কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন রুট করবেন? অ্যান্ড্রয়েড রুটিং এর কমপ্লিট গাইড!

আপনার অ্যান্ড্রয়েড ফোনটি রুট করার অর্থ হচ্ছে, ডিভাইজটির সফটওয়্যারের একদম গোঁড়া থেকে কন্ট্রোল পারমিশন নেওয়া, যাতে ডিভাইজটির সাথে যা ইচ্ছা তা করা সম্ভব হয়। আপনি হয়তো ভাবছেন, অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, তাই ইউজার আগের থেকেই যা ইচ্ছা তা করতে পারবে! আসলে আপনি ভুল, আলাদা অপারেটিং সিস্টেম গুলোর মতোই অ্যান্ড্রয়েডেও কিছু লিমিট রয়েছে, যেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন না। অ্যান্ড্রয়েড রুট করার মাধ্যমে আপনি সকল লিমিটকে সহজেই আনলক করতে পারবেন। তবে অ্যান্ড্রয়েড রুটিং এর সুবিধা ও অসুবিধা উভয়ই রয়েছে। এই টিউনে রুটিং নিয়ে যতোটুকু জানা প্রয়োজনীয় সবকিছু আলোচনা করবো এবং কিভাবে আপনার ফোনটি রুট করবেন, সেটা সম্পর্কেও আলোচনা করবো!

কেন রুটিং খারাপ হতে পারে?

অ্যান্ড্রয়েড রুট করার অনেক ভালো কারণ রয়েছে, কিন্তু চলুন প্রথমে অ্যান্ড্রয়েড কেন রুট করা উচিৎ নয়, সেব্যাপার গুলো দিয়েই আরম্ভ করি। প্রথমত আপনি হয়তো জানেন, রুট করার মাধ্যমে আপনার ফোনের ওয়্যারেন্টি চলে যাবে, মানে আপনার ফোনের সাথে পরবর্তীতে কিছু হয়ে গেলে, জাস্ট আপনার কপাল খারাপ হিসেবে প্রমানিত হতে পারে। তো পরবর্তীতে কি খারাপ ঘটতে পারে? অবশ্যই আপনার ডিভাইজটি রুটিং প্রসেসের সময় ব্রিক করতে পারে, মানে আপনার ডিভাইজটি জাস্ট একটি পেপার ওয়েটে পরিনত হয়ে যাবে এতে।

রুটিং করার পরে আপনার ডিভাইজে আর অফিশিয়াল আপডেট আসবে না, যদি ক্যাস্টম রম ব্যবহার করেন, সেটা বড় সমস্যার নয়, কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে ঠিক আপনি কি করছেন। রুটিং করার মাধ্যমে ফোনের সিকিউরিটির সাথে খারাপ আচরণ করা হয়, এর মানে অ্যান্ড্রয়েডের বিল্ডইন সিকিউরিটি আর কাজ করবে না, অ্যাপ গুলো যা ইচ্ছা তা করতে পারবে, এবং কোন ম্যালিসিয়াস অ্যাপ আলাদা অ্যাপের ডাটা চুরি করতে পারবে সাথে আপনার ফোনে আরো ম্যালিসিয়াস অ্যাপ ডাউনলোড করতে পারবে। অবশ্যই আপনার ডিভাইজ সিকিউরিটি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা প্রয়োজনীয়, তবেই রুটিং করা উচিৎ হবে আপনার জন্য।

কেন রুটিং প্রয়োজনীয়

অ্যান্ড্রয়েড রুট করার সবচাইতে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে কাস্টম রম ইন্সটল করতে পাড়ার ক্ষমতা অর্জন করা। কাস্টম রম অ্যান্ড্রয়েডেরই একটি ভার্সন হয়ে থাকে, কিন্তু এতে অ্যান্ড্রয়েডের সবকিছুই থাকে, তবে এতে কাস্টমাইজেশন আরো বেশি করার সুবিধা থাকে এবং বেটার পারফর্মেন্সের দিকে লক্ষ্য রেখে কাস্টম রম ডিজাইন করা হয়ে থাকে। পূর্বে সাইনোজেনমড সবচাইতে জনপ্রিয় এবং পাওয়ারফুল কাস্টম রম ছিল কিন্তু বর্তমানে লাইনএজওএস পাওয়ারফুল একটি কাস্টম রম, এটি অবশ্যই ট্র্যায় করে দেখা প্রয়োজনীয়।

ফোন রুট করার মাধ্যমে, ফোনের সিপিইউ ওভার ক্লক করা সম্ভব, এতে পারফর্মেন্স অনেক গুনে বাড়ানো সম্ভব, এটিঅ ফোন রুটিং করার একটি বিশাল কারণ, তাছাড়া প্রসেসর অ্যান্ডার ক্লক করে ব্যাটারি সেভও করতে পারবেন। তবে সিপিইউ ওভার ক্লক করার মাধ্যমে সিপিইউ সম্পূর্ণ ড্যামেজ হয়ে যেতে পারে, এটাও মাথায় রাখা প্রয়োজনীয়! বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনেক অ্যাডভান্স ফিচার আনলক করতে পারবেন, সাথে আপনি যদি পুরাতন ফোন ব্যবহার করেন, রুটিং করার মাধ্যমে ওএস আপডেট করা সম্ভব হবে।

কিভাবে অ্যান্ড্রয়েড রুট করবেন?

অ্যান্ড্রয়েড রুট করা বলতে আসলে আপনার হ্যান্ডসেট'টিতে কিছু প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করা। সকল ফোনের রুটিং প্রসেস কিন্তু এক ধরণের হয়ে থাকে না। তাই এমন কোন রুটিং টিউটোরিয়াল পাবলিশ করা সম্ভব নয়, যেটা যেকোনো ফোনের জন্য কাজ করবে। আপনার ফোনটি রুট করতে চাইলে অবশ্যই ফোনের মডেল ভিত্তিক অনলাইন সার্চ করে দেখতে হবে সেটার জন্য রুটিং প্রসেস লভ্য রয়েছে কিনা। সাথে আমি রেকমেন্ড করবো এক্সডিএ ডেভেলপার ফোরাম থেকে রিয়াল লাইফ ইউজারদের অভিজ্ঞতা দেখে নিতে, এতে রুটিং করবেন কিনা সে সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবেন।

তো যদি অবশেষে আপনি রুট করবেন বলেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সেক্ষেত্রে নিচের কাজ গুলো করতে হবে। রুটিং প্রসেস কিন্তু মোটেও বিশাল কোন মুশকিল টাস্ক নয়! ফোন ভিত্তিক রুটিং অনেক সময় জাস্ট ওয়ান ক্লিকে হয়ে যেতে পারে। ব্যাট নিরাপত্তার খ্যাতিরে আপনার কিছু সুরক্ষা ব্যবস্থা রাখা প্রয়োজনীয়, নিচে সেগুলো নিয়েই আলোচনা করা হল;

ফোনের ব্যাকআপ রাখুন

ফোন রুট করা হোক, আর যেকোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে অবশ্যই ফোনের সকল ডাটা গুলোকে ব্যাকআপ করে নেওয়া আদর্শ ব্যাপার। রুট করার সময় কোন একটা অনাকাঙ্ক্ষিত বিপদ ঘটতেই পারে, তাই ডাটা ব্যাকআপ এরকম ব্যাপার থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে।

অনেক টুল ব্যবহার করে আপনি ফোন ব্যাকআপ করতে পারবেন। গুগলের বিল্ডইন টুল কিংবা অনেক তৃতীয়পক্ষ অ্যাপ আছে, জাস্ট প্লে স্টোর সার্চ করুণ।

রুটিং

সকল ডাটা গুলোর ব্যাকআপ নিয়ে নেওয়ার পরে এবার আপনার ফোনটি রুট করার জন্য প্রস্তুত বলতে পারেন। আপনার জাস্ট কোন রুটিং করার জন্য এপিকে প্যাকেজ বা অ্যাপ প্রয়োজনীয় হবে। অ্যান্ড্রয়েড যেহেতু ওপেন সোর্স, তাই ডেভেলপার'রা নানান প্রকারের এপিকে প্যাকেজ তৈরি করতে পারে। Towelroot এবং Kingo Root অ্যাপ ব্যবহার করে সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনটি রুটিং করতে পারবেন। তাছাড়া আরো অনেক অ্যাপ রয়েছে, চেক করে দেখুন, আপনার ডিভাইজের সাথে কোনটি কাজ করে।

ফোন রুট করার পরে আপনার কাজ শেষ করতে পারেন, অথবা আপনি চাইলে কাস্টম রম ইন্সটল করতে পারেন। যেটার মাধ্যমে আরো ফিচার পাওয়া সম্ভব হবে। সবচাইতে জনপ্রিয় কাস্টম রম হচ্ছে LineageOS যেটাকে অবশ্যই ট্রাই করা প্রয়োজনীয়। তাছাড়া Paranoid Android এবং AOKP অনেক ভালো রম।

এবার আপনার ফোন মডেল অনুসারে এবং কোন অ্যাপ ব্যবহার করে রুট করছেন সে অনুসারে রুটিং প্রসেস এবং সময় আলাদা আলাদা লাগতে পারে।  XDA Developers ফোরাম সাইটে এবং AndroidForums এ ডিভাইজ মডেল অনুসারে বিস্তারিত প্রসেস বর্ণনা করা থাকে। যাই হোক সকল রুটিং প্রসেসে প্রথমে বুটলোডার আনলক করতে হয়। রুটিং এপিকে ইন্সটল করার মাধ্যমে রুটিং প্রসেস শেষ করা যায় এবং কাস্টম রম ইন্সটল করলে সেটাও অ্যান্ড্রয়েড, কিন্তু আরো নতুন ফিচার এবং কাস্টমাইজেশন পাওয়া সম্ভব সেখানে।


রুটিং সম্পর্কে যদি আমাকে প্রশ্ন করেন, তো আমি রুট করতে পছন্দ করি না, এখন এটা কেবল আমার ব্যক্তিগত মতামত। রুট করার কিছু রিস্ক থাকলেও সেটার মাধ্যমে এমন সব ফিচার আনলক করা সম্ভব, যেগুলো আগে কখনোই আপনার ফোনের সাথে করা সম্ভব হতো না। যাই হোক, আপনার ফোনটি কি রুটেড? নাকি রুটিং করতে চাচ্ছেন? আপনার সাহায্যের দরকার? নিচে টিউমেন্ট করে জানান!

Level 6

আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bhai ami saudi te thaki,amar ekta zte star 1 mobile chilo natun kinechi,jeta ami root korechilam,porobortite setake ami upgrade korte gea r reboot hoy na,ami memory card dea o chesta koresi lekha ase phone rooted,ei obosthai ami ki korte pari,oi mobileta ami amar boner cheler kase pathai disi dhakay,bolesi zte service center e dekhanur jonno.ei bepare aponar kono dharona thakle upokrito hotam….prince from saudi arabia.

আমার জানামতে আপনার মোবাইলে অফিসিয়াল আপডেট নিতে পারবেন না আর

এন্ড্রয়েড এর আসল মজা রুট করার পরেই।