হ্যাকার / সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তাদের কাজের জন্য বেশির ভাগ সময়েই কালি লিনাক্স Kali Linux অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে। এটি একটি খুব জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
- মোবাইলে কালি লিনাক্স সেটাপ করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী...
# ১০০% চার্জ সম্পন্ন এন্ড্রোয়েড ফোন।
# ভালো ইন্টারনেট সংযোগ। [ কালি লিনাক্স ডাউনলোডের জন্য]
# রুট পার্মিশন।
# অন্তত ৫ জিবি ফ্রি স্পেস।
প্লে স্টোর থেকে লিনাক্স ডাউনলোড করে নিন। Linux Deploy
এরপর এটিকে কালি লিনাক্স (Kali Linux) এ কনভাট করতে হবে। কনভাট অপশনটি লিনাক্স ডাউনলোড করার পরই থাকবে।
এরপর ইন্সটল বাটনে ক্লিক করতে হবে।
অবশ্যই ভাল ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ভাল ইন্টারনেট কানেকশন থাকলে ৫ সর্বোচ্চ মিনিট সময় লাগবে।
এরপর গুগল প্লে (Google play) স্টোর থেকে VNC VIEWER অ্যাপ ডাউনলোড দিতে হবে।
ইন্সটল হয়ে গেলে VNC VIEWER অ্যাপ এ গিয়ে connect button এ ক্লিক করতে হবে। ক্লিক করলেই কালি লিনাক্স (Kali Linux) চালু হয়ে যাবে।
আমি আমির হামজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।