শুরুটা হয়েছিল ২০১১ সালের শুরুর দিকে। আর আজ ২০১৭ এর শেষের দিক। গুগল-এর অ্যান্ড্রয়েড পার করে এসেছে দীর্ঘ ৬ টি বছর। তবে এক জায়গাতেই তা স্থির থাকেনি। অনেকবারই তারা হাজির হয়েছে নতুন রঙে, নতুন ঢঙে। শুরুটা হয় অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড (Gingerbread) দিয়ে। গুগল তাদের নেক্সাস এস (Nexus S) বের করে এই অপারেটিং সিস্টেমে। সে বছরের শেষের দিকেই গুগল আরো একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালু করে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ (Ice Cream Sandwich)। ঠিক এসময় থেকেই আমাদের বাংলাদেশী বাজার অ্যান্ড্রয়েড-য়ে ভরে যেতে শুরু করে। এরপর ২০১২ সালের মাঝামাঝিতে বাজারে চলে আসে অ্যান্ড্রয়েড ৪.১-৪.৩ জেলিবিন (Jelly Bean)। এখন পর্যন্ত এই জেলিবিন-ই সবচেয়ে বেশিদিন বাজারগুলোতে স্থায়ী হয়। এরপর ২০১৩ এর শেষের দিকে গুগল অ্যাড্রয়েড ৪.৪ কিটক্যাট (KitKat) বাজারে আনে। এর ঠিক এক বছর পার হলে বাজারে আসে অ্যান্ড্রয়েড ৫.০-৫.১ ললিপপ্ (Lollipop)। এর পরেরগুলো খুবই দ্রুতই চলে আসে বাজারে। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো (Marshmallow) ও অ্যান্ড্রয়েড ৭.০-৭.১ ন্যুগাট (Nougat)। আপাতত এ পর্যন্তই বাজারে চলছে। তবে গত আগস্ট মাসে গুগল অ্যান্ড্রয়েড-এর নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও (Oreo) রিলিজের ঘোষণা দেয়। মাঝের কিছু ভার্সন অবশ্য আমি স্কিপ করে গেছি। কারণ, এগুলোর নামডাক এগুলোর মতো অতোটা শোনা যায় না। আর অনেকগুলো আলাদা অনেক প্রয়োজনেও তৈরি হয়েছিল।
আজ কথা বলবো এই অ্যান্ড্রয়েড-এর নতুন ভার্সন অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও নিয়ে। দেখবো নতুন কী কী থাকছে এই ওরিও-তে। তো চলুন দেখে নেয়া যাক নতুন এই ওরিও-তে কী কী ফিচার থাকছে।
তার আগে একটা মজার তথ্য দিয়ে নিই। আর সেটা হলো অ্যান্ড্রয়েড-এর সবগুলো ভার্সনই কিন্তু কোনো না কোনো খাবারের নামে। বিষয়টা মজার। এখন চলুন দেখে নেয়া যাক নতুন কোন্ খাবার যুক্ত হচ্ছে আর তাতে কী কী থাকছে।
নতুন ওরিও-তে যুক্ত হচ্ছে এমন একটি সুবিধা যা সবসময়ই ব্যাটারিকে বাঁচাবে। যেজন্য ব্যবহারকারীকে কিছুই করতে হবে না। ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ্সগুলোর জন্য এটি বেশ সুবিধাজনক। আর সেই সাথে ইম্প্লিসিট ব্রডকাস্ট, ব্যাকগ্রাউন্ড সার্ভিস ও লোকেশন আপডেট এগুলো হবে স্বয়ংক্রীয়। তাই ব্যাটারির জন্য এটি একটি বড় সুবিধাই। এমনকি যেকোন নতুন অ্যাপ চালালে ব্যাটারিকে বাঁচানোর দায়িত্ব অ্যান্ড্রয়েডই নেবে।
নতুন ওরিও-তে থাকছে নতুন নোটিফিকেশন চ্যানেল ও গ্রুপিং নোটিফিকেশন সুবিধা। মাঝে মাঝে আমরা নিউজ নোটিফিকেশন বা মিউজিক প্লেয়ারের একটি নোটিফিকেশন সবসময়ই দেখতে পাই।
নতুন নোটিফিকেশন চ্যানেল চালু হলে সেগুলোকে কন্ট্রোল করা যাবে। এমনকি কোনো মিডিয়া ফাইল চলাকালে নোটিফিকেশনগুলো আসবে অ্যালবাম আর্ট বা ভিডিও থাম্বনেইলে।
আপনারা জানেন বর্তমানে অ্যান্ড্রয়েড টিভিতে এক ধরনের পিকচার-ইন-পিকচার সুবিধা আছে। কিন্তু স্মার্টফোনগুলোতে সাধারণত উইন্ডো ভিউগুলো হয় আলাদা। কিন্তু নতুন এই পদ্ধতিতে নতুন নির্মিত অ্যাপ্সগুলো তাদের কন্টেন্ট অনুযায়ী যেকোন জায়গায় ব্যবহার করা যাবে আর তাও আবার একই উইন্ডোতে।
নতুন এই ওরিওতে আপনি যেকোন অ্যাপ চলা অবস্থায় এর ভিউকে ছোট করে যেকোন জায়গায় রাখতে পারবেন। এমনকি পাশাপাশি আরেকটি অ্যাপও চালাতে পারবেন তার পাশেই। উদাহরণস্বরুপ বলা যায়। আপনি চাইলেই ইউটিউব এর উইন্ডোকে ছোট করে স্ক্রিনের এক জায়গায় রেখে বাকী অংশে ফেইসবুক ব্যবহার করতে পারবেন। ইউটিউবের ভিডিও চালু থাকবেই।
এটা আসলে স্ক্রিন-ওভারলে’র জন্য নতুন এক পদ্ধতি। এর মাধ্যমে একটি অ্যাপ একইসাথে একাধিক ডিসপ্লেতে চালানো যাবে। আর ডেভেলপাররা এটাও ঠিক করে রাখতে পারবেন যে ফোন চালু করার পর কোন অ্যাপ্টি রান হবে।
গুগল পিক্সেল লঞ্চার এর সুবাদে নতুন ওরিত-তে থাকছে বিভিন্ন আইকন ও ব্যাজ। আইকনগুলো হবে অ্যানিমেটেড আর এর বর্ডারের জন্যও অপশন থাকবে। আর এই আইকনগুলো লঞ্চার, শর্টকাট, ডিভাইস সেটিং, শেয়ারিং ডায়ালগ সবকিছুতেই থাকবে। এজন্য ডেভেলপারদের বেশ সুবিধাই হয়েছে বলা যায়।
আর সেইসাথে নতুন আইকনগুলো ব্যাজ-য়েও সাপোর্ট করবে। এর জন্য গুগল হোমস্ক্রিনে একটি প্রিভিউ প্যানেলও যোগ করবে। তাই যেকোন অ্যাপের শর্টকাটও তৈরি করা যাবে।
এবার আর ফন্ট পরিবর্তন নিয়ে রুট করা নয়। নতুন অ্যান্ড্রয়েড ওরিও-তে আপনি খুব সহজেই আপনার অ্যাপের জন্য পছন্দের ফন্ট ব্যবহার করতে পারবেন। আর গুগল তাদের ফ্রি ফন্টগুলোও ব্যবহার করার অপশন যোগ করবে এখানে যাতে করে ফন্ট প্যাকেজটি ডাউনলোড করে ব্যবহার করা যায়।
এটি সত্যিকার অর্থেই দারুণ একটি কাজ। নতুন অ্যান্ড্রয়েড ওরিও-তে থার্ড পার্টি অ্যাপ্গুলো এখন থাকবে অ্যান্ড্রয়েডের মূল কাঠামোর বাইরে। এর জন্য এন ভিডিয়া বা কোয়ালকম-এর অ্যাপ্সগুলো মূল অ্যান্ড্রয়েডের কাঠামোর সাথে যুক্ত না হয়ে আলাদাভাবে অবস্থান করবে। তবে এই প্রজেক্ট ট্রেবল সুবিধাটি প্রথমত পিক্সেল ও পিক্সেল এক্স এল এই দুই ফোনে প্রথমত চলবে। তবে অ্যান্ড্রয়েড ৮.০ ও তার পরবর্তী সংস্করণের সবগুলোতে এটি থাকবে।
এর দ্বারা অ্যান্ড্রয়েড-এর নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়বে। এমনকি বারবার দেয়া প্রয়োজনীয় তথ্যগুলো সংরক্ষণ করা যাবে আরো উন্নত পদ্ধতিতে। এতে একটি পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ যুক্ত হবে যা সকল এ পি আই ধারণ করবে।
বিভিন্ন ফটো ইডিটর ও ইমেজ ভিউয়ার-য়ে এই সুবিধাটি পাওয়া যাবে। শুধু ডেভেলপারকে একটি সেটিং শুধু চালু করতে হবে যে তিনি এই ওয়াইড-গ্যামাট কালার চান কিনা।
অ্যান্ড্রয়েড ওরিত-তে কিছু বিষয়ের আরো উন্নতি করা হচ্ছে সেগুলোর কিছু নমুনা তুলে ধরা হলো:
প্রথমেই থাকছে হাই কোয়ালিটি ব্লু-টুথ অডিও যেটা চলবে সনি এলডিএসি কোডেক এর মাধ্যমে। আপনার পছন্দের গানগুলো এখন আরো সুন্দর করে কোনো ব্লু-টুথ ডিভাইসে শুনতে পারবেন। এছাড়াও অ্যাপ্ট কোডেকও রয়েছে। তার মানে, ব্লু-টুথের মাধ্যমে এখন বেশ ভাল ধরনের সাউন্ড কোয়ালিটি পাবেন।
এছাড়াও রয়েছে এন এ এন (নেইবারহুড অ্যাওয়ার নেটওয়ার্কিং) কানেক্টিভিটি যেটা আসলে ওয়াইফাই-য়ের মতো কাজ করবে। কোনো ধরনের সেন্ট্রাল অ্যাকসেস পয়েন্ট ছাড়াই সাপোর্টেড হার্ডওয়্যারগুলো একে অন্যের সাথে যোগাযোগ করতে পারবে।
এছাড়াও আছে টেলিকম ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে আপনার ফোনের নেটওয়ার্ক ব্যবহার করে আপনি থার্ড পার্টি কোনো কল্ দেবার অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারবেন।
অ্যান্ড্রয়েড ওরিও-তে কিবোর্ড নেভিগেশন ও পয়েন্টার ক্যাপচার যুক্ত হতে যাচ্ছে। যার মাধ্যমে আপনি আপনি একটি অ্যাপ বা গেইমে কোনো এক্সটার্নাল মাউস যুক্ত করে ব্যবহার করতে পারেন।
নতুন অডিও এ পি আই দেবে উন্নত মানের অডিও কোয়ালিটি। আর সেই সাথে যুক্ত হবে ভলিউমের জন্য দারুন কিছু অপশন।
অ্যান্ড্রয়েড তাদের ন্যুগাট থেকে এ ফিচারটি চালু করে আসছে। এর মাধ্যমে ওয়েব ভিউ এর জন্য মাল্টি প্রসেস মোড চালু থাকছে।
নতুন অ্যান্ড্রয়েড ওরিও-তে যুক্ত হচ্ছে নতুন জাভা ল্যাঙ্গুয়েজ এ পি আই আর লেটেস্ট ভার্সন জাভা ৮। এর মাধ্যমে নতুন নতুন অনেক সুবিধা উপভোগ করা যাবে।
পরিশেষে, টেকটিউনস হলো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানার এক সুবিশাল প্ল্যাটফর্ম।প্রতিনিয়তই থাকবেন নতুন নতুন জ্ঞানের মধ্যে। জানবেন অজানাকে। তবে হ্যাঁ। শুধু জেনেই বসে থাকবেন না। এই জ্ঞানগুলো ছড়িয়ে দিন তাদের নিকট যাদের কাছে এই টিউনগুলো পৌঁছানো সম্ভব হয় না। জ্ঞান নিজের কাছে রাখার জিনিস না। ছড়িয়ে দিন আশেপাশে যারা আছে সবার মাঝে। প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন। টেকটিউনসের সাথে থাকুন।
আজকের মতো এ পর্যন্তই। সামনে আবারও হাজির হবো নতুন কোনো তথ্য নিয়ে। আর টিউনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। টিউন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে টিউমেন্ট বক্সে প্রশ্নটি করুন। এছাড়াও ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ফেইসবুকে আমি: Mamun Mehedee
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।