Pixel Experience Rom For Redmi Note 4XMido

আসসালামু আলাইকুম.
আপনার রেডমি নোট ৪এক্স এ আপনি চাইলেই এখন স্টক android এর স্বাদ নিতে পারবেন। গুগল পিক্সেল মোবাইল এ যে রম ব্যবহার করা হয়েছে ঠিক ওই একি রোম(অনেকটা:v)  নোট ৪এক্স এর জন্য পোর্ট করা হয়েছে। এটা android ৮.১ অপারেটিং সিস্টেম সমর্থন করে। যার ফলে আপনি android ওরিও এর মজা নিতে পারবেন। এই রোমে সবকিছুই কাজ করে অর্থাৎ আমি এই পর্যন্ত এই রমে কোন বাগ বা ভাল্লুক পাইনি।

এই রম ব্যবহার করার জন্য আপনাকে যা করতে হবে তা হলঃ
১) বুটলোডার আনলোক
২) কাস্টম রিকভারি

কিভাবে ইন্সটল করবেন?
প্রথমে  এই লিংক থেকে রমটা ডাউনলোড করেনঃ https://download.pixelexperience.org/mido/
তারপর রিকভারি তে গিয়া রম ফ্ল্যাশ মারেন. gaaps ইঙ্কলুডেট তাই আলাদা কইরা মারার দরকার নাই.
(go to twrp>select wipe> select advanced wipe> wipe system, cache, data, delvike cache>flash rom)

ScreenShots:




#এই রম রুট করার জন্য Magisk 15.3 ভার্সন টা ইন্সটল করতে পারেন, নিচের লিংক থেকে Magisk ডাউনলোড করেনঃ https://drive.google.com/file/d/1zSW8t0vVQ5BXOy64YdZdDUgcJCSxlmSx/view?usp=sharing
# যদি Xposed ব্যবহার করতে চান নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে ফ্ল্যাশ করুনঃ
১) Xposed Installer APK: https://drive.google.com/file/d/1xbyzCfeImhcVcl1NmHnevcMjzIGdUMmR/view?usp=sharing
2) Xposed Framwork zip: https://drive.google.com/file/d/1l8y6LpoG2nZ5FW-xFqZCPnaKlFd1nWPo/view?usp=sharing

# আপনি যদি মিউজিক লাভার হন এবং আপনি Dolby Atmos ব্যবহার করতে চাইলে নিচের লিংক থেকে ডাউনলোড করেনঃ https://drive.google.com/file/d/1u3SNsc3DkO9pW7sUOlIkhU1st8H4EW9T/view?usp=sharing

# নিচে আরো কিছু এড-অন দেয়া হলঃ
১) পিক্সেল লাইভ ওয়ালপেপারঃ https://drive.google.com/file/d/1R0PcK_Cpf2aIffp2RfzLqPkAPin4pR25/view?usp=sharing
২) Pixel AR Sticker: https://drive.google.com/file/d/1bodx7QEZT9Hu1SaYqXlPJ4_VQZAIhr8G/view?usp=sharing

ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিছু কথাঃ আপনি যদি মোবাইল এ ডাটা বেশি ব্যবহার করে থাকেন তাহলে আপনি ৭-৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর আপনি যদি ওয়াইফাই ব্যবহারকারী হোন তাহলে ১০-১২ ঘণ্টা ব্যাকআপ পাবেন। আপনার কাছে যদি ব্যাকআপ কম মনে হয় তাহলে আপনি কাস্টম কার্নেল ব্যবহার করতে পারেন।
Franco Kernel ব্যবহার করলে আপনার ব্যাটারি ব্যাকআপ কিছুটা বারবে.

কার্নেল ডাউনলোড করুন ঃ https://drive.google.com/file/d/18agjWO6Kh1ZdNm58PrHHeLaoTsjtEbmI/view?usp=sharing

রিকভারি মোড এ গিয়ে নরমাল জিপ ফাইল এর মত ফ্ল্যাশ করুন।

আজ এই পর্যন্ত. সবাই ভাল থাকবেন.
আল্লাহ হাফেজ.
For More Rom Visit This Site: http://ground4tech.blogspot.com/

Level 2

আমি সাজিদ সাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস