
এই কাজটি করতে আপনার প্রয়োজন হবে ছোট ১টি App এর যার সাহায্যে আপনি ফোনে ভিডিও ওয়ালপেপার সেট করে নিতে পারবেন। App টির নাম ভিডিও ওয়ালপেপার। তো দেরি না করে আপনার মোবাইলে ভিডিও ওয়ালপেপার ট্রাই করে ফেলুন। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তবে নিচের ভিডিওটি থেকে কিভাবে ভিডিও ওয়ালপেপার সেট করবেন দেখে নিতে পারেন।
আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যাবেন না পরবর্তী সব ভিডিও সবার আগে পেতে।
ইউটিউবে আমাদের চ্যানেল Review Bangla
Apps Review Bangla লিখে সার্চ করলেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। ধন্যবাদ।
আমি সোহাইল উইক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।