অ্যাপলের সাথে প্রতিযোগিতায় টিকতে স্যামসাং খুব শিঘ্রই তাদের ফ্ল্যাগশীপ Galaxy S9 রিলিজ করতে পারে। আবার iPhone X এর সাথে প্রতিযোগিতা করে স্যামসাং, ইচ্ছামত বাঁকানো যাবে এমন (Galaxy Note X) ফোন বের করতে পারে, সে ব্যাপারে গত টিউনে জানিয়েছিলাম আপনাদের। আজকের টিউনে আপনাদের জানাবো স্যামসাং গ্যালাক্সি এস নাইনে কি কি ফিচার থাকতে পারে সে ব্যাপারে। বিভিন্ন লিক হওয়া নিউজ থেকে জানা যাচ্ছে অনেক তথ্য।
১. ডিসপ্লে
ডিসপ্লে সেকশনে সবচেয়ে বড় চমক রাখতে পারে সামস্যাং। স্যামসাং অনেকদিন ধরেই ১০০% স্ক্রিন টু বডি রেশিও করার চেষ্টা করে যাচ্ছে। শোনা যাচ্ছে গ্যালাক্সি এস নাইনের হাত ধরেই সামসাং ১০০% স্ক্রিন টু বডি রেশিওতে প্রবেশ করবে। এর সব দিকের গ্লাস কার্ভড্ থাকবে।
২. বিশেষ সেনসর
স্যামসাংএর অনেকদিনের চেষ্টার আরেকটি ফল হয়ত পেতে পারি আমরা। In screen fingerprint sensor থাকতে পারে এতে। অর্থাৎ স্ক্রিন টাচ করলেই ফিংগার প্রিন্ট স্ক্যান করে ফোন আনলক হবে। স্যামসাং অনেক আগেই এ টেকনলজি উদ্ভাবন করলেও স্ক্রিনের রেজুলুশনের প্রবলেমের কারণে এটা আগের স্মার্টফোনগুলোতে সংযোজন করতে পারেনি। এবার হয়ত স্যামসাং সমস্যা গুলো সমাধান করতে পেরেছে। তবে অনেক বিশ্লেষক মনে করেন স্যামসাং এবার এই প্রযুক্তি নাও যোগ করতে পারে।
৩. ক্যামেরা
স্যামসাং এবার ডুয়েল ক্যামেরা নিয়ে আসতে পারে গ্যালাক্সি এস নাইনে। এটিতে নোট সিরিজের মতই ডুয়েল ক্যামেরা সেটাপ থাকবে শোনা যাচ্ছে, অর্থাৎ একটি ওয়াইড এঙ্গেল লেন্স আরেকটি টেলিফটো লেন্স থাকবে।
তবে সবচেয়ে বড় চমক হতে পারে সনির একটি বিশেষ ইমেজ সেনসর যেটি ১০০০ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবে।
৪. প্রসেসর
এই ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৪৫ ব্যবহার হবে বলে শোনা যাচ্ছে। স্যামসাং এবং কোয়ালকম চেষ্টা করছে দ্রুত এক্সক্লুসিভলি স্যামসাংএর জন্য এই প্রসেসর তৈরি করতে। এই প্রসেসরটি ৭ ন্যানোমিটার চিপের ভিত্তিতে তৈরি হবে।
৫. মডুলারিটি
স্যামসাং এবার মডুলারিটির অপশন রাখতে পারে। যেটার মাধ্যমে আপনি চাইলে এক্সট্রা / এক্সটারনাল ৩৬০ ডিগ্রি ক্যামেরা, স্পিকার ইত্যাদি যোগ করতে পারবেন।
নিচের ভিডিওটিতে গ্যালাক্সি এস নাইন নিয়ে আরো বিস্তারিত জানিয়েছি, আরো থাকছে লেটেস্ট সব লিক হওয়া নিউজ, ইমেজ ও ভিডিও।
ভিডিও লিংক : https://youtu.be/cUshdbhalT0
গ্যালাক্সি এস নাইনের ব্যাপারে নিয়মিত আপডেট জানাবো আপনাদের।
সবাইকে ধন্যবাদ 🙂
আমি ফাহিম আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি প্রযুক্তি সম্পর্কে জানতে ও লিখতে পছন্দ করি।