সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভাল আছেন আমিও খুব ভাল আছি আজও আপনার জন্য লিখতে বসলাম। আজ যে জিনিষটা দেখাবো সেটার খবর হয়তো অনেকে ইতিমধ্যে পেয়ে গেছেন কিন্তু যারা জানেন না তাদের জন্যই আজকের টিউন তো যে জিনিসটা আমি দেখাবো কিভাবে আপনি bangla voice typing করবেন android phone ব্যবহার করে।
কিছুদিন আগে গুগল নতুন করে ৩০ ভাষায় voice typing ফিচারটি চালু করেছে যার মধ্যে বাংলা ভাষাও রয়েছে।
তো চলুন শুরু করা যাক আপনি google play store এ যাবেন তারপর google লিখে সার্চ করবেন এবং google app টি আপডেট করে নিবেন কারণ আপডেট ভার্সন ছাড়া আপনি বাংলা লিখতে পারবেন না। এরপর আপনি google keyboard এটা লিখে সার্চ করবেন আপনার আপনার ফোনে যদি এটা না থাকলে ডাউনলোড করবেন এবং থাকলে আপডেট করে নিবেন।
এরপর নিচের ভিডিওর মত করে সকল সেটিংক করে নিবেন।
ভিডিওটি দেখুন
আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিও টিতে লাইক দিবেন টিউমেন্ট করবেন এবং জন্য শেয়ার করবেন। ধন্যবাদ
আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
vi apnr net ar speed up koren 😀