কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি অসাধারন android অ্যাপ নিয়ে আলোচনা করব,যার মাদ্ধমে আপনি একসাথে দুটো সুবিধা পেতে পারেন।
১। ভিডিও প্লেয়ারঃ এই ভিডিও প্লেয়ার টি আপনি MX Player এর আল্টারনেটিভ হিসেবে বেবহার করতে পারেন। এতে পৃথিবীতে যত ধরনের ভিডিও ফরম্যাট রয়েছে সব ধরনের ভিডিও সাপোর্ট করবে। তাছারা এতে রয়েছে Advance Hardware Acceleration সহ আরও অনেক সুবিধা।
২। ভিডিও ডাউনলোডারঃ এই অপশনটি দিয়ে এই ভিডিও প্লেয়ারটি তার পরিপূর্ণতা লাভ করে। ভিডিও ডাউনলোড করতে না পারলে ভিডিও প্লেয়ার দিয়ে কি হবে বলুন্ত! এই ভিডিও প্লেয়ারটির মাধ্যমে আপনি ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটস অ্যাপ হেকে যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন ২০ গুন স্পীডে!
Google Play Store Link: https://play.google.com/store/apps/details?id=com.tudooapp.videoplayer
PC Download Link: https://apkpure.com/video-player-downloader-hd-4k-player/com.tudooapp.videoplayer
উপরে গুগল প্লে ইন্সটাল এবং পিসি ডাউনলোড লিঙ্ক দুটোই দিয়ে দিলাম। ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর ওপেন করে ২-৩ মিনিট অপেক্ষা করুন, আপনার পুরো ফোন স্কেন করে মিডিয়া ফাইল গুলো আসা পর্যন্ত অপেক্ষা ক্রুন। সবশেষে ডাউনলোডার অপশনে ক্লিক করে ভিডিও ডাউনলোড করুন!!!
টিউন্টিতে যেকোনো প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!
আমি ফারুক আবেদিন রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।