আমাদের দৈনন্দিন প্রয়োজনেই অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ মেসেজ বা নোট লিখে রাখার প্রয়োজন হয় কিন্তু তা যদি হয় একদম সুরক্ষিত তাহলেত আর কথাই নেই আর এই সুবিধা এখন অফার করছে গুগলের অফিসিয়াল KEEP এপটি এখন অফলাইনেও সেইভ করে রাখতে পারবেন আপনার মেসেজ বা নোট ফোন নস্ট বা হারিয়ে গেলেও কোন সমস্যা নেই শুধু এপটি ইনস্টল করে জিমেইল আইডি দিয়ে লগিন করবেন সাথে সাথে আপনার নোটস গুলো এসে হাজির হবে। এপটি অফলাইনেও কাজ করে অফলাইনে নোট লিখে রাখবেন যখন ডাটা চালু করবেন তখন অটোমেটিক নোট টি জিমেইল একাউন্টে চলে যাবে আর যেহেতু এপটি গুগলের তো নিরাপদে ব্যবহার করতে পারবেন কোন সমস্যা হবেনা।
গুগল এর অফিসিয়াল এপ Keep এই এপটি প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে অথবা সরাসরি এখান থেকেও ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করার পর এপটি অপেন করেন
অপেন করার পর আপনাকে জিমেইল আইডি দিয়ে লগিন করতে বলবে। যদি আপনার জিমেইল আইডি ফোনে লগিন করা থাকে তাহলে অটোমেটিক আপনার আইডি পেয়ে যাবে আর না থাকলে লগিন করে নিবেন। আমার এখানে লগিন করা আছে আপনার পছন্দমত লেবেল ও ক্রিয়েট করে রাখতে পারবেন।
এখানে ক্লিক করে নোট করে রাখবেন খুব সিম্পল ইন্টারফেইস ঢুকলেই বুঝতে পারবেন।
এখানে লেবেল অনুযায়ী নোট গুলো দেখতে পারবেন। প্রয়োজনে নোট ট্রাশ ও করতে পারবেন
সবাই ডাউনলোড করে নিন সবার জন্য দরকারি একটা অ্যাপস
আমি ট্রিক বিএন ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।