আপনার প্রেমিকা কার সাথে কথা বলে দেখে নিন আপনার মোবাইলে কল রেকর্ড সহকারে

আশা করি সবাই ভালো আছেন। আমি খুব যে ভালো আছি তা বলব না।তবে আপনাদের দোয়াই ভালোই আছি।

সত্যি কথা বলতে এই পৃথিবী তা একটা সার্কাস আর মানুষগুলো সব অভিনেতা। আপনার প্রিয় প্রেমিকা বা বউ যে আপনাকে ফাকি দিচ্ছে না সেটা আপনি সিউর তো ? এই পৃথিবীকে কাকে বিশ্বাষ করবেন সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত।এই যেমন কিছুদিন ধরে আমরা অনলাইনে আহসান হাবিব পেয়ার এর যে আলোচনা টা কিন্তু সহযে বিশ্বাস করতে পারি নি ? কিভাবে পারব এমন একটা মানুশ এই ধরনের কাজটা করতে পারবে কোন ব্যক্তিটি বা এই কাজের আগে তাকে ভাবতে পারছে সে এমন একটা এই ডিজিটাল যুগের লাল সালুর মজিদ।

এই উদাহরন গুলো দেওয়ার একমাত্র কারন হল আপনার কাছের মানুষটিও আপনাকে ঠকাতে পারে।তাদের কে একটু টেস্ট করুন আসলেই কি তারা আপনি যেরকম ভাবছেন সেরকম নাকি আপনার অজান্তে তার নিজের স্বার্থ নিজে গড়ে নিচ্ছে। আসলে আমারও ৭ আগস্টের আগ পর্যন্ত বিশ্বাস হয় নাই যে মানুষ এতো নিচে নামতে পারে।একটা ঘটনাই আমার চিন্তা ভাবনায় আমার পরিবর্তন হয়ে গেল।

এতো বকবক করছি এজন্য আজকের টিউনটায় এই রিলেটেড তো টিউনে চলে যায়।

কি কি পাবেন আজকের টিউটোরিয়ালে

 

  • আপনার প্রিয়জন কার সাথে কখন কথা বলছে সেটা জানতে পারবেন।
  • কল টা কি সে করেছিলি নাকি ওই প্রান্ত থিকে করা হয়েছে সেই ব্যাপারটূকু আপনার ক্লিয়ার হয়ে যাবে।
  • সব গুলো রেকর্ড হয়ে আপনার মোবাইলে কাছে চলে আসবে।
  • আর এই সবগুলো কাজ হবে আপনার বন্ধুর অজান্তে সে কিছু জানতেই পারবে না।এবং কিছু বুঝতেই পারবে না যে আপনি তার কল রেকর্ড বা কল হিস্টোরি আপনার মোবাইলে করে নিচ্ছেন।
  • সে কয়টায় কোন ব্যক্তির নাম্বারে কথা বললো সেটা আপনি জানতে পারবেন। এবং সেই নাম্বারটি ফুল দেখতে পারবেন।

 

তো আপনার যদি এই বিষয়ে কোন হেল্প লাগে তাহলে আপনি সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখে নিন।

 

কিভাবে টিউটোরিয়ালটি কাজ করবে

এজন্য আপনার খুব বেশি কিছু লাগবে না।লাগবে শুধু একটা android মোবাইল।আর আপনার প্রিয়জনেরও একটা android মোবাইল ব্যবহার করার লাগবে।যদি আপনার এই দুইটি কন্ডিশন মিলে যায় তাহলে আপনি পারবেন এই টিউটোরিয়ালটি কাজে লাগাতে।এর সবচেয়ে বড় গুণ হল আপনি যার মোবাইল এর কল হিস্টোরি বা কল রেকর্ড করবেন সেটা সে বুঝবে না।যার জন্য আপনার বিশ্বাস এর কোন ক্ষতি হবে না।আর আরো একটা ভালো দিক হল ফোনের কল details সহ রেকর্ড হয়ে আপনার মোবাইলে চলে আসবে।

আর কথা বলব না,আপনারা যেনো সহজে টিউটোরিয়ালটা শিখতে পারেন সেজন্য আমি একটি সাজিয়ে ভিডিও তৈরি করেছি।এই ভিডিও দেখলে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন এবং আর বুঝতে কোন সমস্যা হবে না।তো জলদি নিচের ভিডিও টা দেখে ফেলুন

আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন।ভালো মানের টিউটোরিয়াল পেতে টেকটিউনস এর সাথেই থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।

Level 1

আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস