হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন, আজ আমি কথা বলবো কি ভাবে এন্ড্রয়েড মোবাইল দিয়া আয় করবেন খুব সহজে, ত কথা না বলে চলুন দেখে নেই কি ভাবে কাজ করবেন।
প্রথমে অ্যাপ টি ডাউনলোড করে ইন্সটল করবেন তারপর ওপেন করবেন কোন রকম অ্যাকাউন্ট খুলতে হবে না,
এখানে দেখতে পাবেন ১০০০ কয়েন এ ১০০ টাকা, ২০০০ কয়েন এ ২০০ টাকা, ৫০০০ কয়েন এ ৫০০ টাকা তুলতে পারবেন বিকাশ এ।
অ্যাপ টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
কাজ করবে যে ভাবে, অ্যাপ টি ওপেন করার পর ডলার বাটন দেখতে পাবেন, তারপর টাস্ক ১ দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে, তারপর ওয়েট করুন কিছু অ্যাড শো হবে, অ্যাড গুলা এক এক করে কেটে দিন, তারপর টাস্ক ২ আসবে সেখানে ও কিছু অ্যাড আসবে সব গুলা অ্যাড কেটে দিন, এভাবে টাস্ক গুলা শেষ করতে হবে, তারপর শেষ যে টাস্ক টা আছে সে টাস্ক এর অ্যাড এ ক্লিক করতে হবে, অ্যাড এ ক্লিক করে মিনিমাম ৪৫ সেকেন্ড ওয়েট করতে হবে, যদি অ্যাড এ ক্লিক না করেন তাহলে আপনার টাস্ক কমপ্লিট হবে না। আর টাস্ক কমপ্লিট না হলে আপনার ইনকাম ও হবে না। কমপ্লিট হলে আপনার ওয়ালেটে ১০ কয়েন জমা হবে, এভাবে কাজ করলে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় করতে পারবেন।
বিকাশ এ টাকা তুলতে পারবেন।
কারো বুঝতে সমস্যা হলে এই ভিডিও টি দেখতে পারেন,
তারপর ও যদি সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানাবেন
সবাইকে ধন্যবাদ।
আমি Sozib Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ki vai vuya naki link er app koi…App er link ta den jetar validity ase