এন্ড্রোয়েড ললিপপ এবং মার্শম্যালোর মধ্যে পার্থক্য কি? দেখতে তো দুটোই এক রকম মনে হয়!

Android এর সব সংস্করণের নাম করণ ই বিভিন্ন মজাদার খাওয়ার নামের উপরই করা হয়েছে। ললিপপ  ও মার্শম্যালো  ২টি চকলেটের নাম। এগুলো খাওয়ার মজা ও আলাদা আলাদা। ঠিক একই ভাবে Android Lollipop & Marshmallow ব্যবহার করার মজাও আলাদা। :-p

ললিপপ  এবং মার্শম্যালোর মধ্যে যে প্রধান পার্থক্যটি দেখা যায়, সেটি হলো মার্শম্যালোতে ২০০ টি নতুন ইমোজি, উন্নত ভোলিয়ম কন্ট্রোল, ধ্রুত ক্যামেরা লাঞ্চ, কিছুটা উন্নত ট্যাবলেটের জন্য UI এবং কপি পেষ্ট ল্যাগ করা সংশোধন ইত্যাদি। ললিপপ এবং মার্শম্যালো উভয় ভার্ষনেই কিছু ইমপ্রুভমেন্ট আছে আন্ড্রোয়েড এর আগের ভার্ষনের তুলনায়। তবে ললিপপ থেকে আরো ভালো এবং ত্রুটি মুক্ত ভার্ষন হচ্ছে ম্যাশম্যালো।  চলুন দেখে নিই ললিপপ এবং মার্শম্যালোর মধ্যে পার্থক্য গুলোঃ

১। ইমোজি

Android Lollipop 5.1.1 : সামান্য কিছু ইমোজির মধ্যেই সীমাবদ্ধ!

Android Marshmallow 6.0.1:  নতুন ২০০ ইমোজি যোগ করা হয়েছে এবং নতুন ডিজাইন সহ। এই ইমোজি গুলো যোগ করার কারণ হলো IOS 9 এ ১৫০ টি নতুন ধরনের ইমোজি যোগ করা হয়েছে।

২। ক্যামেরা লাঞ্চ

Android Lollipop 5.1.1 : সাধারন পদ্ধতিতেই ক্যামেরা লাঞ্চ করে এন্ড্রোয়েড ললিপপ ভার্ষনে।

Android Marshmallow 6.0.1: মার্শম্যালোতে ক্যামেরা অ্যাপ ব্যবহার কারী যখন মোবাইল ব্যবহার করা অবস্থায়, মোবাইল লক থাকা অবস্থায় এবংকি  মোবাইল বন্ধ থাকা অবস্থায়ও লাঞ্চ করতে পারে।

৩। ভোলিয়াম নিয়ন্ত্রণ

Android Lollipop 5.1.1 :  ধরুন ২টি স্মার্টফোন বা যেকোনো ডিভাইস (যেমনঃ ব্লুটুথ হেডসেট) একসাথে কানেকটেড, এমন অবস্থায় ২টি ডিভাইসের ভোলিয়মই আলাদাভাবে বাড়ানো বা কমানো যাবে।

Android Marshmallow 6.0.1: যদি ২টি স্মার্টফোন বা যেকোনো ডিভাইস একসাথে কানেকটেড, এমন অবস্থায় ১টির ভোলিয়ম কমালে অন্যটিরও কমে যাবে। আবার একটির ভোলিয়ম বাড়ালে অন্যটিরও বেড়ে যাবে। অর্থাৎ একই সাথে উভয় ডিভাইস এর ভোলিয়ম এক সাথে কন্ট্রোল করা যাবে।

৪। ট্যাবলেট ব্যবহাকারীদের জন্য 

Android Lollipop 5.1.1 : যারা ট্যাবলেট ব্যবহার করে থাকেন, এবং সে ট্যাবলেটের অপারেটিং সিস্টেম যদি Android 5 (lollipop) হয়ে থাকে, তারা হয়তো খেয়াল করে থাকবেন যে, Back, home এবং recent button গুলো স্ক্রীন এর মাঝখানে থাকে।  ডিভাইসটি ট্যাবলেট হওয়ার দরুন স্ক্রীন বড়। এবং যার কারণে ব্যবহারকরীদের back, home বা recent button এ ক্লিক করতে সমস্যা হয়।

Android Marshmallow 6.0.1: আর যারা ট্যাবলেটে মার্শম্যালো ব্যবহার করে থাকেন, সে সব ট্যাবলেটে back, home আর recent button টি স্ক্রীন এর কোনায় থাকে। যার কারণে  ব্যবহারকারীদের সে বাটনগুলোর নাগালপেতে সহজ হয়।

৫।ব্যাটারি অপ্টিমাইজেশান

Android Lollipop 5.1.1 : অ্যানড্রয়েড ললিপপের ব্যাটারি লাইফ সেভার মোড 90 মিনিট ব্যাটারি লাইফ সেভ করতে পারে।

Android Marshmallow 6.0.1:  অ্যান্ড্রয়েড মার্শম্যালোর ব্যাটারি অপ্টিমাইজেশান ফিচার ডিভাইসটির বিদ্যুতের ব্যবহার নিয়ন্ত্রণ করতে সক্ষম।

এছাড়াও ললিপপ এবং মার্শম্যালোর মধ্যে আরো কিছু পার্থক্য রয়েছে।

Doze Mode(Missing From Lollipop 5.1.1)

এই বৈশিষ্ট্য ব্যাটারি লাইফ এবং ব্যাটারি সময়, দুটোই একসঙ্গে বাড়ায়। ব্যাটারি পাওয়ার অপারেটিং সিস্টেম স্ট্রেট অনুযায়ী সংরক্ষিত হয়। গুগল দাবি করে যে এই নতুন বৈশিষ্ট্যটি দিয়ে ডিভাইসটির ব্যাটারি জীবন দুবার বাড়ানো যেতে পারে।

Finger Print Scanner (Newest Addition to MarshMallow

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিভিন্ন ধরনের কাজে লাগতে পারে। যেমনঃ ফোন আনলকিং, অ্যান্ড্রয়েড পেমেন্ট সুরক্ষিত করা, এবং লকিং অ্যাপ্লিকেশনগুলি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিয়ন্ত্রণ করা যায়।

App Permissions (Newest Addition to MarshMallow)

অত্যন্ত চমৎকার একটি ফিচার! মাঝে মাঝে কিছু অ্যাপ যেগুলো আমাদের ক্ষতি করে থাকে, সেগুলো থেকে রেহায় পাওয়ার জন্য এই ফিচার। কোন অ্যাপ ইন্সটল কারলেই সরাসরি অ্যাপটি কাজ করে না। অ্যাপ ওপেন করলে অ্যাপ পারমিশন চায়।  তার পর নিজের সুবিধা মতো পারমিশন দিলে কাজ করে। এছাড়াও আরো অনেক পার্থক্য রয়েছে ললিপপ এবং মার্শম্যালোর মধ্যে, যদিও দেখতে একি রকমের মনে হয়!

Facebook: Habibul Islam Hasib

Level 0

আমি তারুল খান তারুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am I


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস