আপনার ফোনটি আসল নাকি ক্লোন? চেক করে নিন সহজেই।

একসময় মানূষ যখন দামি ব্র্যান্ডের মোবাইল ফোনসেট গুলো কম দামে কিনত তখন সবাই বলত , আরে এতো চায়না ফোন তাই কমে পাওয়া গেছে ।
যুগ পালটেছে ..
কেও  চায়না বলেনা এখন আর এখন এমন ফোন গুলোকে বলা হয় ক্লোন। দেখতে হুবুহু  আসল ফোনের মত , আসল নকল দুটি পাশাপাশি রাখলে হয়ত কোম্পানীর কর্মকর্তারাও  কনফিউশনে পড়ে যাবে কোনটি তাদের আসল ফোন।
সবাই সবসময় তো আর শো রুম থেকে   মোবাইল কিনে না , আপনার মোবাইলটি আসলেই কোম্পানীর কিনা , অর্থাৎ  এটি ক্লোন  অথবা নকল নয়ত  এমন  চিন্তায় সবাই  থাকে।
একটি ওয়েবসাইটের মাধ্যমে ২ মিনিটের মধ্যেই আপনি নিশ্চিত হতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি আসল কোম্পানীর তৈরী কিনা।

১ । প্রথমে মোবাইলের IMEI নাম্বার বের করুন
IMEI নাম্বার বের করতে  *#06#  চাপুন

২। এবার এই লিংক এ ক্লিক করে ওয়েবসাইট টিতে যান ।

৩। আপনার IMEI নাম্বার টাইপ করুন ।

৪। নিচের ক্যাপচা কোড ফিলাপ এর জন্য  বক্সে ক্লিক করুন ,

৫। রাইট সাইন আসলে Check বাটনে ক্লিক করুন।

মোবাইলটি আসল কোম্পানী অথরাইজড হলে ওই মোবাইল সম্পর্কে তথ্য চলে আসবে , ক্লোন সেট গুলার কোন তথ্য সাইট দেখাতে পারে না।

এভাবেই আপনি যাচাই করে নিতে পারেন আপনার ফোনটি আসল নাকি ক্লোন।আরও টিপস পেতে ভিজিট করুন এখানে

 

জিমেইল এ ফিরিয়ে আনুন ভুল করে পাঠানো মেইল

হারাবে না মোবাইলে সেভ করা কন্টাক্ট নাম্বারগুলো

 

Level 0

আমি আমির হামজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস