সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন।
সস্তায় Grameenphone আমাদের কাছে নিয়ে এসেছে Lava iris505 মডেল। ফোন হাতে পেয়ে রুট, রিকভারী, রম ইত্যাদি সব রকমের অপারেশন চালাই। এতে অনেক কষ্ট, সময়, এমবি ইত্যাদি খরচ হয়েছে। বাকি যারা আছে তাদের যাতে এত কিছু করতে না হয় তাদের জন্য একটু চেষ্টা করছি। আমাদের ফেসবুক গ্রুপে অনেক রম, রিকভারী, বিভিন্ন মোডেড অ্যাপ দেয়া আছে। কিন্তু এই গুলো নিয়ে সাইটে টিউন নেই। তাই ভাবলাম চলুন সবার জন্য উন্মুক্ত করি। আমার চেইন টিউন এর পাশাপাশি এই ফোনের বিভিন্ন জিনিস নিয়েও টিউন করব ইনশাআল্লাহ। চলুন তাহলে মুল টিউন এ চলে যাই।
Name: Lava iris505
Ram: 512 MB
Android Version: 4.4.2 (Kitkat)
Chipset: Mediatek MT6572
From: Grameenphone.
এটুকুই যথেষ্ট।
ইনফো গুলো দিলাম কারন গ্লোবালি iris505 এর আরেকটা ভার্সন আছে যেটায় ললিপপ দেয়া, ১জিবি র্যাম।
যদিও বিভিন্ন জায়গাতে শুনে থাকবেন TWRP সেরা তবুও iris505 বা এই ইনফরমেশন এর সাথে মিলিয়ে যেসব ফোন যেমন MT6572 Kitkat ফোনের জন্য PhilZ এর বিকল্প নেই। আমাদের গ্রুপে যেসব রম দেয়া আছে অধিকাংশই ইন্সটল করতে পারবেন না যদি আপনার TWRP দেয়া থাকে। ডিটেইলস এ যাইঃ
Touch: Working.
Rotation: Fixed.
Storage: Fixed.(SD Card & Internal Storage)
Bugs: Not Found.
Download Link: Click Here (Skip Ad)
ইন্সটলেশন পদ্ধতি টিউন এর শেষে।
দ্রুত ও বিভিন্ন এক্সট্রা ফাংশন এর জন্য এই রিকভারীর তুলনা নেই। আপনি যদি রমের জ্যামে না যান তবে নিশ্চিন্ত মনে এই রিকভারী ইউজ করতে পারেন। অবশ্য অনেক রম এই রিকভারী দিয়েও ইন্সটল করা যায়।
এটাও বাগলেস। তবুও ডিটেইলস দিলামঃ
Touch: Working.
Rotation: Fixed.
Storage: Fixed.(SD Card & Internal Storage)
Bugs: Not Found.
Download Link: Click Here (Skip Ad)
N.B. এই রিকভারীটা ফ্লাশাবল করা এর মানে যদি আপনি আগে থেকে কোন কাস্টম রিকভারী দিয়ে থাকেন তবে Flashify লাগবে না। রিকভারী মোডে গিয়ে সরাসরিভাবে এই জিপ ফাইলটা ইন্সটল করে দিন। এরপর রিবুট করে দেখুন। কাজ হয়ে গেছে।
আর যদি কাস্টম রিকভারী দিয়ে না থাকেন তবে zip ফাইল থেকে শুধু recovery.img ফাইলটা বের করে ফোন মেমরিতে রাখুন। এরপর Flashify দিয়ে ফ্লাশ করুন।
এর জন্য ফোন অবশ্যই রুটেড হওয়া লাগবে। Kingoroot দিয়ে অথবা Kingroot দিয়ে রুট করতে পারেন।
আমি ব্যক্তিগত ভাবে রিকভারী দেবার জন্য Flashify ব্যবহার করি। অবশ্যই স্টক রিকভারী ও স্টক বুট/কার্নেল ব্যাকাপ নিয়ে রাখবেন।(Flashify দিয়েই করা যায়)
বিভিন্ন সেটে Sd Card Write Permission দেয়া থাকে না। তাই আপনি রিকভারী টা আগে ফোন মেমরি তে নিন। এবার Flashify দিয়ে ফ্লাশ করুন। তারপর রিকভারী মোডে গিয়ে সবার আগে Stock Rom টা মেমরি কার্ডে ব্যাকাপ করে রাখুন।(ডিটেইল নেক্সট টিউন এ পাবেন)
সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন।
আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।