আইপিএল মানেই ক্রিকেটের মহোৎসব। আর এই আইপিএলকে নিয়েই বাজারে প্রকাশ পেল এক অভিনব অ্যান্ড্রয়েড অ্যাপ ‘আইপিএল ফ্যাক্টস’, আইপিএলে ঘটে চলা বিভিন্ন মজাদার বিষয় নিয়ে হাজির হয়েছে এই অ্যাপটি। যেমন ধরুন – ‘আইপএিলে গৌতম গম্ভীর সবচেয়ে বেশি র্অধশতরান ও র্সবাধকি শূন্য রান এর মালিক। ১১ শূন্য রান এবং ২৬ র্অধশতরান। ’ আবার যেমন- ‘আইপিএল প্রথম শুরু হওয়ার সময় সরফরাজ খান মাত্র ১০ বছর বয়সী ছিলেনে। এখন তিনি ২০ এবং গেইল, এবিডি, কোহলিদের পাশাপাশি আরসিবিতে খেলছেন। ’
অ্যাপটি বাজারে প্রকাশ হওয়া মাত্রই সাড়া ফেলে দিয়েছে। আইপিএল ফ্যানদের মতে, এটি একটি মজাদার অ্যাপ, অ্যাপটির মাধ্যমে আইপিএলের মজাদার বিষয় গুলো জানতে পারছি। শুধু তাই নয় কোলকাতা বাসী আইপিএল ফ্যানদের জন্য একটি মজাদার বিষয় হচ্ছে অ্যাপটি বানানো হয়েছে কোলকাতা থেকে। ডেভেলপারদের মতে অ্যাপটিতে আইপিএলের মজাদার ঘটনা ছাড়াও পাওয়া যাবে সবকটি ম্যাচ এর সময়তালিকা, পয়েন্ট টেবিল, আজকের ম্যাচ এর মতো বিভিন্ন ফিচার্স এবং আকর্ষনীয় বিষয় হল ব্যবহারকারীরা নিজেও আপলোড করতে পারবেন আইপিএল এর মাজাদার ঘটনা। অ্যাপটি ডাউনলোড করা যাবে এই লিঙ্ক থেকে https://play.google.com/store/apps/details?id=com.iplfacts
আমি bulbul04। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।