Android Oreo 8.0 On Xiaomi Phone: শাওমি’র কোন কোন ফোনের মডেল অ্যান্ড্রয়েড ওরিও ৮.০ পাবে? জেনে নিন!!

চীনের অ্যাপলখ্যাত শাওমি’র তার ফোন ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়তই যতটা আপডেট দিয়ে থাকে তা অন্যান্য ফোন কোম্পানিগুলোর চেয়ে তুলনামূলক বেশী। শাওমি’কে এমনিতেই চীনের অ্যাপল বলা হয় কারণ তারা অ্যাপলের হুবুহু ফোন তৈরী করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। শাওমি এবার তাদের ফোন ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েডের পরবর্তী নতুন ভার্সন অ্যান্ড্রয়েড ওরিও ৮.০ ছাড়ার জন্য সম্ভাব্য ফোনের মডেল তালিকা প্রকাশ যাতে দেখা যাচ্ছে শাওমি’র প্রথম সারির ফোনগুলো জায়গা করে নিয়েছে।  এটা করার ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ হতে পারে শাওমি’র যেসব ফোনের র‌্যাম আর রম উচ্চ ক্ষমতাসম্পন্ন কেবল তাদের ক্ষেত্রে এই আপডেটের ব্যবস্থা করা হয়েছে।

শাওমি’র কোন ফোনের মডেল এই অ্যান্ড্রয়েডের ওরিও ৮.০ পাচ্ছে? চলুন, তাহলে জেনে নেয়া যাক:--
এমআই সিরিজের ফোনগুলো:--

 

১। এমআই মিক্স (MI Mix), ২। এমআই ম্যাক্স ২(MI Max 2), ৩। এমআই ৬ (MI6), ৪। এমআই ম্যাক্স (MI Max), ৫। এমআই ৫এস(MI 5S), ৬। এমআই নোট ২ (MI Note 2),

 

রেডমি’র যেসব ফোনগুলো আপডেট পাবে:--

 

১। রেডমি নোট ৪ (Redmi Note 4), ২। রেডমি নোট ৪এক্স(Redmi Note 4X), ৩। রেডমি নোট ৫(Redmi Note 5)(আসন্ন),

 

যেসব ফোনগুলো অ্যান্ড্রয়েড আপডেট পাবে না:--১। এমআই ৫(MI5), ২। রেডমি নোট ৩(Redmi Note 3), ৩। রেডমি ৪(Redmi 4), ৪। রেডমি ৪ প্রাইম(Redmi 4 Prime), ৫। রেডমি ৩এস(Redmi 3S), ৬। রেডমি ৩এস প্রাইম(Redmi 3S Prime), ৭। রেডমি ৩(Redmi 3), ৮। রেডমি ২ (Redmi 2)।
পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন!!

আমাদের সাইট PC Help786

আমাদের ফেসবুক পেজ

Level New

আমি পিসি হেল্প৭৮৬ডট ব্লগস্পটডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস