ডুয়াল ক্যামেরা ও ফুল স্ক্রিনের দুর্দান্ত এক স্মার্টফোন আনল লেনোভো

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

এই ফোনের নাম লেনোভো কে৩২০টি। নতুন এই ফোন পাওয়া যাবে চীনের জনপ্রিয় ইকমার্স ওয়েবসাইট Jd.com-এ। আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে ফোনের বিক্রি। ফোনের দাম ৯৯৯ ইউয়ান (১২ হাজার ৭১৭ টাকা)।

ডিজাইন ও ডিসপ্লে
অন্য বাজেট ফোনের মতোই এই ফোনে রয়েছে পলিকার্বোনেট মেটাল বডি। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট-আপ। এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এলইডি ফ্ল্যাশ। এই ফোনে রয়েছে ৫.৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে যার রেজ্যুলুশন ১৪৪০x৭২০ পিক্সেল। ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮১.৪%।

প্রসেসর, র‌্যাম ও স্টোরেজ
ফোনের ভিতরে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর স্প্রেডট্রাম প্রসেসর। সাথে রয়েছে ২জিবি র‌্যাম আর ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ। যদিও মেমোরি কার্ডের মাধ্যমে ফোনের মেমোরি ১২৮জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ক্যামেরা, ব্যাটারি ও সফটওয়্যার
ফোনের পিছনে রয়েছে ফিক্সড ফোকাস ডুয়াল রিয়ার ক্যামেরা (৮এমপি+২এমপি)। আর ফোনের সামনে রয়েছে ৮এমপি এফ/২.২ সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি। ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৭.১ নুগেট।

অন্যান্য ফিচার
এছাড়াও লেনোভো কে৩২০টি-তে রয়েছে ২জি/৩জি/৪জি, ওয়াই ফাই, ব্লুটুথ, ৩.৫এমএম অডিও পোর্ট, মাইক্রো ইউএসবি এবং জিপিএস। এছাড়াও রয়েছে কম্পাস ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর, অ্যাকসিলারোমিটার, অ্যামবিয়েন্ট লাইট সেন্সর এবং গ্যাভিটি সেন্সর।

My WebSite: Blog71.com

Level 2

আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস