Walton Primo GH6 এর জন্য TWRP,Root,স্টক রম নিয়া সম্পূর্ণ আলোচনা [পর্ব-০২]

 বিসমিল্লাহি রহমানির রহিম

আজকে TWRP,Root,স্টক রম নিয়া আলোচনা করবো শুধুমাত্র  Walton Primo GH6 মোবাইল নিয়ে। (বিঃদ্রঃ আমার কোন লিখা বা অন্য কিছুই কপি করার চেষ্টা করবেননা আশা করি, এই টিউনটি সর্বপ্রথম টেকটিউনস এ প্রকাশ করা হয়েছে।)

ডাউনলোডের আগে নতুন পুরনো সকলের জন্য রুট প্রক্রিয়াটা আরও একবার বর্ণনা করছি

Tools Link:

প্রথমে আপনাকে টুলস গুলো ডাউনলোড করতে হবে:

TWRP Installation:

ভিডিও টি দেখলেই হবে 🙂

 Video

 কিভাবে রম ব্যাকআপ রাখবেন ?

এবার সেটটা বন্ধ করুন।

১) সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button একসাথে প্রেস করে Recovery Mod এ যান।

২) Recovery Mod এ গেলে দেখবেন Backup আছে তাতে ঢুকেন।

৩) Backup এর ভিতর দেখবেন Backup অপশন আছে সব কিছু Select করে ব্যাকআপ করবেন।

৪) ক্লিক করেন আর ওয়েট করুন। একটু টাইম লাগবে ব্যাকআপ হতে।

৫) ফুল ব্যাকআপ হয়ে গেলে সেট রিবুট দেন অ্যান্ড মেমরি কার্ড এ দেখেন TWRP নামে ফোল্ডার হইছে। ৬) এর ভিতর Backup ফোল্ডার আছে এবং তার ভেতর Date & Time দেয়া একটা ফোল্ডার।

৭) এইটাই আপনার Stock Rom ব্যাকআপ।

এইটা সংগ্রহ করুন।

কিভাবে রুট করবেন !

এই লিঙ্ক থেকে Super Su টি ডাউনলোড করুন :ডাওনলোড করুন

ডাউনলোড শেষ হলে সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button একসাথে প্রেস করে Recovery Mod এ যান তারপর জিপ ফাইলটি TWRP দিয়ে ইন্সটল করুন, ইন্সটল শেষ হলে অটো রিস্টার্ট নেবে। তারপর মোবাইল ওপেন হলে দেখবেন নতুন Super Su অ্যাপ এসেছে, অ্যাপ এ প্রবেশ করে অ্যাপটি ইন্টারনেট দিয়ে আপডেট করবেন তাহলেই কাজ শেষ। আপনার সেট রুটেড।

{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }

এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন, এটি সর্বপ্রথম এই টেকটিউনস  ওয়েবসাইট এই টিউন করা হয়েছে।

(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন এবং নতুন নতুন রম  সহ আরও অন্যান্য টিউন করব ইনশা-আল্লাহ, তাই সাথেই থাকুন )

চলে যাচ্ছি, দেখা হবে আগামি টিউন এ

7VLXuuR.gif

Level 0

আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস