সবাই চায় তার ফোন ফাস্ট থাকুক। অনেকেই অনেক ভাবে তার ফোনকে ফাস্ট রাখার চেষ্টা করে।
→→ আর আপনার সেই চেষ্টাকে আরো একধাপ এগিয়ে নিতে আজকের টিউন। সরাসরি মুল টিউন এ যাই।
1. প্রথমে Play Store থেকে Karnel Auditor সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
ইন্সটল দিন, চালু করে রুট পারমিশন দিন।
2. এবার নিচের স্টেপ গুলো ফলো করুন।
মনে রাখবেন সেটের মডেল এবং ফিচার ভিন্ন হলে নিচের স্টেপের মান গুলো আলাদা হবে। তাই নিজের সেটের জন্য কতটুকু পারফর্মেন্স বাড়াতে চান তা ভেবে নিচের স্টেপের মান দিন
Virtual Memory তে ক্লিক করে Swappiness এ যান এবং 100 করে দিন।
এবার Z-Ram এ যান এবং 250 করে দিন।
apply on boot এ ক্লিক করুন।
Build.prob Editor এ যান। প্লাস চিহ্ন এ ক্লিক করুন। প্রথম ঘরে ro.max_hidden_apps লিখুন এবং পরের ঘরে 16 লিখুন।
CPU তে যান। Set Max Frequency 1196 করে দিন। Set Min Frequency 747 করে দিন।
এবার Cpu Governer এ গিয়ে userspace সিলেক্ট করুন। apply on boot এ ক্লিক করুন।
এবার অ্যাপ থেকে বের হয়ে আসুন।
মনে রাখবেন এই স্টেপ শুধু তাদের জন্য যাদের র্যাম খুব কম। ২৫৬/৫১২ এমবি র্যামের ফোনের জন্য। এটা চালু করলে যেকোন অ্যাপ থেকে ব্যাক করলে সেটা আর চালু থাকবে না। রিসেন্ট অ্যাপ থেকে ঢুকলেও সেটা আবার নতুন করে চালু হবে।
Developer Options থেকে kill app back button চালু করে দিন।
এবার ফোন রিস্টার্ট দিন।
দেখবেন ফোন আগের থেকে অনেক ফাস্ট হয়েছে।
সব কাজ নিজ দায়িত্বে করবেন। আপনার সেটের কোন ক্ষতির জন্য আমি দ্বায়ী থাকব না
আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।