আমি এই টিউনের মাধ্যমে আপনাদের এমন কিছু সেটিংস উল্লেখ করব যেগুলো আপনি চেঞ্জ করে নিলে ইনশাআল্লাহ্ আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ভালো কাজ করবে আর সুপার ফাস্ট হয়ে উঠবে। সেই সাথে আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারে পাবেন শান্তিময় অভিজ্ঞতা। সুতরাং সময় থাকতেই এ সেটিংস পালটিয়ে ফেলুন।
আপনার মোবাইল কোন কারণে হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে তা খুঁজে বের করার জন্য গুগল আপনাকে সহায়তা করতে ফাইন্ড মাই ফোন চালু করেছে। সুতরাং হারিয়ে গেলে কিংবা চুরি হলে সাথে সাথে এই অপশন টি ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাকে অপশনটি চলু করে নিতে হবে। প্রথমে গুগল অ্যাপসে গিয়ে সিকিউরিটিতে যান। এখানে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার অপশনে গিয়ে দেখে নিন দুটি অপশনই চালু আছে কিনা। যদি না থাকে তাহলে চালু করে দিতে হবে।
আপনার ফোন স্লিপ মুডে চলে যাওয়া মানেই যে ফোন লক হয়ে গিয়েছে তা মোটেই নয়। আর লক ঠিক মত না হলে যে কেউ আপনার ফোন থেকে তথ্য অবাধে সরিয়ে ফেলতে পারে। বিশেষ করে যারা মেস/ হোস্টেলে থাকেন তাদের জন্য তো লক স্ক্রিন অবশ্যই প্রয়োজন। এই জন্য সেটিংসে গিয়ে সিকিউরিটি অপশনে যান।
আরো পড়ুন: ভার্চুয়াল ডেস্কটপ কি | ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহারের ১৪টি মাস্টার টিপস
স্ক্রিনলক সেটিংস মেন্যু হতে গিয়ার চিহ্নিত অংশে ক্লিক করে ভেতরে যান। এখান থেকে পাওয়ার বাটন ইনস্ট্যান্ট লক চালু করে দিতে হবে আর সেই সাথে আপনার স্ক্রিনে কাজের সময়ের উপর ভিত্তি করে একটা সময় নির্ধারণ করে অটোম্যাটিক লক ওকে করে দিন। আমি সাধারণত ২ মিনিট সময় দিয়ে থাকি যেহেতু মোবাইলে বই পড়ি।
মোবাইলে ইন্টারনেট মন দিয়ে ব্যবহার করে যাচ্ছেন হঠাৎ দেখলেন ডাটা শেষ হয়ে আপনার টাকাও কেটে নিয়েছে। আমাদের সাথে এই দুর্ঘটনাটা প্রায় প্রায় হয়ে থাকে আর মোবাইল সিম কম্পানি গুলোর চোদ্দগুস্টি উদ্ধার করি রাগে। কিন্তু আপনি চাইলেই এই সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারেন। সেটিংসে গিয়ে ডাটা ইউজেজ অংশে যেতে হবে। এখানে সেলুলার ডাটা ইউজেজ অংশের গিয়ারে ক্লিক করুন। এখানে আপনি ডাটা ফুরোনোর আগেই এলার্ট পাওয়ার ওয়ার্নিং অপশন পাবেন সেই সাথে কোন তারিখে মেয়াদ শেষ হবে সেটাও সেট করে নিতে পারেন।
এরকম আরো অনেক প্রয়োজনীইয় সেটিংস আছে যেগুলোও আপনার এখনই পরিবর্তন করা উচিত যেমন,
☯ অবাঞ্ছিত বিজ্ঞাপণ বন্ধ
☯ অন স্ক্রিন নোটিফিকেশন
☯ গুগল আনলক স্ক্রিন
☯ নেয়ার ফেয়ার কমিউনিকেশন
☯ সিম কার্ড লক সেটিংস
☯ অটো কারেকশন
☯ ক্রোম ফ্ল্যাগস
☯ ডাটা সেভিং মোড ইত্যাদি। বিস্তারিত নিচের লিংকে দেয়াই আছে।
আরো পড়ুন: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এই ১১টি সেটিংস এখনই চেইঞ্জ করা উচিত [ছবি সহ]
আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...