শুনুন ফোনটি দিয়ে কি কথা হচ্ছে দেখুন ফোনটি দিয়ে কি চ্যাটিং হচ্ছে জেনে নিন ফোনটি কোথায় আছে এবার ট্যাকিং/হ্যাকিং হবে সহজেই ১০০প্রমানিত

‍“আর নয় বিশ্বাস অবিশ্বাস এর পাল্লায় মাপা মাপি, এবার প্রমান সহ সব কিছু দেখুন, শুনুন এবং জানুন। MTF Apps এর  মাধ্যমে দেখতে পারবেন মোবাইল এর ফেইসবুক ইমু  সহ  বিভিন্ন Call History সহ ভয়েস ফাইল। এবং লোকেশন এবং  Gallery সহ বিভিন্ন ধরনের আর্কশনীয় ফিচার যা সম্পূর্ন বিনামূল্যে। আশা করি সবাই এর মাধ্যমে উপকৃত হবেন। ”

আশাকরি ভাল আছেন আমি ও আপনাদের দোয়ায় ভালই আছি। দীর্ঘ ৮ মাস পর আজ একটি টিউন করতে বসলাম একটু আনন্দবোধ করছি। এবারের টপিক ঠিক করেছি ফোন সংক্রান্ত্র। একটি spy apps.এই অ্যাপসটি সত্যিই অনেক কার্যকরী  তাই সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।

আমি যেই apps এর নাম বলছি এটির নাম হচ্ছে MTF.যার সম্পূর্নরৃপ হচ্ছে- Mobile Tracker Free. নিন্মে এর সুবিধা উল্লেখ্য করা হলঃ

১.এই অ্যাপস এর মাধ্যমে মোবাইলের ইনফরমেশন লিকেজ করা যাবে যা ব্যবহারকারী জানতে পারবেন ও না।

২.এটি একবার ইন্সটল হলে পাসওয়াড ছাড়া আন-ইন্সটল করা সম্ভব নয় ফলে শতভাগ নিশ্চিন্তে এটি ট্যাকিং করা সম্ভব।

২.এটির মাধ্যমে আপনি জানতেও শুনতে পারবেন ব্যবহারকারী কার সাথে কতক্ষন কি কথা বলছে এবং কোথা থেকে কথা বলছে।

৩.আপনি যে কোন সময় মোবাইলের ক্যামেরা সামনে এবং পিছনের ক্যামেরা অন করে তার ছবি তুলতে পারবেন।

৪.তার ফোন এর ফেইসবুক সহ  হোয়াটস অ্যাপ এর চ্যাটিং দেখতে পারবেন (রুট প্রযোজ্য)

৫.কল হিস্ট্রি, কন্টাকস সহ ফোনের বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখা সম্ভব এই অ্যাপস এর মাধ্যমে।

৬.এটি হোম স্ক্রিন এ দেখাবে না সুতরাং ব্যবহারকারী বুঝতেই পারবেন না যে তার ফোনে কোন spy অ্যাপস রয়েছে।

কাজের ধাপঃ

১.এটি ইস্টস করার পূর্বে নিশ্চিত হয়ে নিন আপনার ফোন Enable unknown sources.  করা রয়েছে কিনা। নিন্মের ছবিটির মত।

২.Disable Package Verifier.নিম্মের ছবিটির মত Scan device for security threats অপশনটি বন্ধ করুন।

৩.এখন Download and install the application Click here to download  

অথবা- Click here to dowload

৪. Configure the application

 

১.এখানে Create an account দিয়ে একটি একাউন্ট খুলতে হবে। ২. তারপর যে কোন একটি মেইল দিতে পারেন এবং পাসওয়াড। ৩.উপরের ছবির মত সবগুলো অন করে দিন।

১.উপরের ছবির মত অন করে দিন। নটিফিকেশন অন ২.সব কিছু ঠিক হলে সাকসেস চলে আসবে উপরের ছবির মত। Invisible mode দিয়ে রাখবেন এতে করে softwere টি আপনার ফোনে আর show করবে না।

করতে যদি না পারেন তাহলে এই ভিডিওটি  দেখুন

এবং accessibility Enable করতে এই ভিডিওটি দেখুন

উপরের কাজগুলো সম্পূর্ন হয়ে গেলে ব্যাস এখন অনলাইনে মনিটরিং করতে পারবেন যখনই ফোনটি অনলাইনের সাথে কানেক্ট হউক আপনি অটোমেটিক ডাটা পেয়ে যাবেন।

কম্পিউটার কিংবা

মোবাইলে  Chome ব্রাউজার দিয়ে  লগ ইন করুন-  http://www.mobile-tracker-free.com

এখানে লগ ইন  করতে হবে। ক্লিক করুন Login

যে  ইমেল টি দিয়ে একাউন্টি খুলেছিলেন সেটি প্রবেশ করতে হবে এবং যে পাসওয়াডটি দিয়েছিলেন সেটি প্রবেশ করাতে হবে।

সঠিক নিয়মে ইমেল এবং পাসওয়াড প্রবেশ করালে উপরের লাল গোল চিহ্ন টি যেখানে ওখানে মেনুতে ক্লিক করলে দেখতে পাবেন নিচের অপশন গুলো যে ইনফরমেশনগুলো চান তাতে ক্লিক করলেই সেটি পেয়ে যাবেন।

Remote Control এর মাধ্যমে আপনি ফোনটির সকল  ইনফরমেশনগলো পেয়ে যাবেন।

এরপর ও যদি কেউ কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিও টি দেখে নিবেন।

[বিঃদ্রঃ এই অ্যাপস এর মাধ্যমে যদি কোন অপরাধ সংগঠিত হয় টিউনার এবং টেকটিউনস এর অপর তাহা বর্তাবে না]

আশা করি সবাই ভালবাবে বুঝতে পেরেছেন যদি কেউ কোন ধরনের সমস্যায় পড়েন অথবা আমাকে ধন্যবাদ জানাতে

feel free to call me: 01611282025

ফেইসবুকে আমি- fb.com/rahat46

পেইজ-fb.com/rahat46

Level 2

আমি রাহাত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 11 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a simple boy with a creative mind....love to make new things.That's y my dad think one day i'll b a really famous person.and that day i'll make my country proud.....so FRNDZ always b with me...i really need u beside me.. :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Number 1 Tune ……many many thanks Brooooooooooooo

ধন্যবাদ ভাই।

Uninstall korbo kivabe

    *1234* এটা ডায়াল করলেই এপস টি চালু হয়ে যাবে তারপর কোনায় গিয়ে Uninstall করে দিবেন।