এন্ড্রয়েড ফোন দিয়েই তৈরি করুন 3D লোগো!

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।
আল্লাহর রহমতে আমিও ভালো আছি। টেকটিউনসের সাথে থাকলে তো সবাই ভালো থাকে।

আমি এর আগে মাত্র ১ টি টিউন করেছি।
অর্থাৎ, আমি এখানে নতুন।
ভুল-ত্রুটি ক্ষমা করবেন।
একটা ইউটিউব চ্যানেল থাকলে তার জন্য দরকার একটি সুন্দর লোগো।
সুন্দর লোগো মানুষকে বেশি আকর্ষণ করে। লোগো 2D বা 3D হতে পারে।
কিন্তু,3D লোগো বেশি আকর্ষণীয়।
আজ আমি আপনাদের শিখাবো কিভাবে একটি 3D লোগো তৈরি করা যায়, তাও আবার এন্ড্রোয়েড দিয়ে।

চলুন শুরু করি।
এর জন্য আমাদের ২টি এপ প্রয়োজন হবে।
এপ দুটি হলোঃ (১) Picsart এবং (২) PixelLab।

প্রায় সবার ফোনেই এপ দুটি থাকে।
যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন।
Picsart দিয়ে 2D লোগো বানাবো আর PixelLab দিয়ে ঐ 2D লোগোটা 3D তে রুপান্তর করবো।
এটা নিয়ে আমি ১ টি ভিডিও বানিয়েছিলাম।
প্রায় ৬ মিনিটের ভিডিও।
আর এই ভিডিও টা আমি আপনাদের শুধু স্ক্রিনশোট দিয়ে বোঝাতে পারবো না।
আপনারা কষ্ট করে ভিডিও টা দেখে নিবেন, আর হ্যা, আমার চ্যানেল টা সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ সবাইকে।
আমার ইউটিউব চ্যানেল

Level 0

আমি আহমদ মারজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন ছোট্ট প্রযুক্তি প্রেমিক। ভালোবাসি টেকটিউনস কে। প্রযুক্তি জগতে টেকটিউনসের সাথেই থাকতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস