Youtube ভিডিও intro বানান এন্ড্রয়েড ফোনের মাধ্যমে খুব সহজেই। How To make intro with android easily

হাই

কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন আর বিশ্বের এত বড় একটা টেক বিষয়ক সাইট এর সাথে থাকলে কে না ভালো থাকে। আর সাথে আছি আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বেস্ট আপডেট এর টেক শেয়ার করব। আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আজকে যা শেয়ার করতে যাচ্ছি, আমরা কিভাবে এনন্ড্রয়েড ফোন দিয়েই ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো / intro বানাবো।

তো আমাদের প্রথমে একটি এপস লাগবে KineMaster এখানে ক্লিক করে ডাউনলোড করুন। এটা প্লে স্টোর এর ফ্রি ভার্সন এর এপস আমি পরবর্তি টিউন এ দেখাবো কিভাবে pro version ফ্রিতে ইউজ করবেন।

তারপর আমাদের ইন্ট্রো / intro টেমপ্লেট /template লাগবে এখান থেকে ডাউনলোড করুন।  

আমরা এখন যেভাবে ইডিট/edit করব তা লিখে বুঝানো সম্ভব না। তাই নিচ থেকে ভিডিও টি দেখুন।

1. Watch Video Here

2. Watch Video Here

এই টিউটোরিয়াল টি যদি আপনার কিছুটা হলে উপকৃত হয় তাহলে অবশ্যই আমার টিউনে টিউমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে প্রতিনিয়ত টেকনোলজি সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়।

My Channel Here

ধন্যবাদ।

Level 0

আমি মুজাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় মুজাহিদ হাসান,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।