কেমন আছেন বন্ধুরা? আশা করি ভাল। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।
তো আজ কথা বলবো জি পি এস (GPS) নিয়ে। বিভিন্ন ব্লগে, বিভিন্ন অ্যাপ চালাতে গিয়ে জি পি এস-এর নাম অনেক শুনেছেন। আবার হলিউড মুভিতে শুনেছেন 'জি পি এস ট্র্যাকিং ডিভাইস' (GPS Tracking Device) এর মতো শব্দ। কিন্তু এটি জানাই যথেষ্ট না। চলুন তাহলে জানার চেষ্টা করি জি পি এস সম্পর্কে।
জি পি এস (GPS) এর পূর্ণরুপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম (Global Positioning System)। 'পজিশন' শব্দটির অর্থই হলো অবস্থান। তাই যে প্রক্রিয়ায় স্যাটেলাইট-এর সাহায্যে বিশ্বব্যাপী কোনোকিছুর অবস্থান নির্ণয় করা হয় সেটাই জি পি এস। এই জিনিসটা মানুষের ভ্রমণকে এত সহজ করে দিয়েছে যা বলার মতো না! উদাহরণস্বরুপ, আমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাই, অনেক জায়গাই চিনতাম না।
কিন্তু এই জি পি এস এর সুবাদে নতুন নতুন জায়গায় ভ্রমণ করি কোনো রকম ঝামেলা ছাড়াই। এমনকি আপনার প্রতি সেকেন্ডের অবস্থানও আপনি জানতে পারেন জি পি এস এর সাহায্যে। শুধু তাই নয় এর মাধ্যমে ট্রাফিক আপডেট, দিক নির্ণয়, উপযোগী রাস্তা, নিকটস্থ হোটেল, রেস্টুরেন্ট, কোনো স্থানে যাবার বিপল্প সংক্ষিপ্ত পথ সবকিছুই জানতে পারবেন জি পি এস এর বদৌলতে। এসবের জন্য তৈরি হয়েছে হাজার হাজার অ্যাপ। সেগুলো ব্যবহারের জন্য ইন্টারনেট কানেকশন অবশ্যই দরকার।
তবে ধরুন, আপনি এমন কোনো অপরিচিত স্থানে গেলেন যে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন পাচ্ছেনা অথবা আপনার ফোনে পর্যাপ্ত ডাটা নেই। তখন কী হবে? হ্যাঁ, তখন যেসকল অ্যাপস-এ অফলাইন ম্যাপ সাপোর্ট করে সেগুলো ব্যবহারের মাধ্যমে আপনি জি পি এস সুবিধা পেতে পারেন।
তাই আজ, অফলাইন ম্যাপ সাপোর্ট করবে এমন কিছু অ্যাপের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবো যেগুলো অ্যান্ড্রয়েড ও আই ও এস উভয় অপারেটিং সিস্টেমে চলবে। তো চলুন দেখে নেয়া যাক সেই অ্যাপসগুলো।
বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় গুগল-এর অনেকগুলো সেবার মধ্যে একটি হলো গুগল ম্যাপস। প্রায় সব অ্যান্ড্রয়েড ফোনেই এই জি পি এস সুবিধাটি ব্যবহার করতে পারবেন গুগল ম্যাপস এর মাধ্যমে। এতে রয়েছে এক ধরনের অফলাইন নেভিগেশন ফিচার যার মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশান ছাড়াই সংরক্ষিত থাকা ম্যাপগুলো ব্যবহার করতে পারবেন।
তবে এর চেয়েও বেশ ভালো ভালো ম্যাপও পাবেন অনলাইনে। গুগল ম্যাপ প্রায় ১, ২০, ০০০ বর্গ কি.মি পর্যন্ত এলাকা অফলাইনে ধারণ করতে পারে। তাই আপনি চাইলে অনেকগুলো এলাকাই সংরক্ষণ করে রাখতে পারেন তবে এটা আন্তর্জাতিকভাবে ভ্রমণকারীদের জন্য বেশ অসুবিধার সৃষ্টি করৈ।
তবে গুগল ম্যাপস সারাবিশ্বে অন্যান্য অ্যাপগুলোকে টেক্কা দিয়ে চলেছে একটিমাত্র কারণে। আর সেটা হলো গুগল ম্যাপস-এ প্রায় ২২০ টি দেশের ম্যাপের তথ্যাবলী আছে যেখানে অন্যান্য অ্যাপের ১০০ টার মতো। আর অন্যান্য অ্যাপের মতো গুগল ম্যাপস-এর মাধ্যমে আপনি আপনার পছন্দের জায়গা, ট্রানজিট তথ্যাদি এমনকি ত্রিমাতৃক ম্যাপ পর্যন্ত দেখতে পারবেন।
হেয়ার উই গো হলো সবচেয়ে বেশি জনপ্রিয় অফলাইন ম্যাপস সফটওয়্যারগুলোর একটি যেটা অনলাইন ও অফলাইন দুটোর জন্যই উপযোগী। এর মাধ্যমে আপনি ১০০ টিরও বেশি দেশের সম্পূর্ণ ম্যাপ সম্পর্কে জানতে পারবেন। শুধু তাই নয়, প্রত্যেকটা মোড়ের জন্য ভয়েস নেভিগেশন সাপোর্ট যা আপনাকে কোনো একটি জায়গা সম্পর্কে জানতে বেশ সাহায্য করবে।
এই অ্যাপটা মূলত চেষ্টা করে কীভাবে গ্রাহককে সবচেয়ে সহজ পদ্ধতিতে কোনো স্থানে যাবার বা সেই ট্রানজিটের পরামর্শ প্রদান করা যায়। শুধু তাই না এটি দিয়ে স্থানগুলোর টপোগ্রাফি বেশ ভালভাবে জানা যায়। যেমন: পাহাড়ী এলাকায় আপনার বাইকে আপনার গমন কেমন হবে অথবা হেঁটে গেলে আপনার গমন কেমন হবে সেসব বিষয় ব্যাখা করবে অ্যাপটি।
এটি সাধারণ ত্রিমাতৃক অফলাইন ম্যাপ সম্পর্কে জানার জন্য ব্যবহৃত হয়। এটি যে কারো ভুল পথে গমনের সম্ভাবনাকে কমিয়ে দেয়। এতে একটি ফিচার ব্যবহৃত হয় যার নাম হলো ‘টমটম’ যা একদম নির্ভুল নির্দেশনা ও ট্রাফিক তথ্যাবলী সরবরাহ করে থাকে। এটিও প্রত্যেক মোড়ে মোড়ে দিক নির্দেশনা প্রদান করে।
অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে ড্যাশক্যাম অ্যাকসেস, স্পিড ক্যামেরার সতর্কতা, পার্কিং সাজেশন, রাস্তার নির্দেশনা, এক ধরনের ডিসপ্লে ফিচার যা কিনা গাড়ির ভেতরে পর্দায় ম্যাপের যাবতীয় তথ্যাদি দেখাতে পারে।
কোপাইলট মূলত ড্রাইভারদের জন্য তৈরি আর এর প্রত্যেকটা ফিচারই ড্রাইভিং-য়ে সাহায্য করে থাকে। এটি কোনো একটি নির্দিষ্ট এলাকার ম্যাপের ডিটেইল সহকারে ডাউনলোড করে থাকে এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে ভয়েজ নেভিগেশনের মাধ্যমে দিক নির্দেশ করে। এতে একটি শক্তিশালী র্যুট প্লানিং ফিচার রয়েছে যার নাম “অ্যাকটিভ ট্রাফিক”। এর কাজ হলো বর্তমান সময়ের ট্রাফিক কন্ডিশন দেখে যাত্রার পথ ঠিক করা।
দুর্গাভ্যবশত বেশিরভাগ কোপাইলট-এর ফিচারগুলো লক করা অবস্থায় থাকে। ৭ দিনের ফ্রি ট্রায়াল উপভোগ করার পর টাকা দিয়ে কোনো প্ল্যান কিনতে হয়। আপনি কেবলমাত্র একটি সিঙ্গেল এরিয়ার জন্য অফলাইন নেভিগেশন পাবেন। তবে অ্যাপ ক্রয়ের মাধ্যমে আপনি আরো এরিয়ার ম্যাপও ডাউনলোড করতে পারবেন।
ম্যাপ্স ডট মি সাধারণ দিক নির্দেশনা ও অত্যাবশ্যকীয় ফিচারগুলো নিয়ে কাজ করে থাকে। এর অফলাইন ম্যাপ ফিচারগুলো বেশ নির্ভরযোগ্য এবং এর মাধ্যমে আপনি ফ্রি-তে যেকোন দেশের যেকোন সংখ্যক ম্যাপ ডাউনলোড করতে পারবেন।
ওপেন স্ট্রিট ম্যাপ (OpenStreetMaps) এর মাধ্যমে এটি ডাটা সংগ্রহ করে এবং আপডেটও নেয় ওপেন স্ট্রিট ম্যাপ-এর মাধ্যমে। আর এটি ম্যাপের জন্য জায়গাও কম খায় এবং সাইজেও কম হয়ে থাকে। তবে এটি অন্যান্য ম্যাপের অ্যাপ্স এর মতো অতোটাও নির্ভরযোগ্য নয়।
এটি অফলাইনে কাজ করে মূলত ফোনের নেভিগেশনের জন্য। আপনি শুধু একবার ম্যাপ ডাউনলোড করবেন। বাকী কাজ অ্যাপের। প্রতি মোড়ে মোড়ে ভয়েস নেভিগেশন, স্বয়ংক্রীয় ম্যাপ আপডেট, ফিক্সড স্পিড ক্যামেরা সতর্কতা, ত্রিমাতৃক ভিউ এবং ট্র্যাকিং রেকর্ডও রাখতে পারে।
এতে আরো একটি অপশন আছে আর সেটি হলো দিনের সময় ও রাতের সময়ের ভিত্তিতে থিমটি চেঞ্জ হয়। তবে আপনি যদি শুধুমাত্র অফলাইন নেভিগেশনের জন্য এটি ব্যবহার করতে চান তাহলে এটাই যথেষ্ট।
এই অ্যাপটি মূলত সেই সব দুঃসাহসিক মানুষদের জন্য যারা অ্যাডভেঞ্চার প্রিয়। নাবিক, বাইকার, ক্যাম্পার, হাইকার সহ আরো বাহিরের কিছু কেরামতি যারা দেখাতে চান তাদের জন্যই মূলত এই অ্যাপ। এই অফলাইন জি পি এস নেভিগেশন সিস্টেম আপনাকে কিছু ঝুঁকিপূর্ণ বা অব্যবহৃত রাস্তায় বিভিন্ন টুলের মাধ্যমে চলতে সাহায্য করবে।
এটি তৈরি করা হয়েছে মূলত ম্যাগনেটিক কম্পাস, ওডোমিটার, অ্যাল্টিমিটার, স্পিডোমিটার, ক্রোনোমিটার, জি পি এস টুল, ওয়ে পয়ে্ন্ট নেভিগেটর সহ আরো ডজনখানেক টুলের ভিত্তিতে যা আপনাকে বাহিরের অ্যাডভেঞ্চারের পুরো স্বাদ দেবে।
ম্যাপ আউট সাধারণত কাস্টমাইজেবল অ্যাপ যা আই ও এস-এ চলে আর যা আপনাকে দেবে ম্যাপ ব্যবহারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। আপনি চাইলেই এখানে নতুন নতুন রাস্তা তৈরি করে ভাস্কো দা গামা হতে পারবেন। এছাড়াও পুরো একটি এলাকার ম্যাপ আপনি ডাউনলোড করতে পারবেন এবং রাস্তা, পাহাড় সহ আরো সব ধরনের রাস্তার দিমাতৃক ও ত্র্রিমাতৃক দৃশ্য উপভোগ করতে পারবেন।
এটিও সেই অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্যই মূলত তৈরি করা। এর মাধ্যমে ভাল টপোগ্রাফিক ধারণা পাওয়া যায় ঘরে বসেই।
পরিশেষে, টেকটিউনস হলো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানার এক সুবিশাল প্ল্যাটফর্ম। শুধু জেনেই বসে থাকবেন না। এই জ্ঞানগুলো ছড়িয়ে দিন তাদের নিকট যাদের কাছে এই টিউনগুলো পৌঁছানো সম্ভব হয় না। প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন। টেকটিউনসের সাথে থাকুন।
আজকের মতো এ পর্যন্তই। সামনে আবারও হাজির হবো নতুন কোনো তথ্য নিয়ে। আর টিউনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। টিউন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে টিউমেন্ট বক্সে প্রশ্নটি করুন। এছাড়াও ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ফেইসবুকে আমি: Mamun Mehedee
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।