একসময় মানূষ যখন দামি ব্র্যান্ডের মোবাইল ফোনসেট গুলো কম দামে কিনত তখন সবাই বলত , আরে এতো চায়না ফোন তাই কমে পাওয়া গেছে ।
যুগ পালটেছে ..
কেও চায়না বলেনা এখন আর এখন এমন ফোন গুলোকে বলা হয় ক্লোন। দেখতে হুবুহু আসল ফোনের মত , আসল নকল দুটি পাশাপাশি রাখলে হয়ত কোম্পানীর কর্মকর্তারাও কনফিউশনে পড়ে যাবে কোনটি তাদের আসল ফোন।
সবাই সবসময় তো আর শো রুম থেকে মোবাইল কিনে না , আপনার মোবাইলটি আসলেই কোম্পানীর কিনা , অর্থাৎ এটি ক্লোন অথবা নকল নয়ত এমন চিন্তায় সবাই থাকে।
একটি ওয়েবসাইটের মাধ্যমে ২ মিনিটের মধ্যেই আপনি নিশ্চিত হতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি আসল কোম্পানীর তৈরী কিনা।
১ । প্রথমে মোবাইলের IMEI নাম্বার বের করুন
IMEI নাম্বার বের করতে *#06# চাপুন
২। এবার এই লিংক এ ক্লিক করে ওয়েবসাইট টিতে যান ।
৩। আপনার IMEI নাম্বার টাইপ করুন ।
৪। নিচের ক্যাপচা কোড ফিলাপ এর জন্য বক্সে ক্লিক করুন ,
৫। রাইট সাইন আসলে Check বাটনে ক্লিক করুন।
মোবাইলটি আসল কোম্পানী অথরাইজড হলে ওই মোবাইল সম্পর্কে তথ্য চলে আসবে , ক্লোন সেট গুলার কোন তথ্য সাইট দেখাতে পারে না।
এভাবেই আপনি যাচাই করে নিতে পারেন আপনার ফোনটি আসল নাকি ক্লোন।আরও টিপস পেতে ভিজিট করুন এখানে
আমি আমির হামজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।