মেহমানদারির জন্য চা রেসিপি জানা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। নানান স্বাদের চা রেসিপি যাদের জানা আছে, তারা সুস্বাদু চা পরিবেশন করে মেহমানকে সহজেই সন্তুষ্ট করতে পারেন।
সকালে বা বিকেলে হঠাৎ কোন অতিথি বাসায় চলে এলে সাধারণত চা –নাস্তা দিয়েই আপ্যায়ন করতে হয়। এছাড়া নিজেদের জন্য রকমারি চা তৈরি করতে হলেও বেস্ট চায়ের রেসিপি জানা জরুরি।
চায়ের উপকারিতা অনেক। যারা নিয়মিত চা খান, তারা অবশ্যই চা খাওয়ার উপকারিতা ও সুফল ভোগ করে থাকেন।
আজকাল কফি খাওয়ার প্রচলন বেশ বাড়লেও চা খাওয়া কিন্তু কমেনি। দিন দিন তাই হরেক রকম চা রেসিপি তৈরি হচ্ছে।
নানা রকম চায়ের গুনাগুন সম্পর্কে অনেক লেখা রয়েছে। যারা চায়ের স্বাস্থ্যগুণ ও চা পানের উপকারিতা সম্পর্কে জানেন, তারা নানান রকম চা রেসিপি ট্রাই করে থাকেন। নতুন নতুন চা এর রেসিপি পরখ করে দেখা যাদের নেশা, তাদের জন্য WikiReZon টীম এ অ্যাপটি ডেভেলপ করেছে।
এ অ্যাপ থেকে জানা যাবেঃ
✓ চায়ের ইতিহাস
✓ চায়ের গুণাগুণ
✓ চা এর খুটিনাটি
এছাড়া এ অ্যাপ থেকে প্রায় সকল প্রকার চা রেসিপি জানা যাবে। যেমনঃ
☆ ব্যথা নাশক চা
☆ রসুন চা
☆ আদা লেবুর চা
☆ আদা, পুদিনা ও লেবু চা (রং চা)
☆ মসলা লেবু চা
☆ মালাই চা
☆ জাফরানি মালাই চা
☆ পুদিনা পাতার চা (গ্রীন মিন্ট টি)
☆ গুড়ের চা
☆ মরিচ চা বা ঝাল চা
☆ তুলসী বা তুলসি চা
☆ রাশিয়ান চা
☆ মাল্টা চা
☆ চকলেট চা
☆ মধু চা
☆ আতাই বা মরক্কোর চা
☆ মশলাদার চা
☆ ভেষজ চা বা হারবাল চা
☆ বরফ চা বা আইস চা
☆ শ্রীমঙ্গলের সাত রঙ এর চা
☆ কমলা চা বা কমলার স্বাদে পিকো চা
☆ কামিনী চা
☆ গ্রীন টি রেসিপি
কড়া লিকার দিয়ে রঙ চা, দুধ চা কিংবা গরুর দুধের চা সহ এমন হরেক পদের চা বাজারে প্রচলিত রয়েছে। স্বাস্থ্যগুন এর পাশাপাশি সৌন্দর্যের বিবেচনায় সাত রঙের চা বেশ জনপ্রিয়
চায়ের সব বাংলা রেসিপি জানতে হলে আমাদের অ্যাপটি ইনস্টল করুন।
‘Nanan shader Cha Recipe’ is an exclusive app for best tea recipe in Bengali. ‘Bangla Cha Recipe’ can be alternatively termed as tea recipes Bangla. Some people might spell it tea recipi or resipi.
In this app, almost all tea recipes are described for health conscious people.
The healthy and tasty tea recipe will allow you to serve ‘rokomari special cha’ for your guests.
আমি সোহাগ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 11 টিউনারকে ফলো করি।