এখন এন্ড্রয়েড ফোন চলবে ঝড়ের গতিতে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি।অনেকদিন পর আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার অনার্স ফাইনাল এক্সামের কারণে আপনাদের মাঝে মন চাইলেও আসতে পারিনা। যাই হোক চলুন মূল টিউনে চলে যাই।

আমরা প্রায় সবাই এন্ড্রয়েড স্মার্ট ফোন ব্যবহার করি। যত দিন যায় আসতে আসতে হাতের ফোন টি স্লো হতে থাকে এবং এক সময় অনেক স্লোলি কাজ করে। ফোন যদি স্লো কাজ করে তবে সবারই মেজাজ খারাপ হয় এটাই স্বাভাবিক। আপনি চাইলেই আপনার স্লো ফোন কে খুব সহজেই সুপার ফাস্ট করতে পারবেন,কোন সফটওয়ার ব্যবহার ছাড়া এবং রুট আনরুট সব ফোনেই।

  • প্রথমে আপনার ফোনের সেটিং থেকে ডেভেলপার অপশন অন করতে হবে।
  • ফোনের ডেভেলপার অপশন হাইড করা থাকলে সে ক্ষেত্রে আপনার ফোনের এবাউট এ গিয়ে Build Number এ ৭ বার ক্লিক করবেন।
  • এরপর ব্যাক এসে দেখুন এবাউট ফোনের উপর ডেভেলপার অপশন আসছে।
  • ডেভেলপার অপশন টা অন করেন।
  • এবার নিচের দিকে দেখুন windows animation scale লিখা আছে ওইটা অফ করে দেন।
  • এরপর  Transition animation scale এটাও অফ করে দেন।
  • এরপর Animator duration scale লিখা আছে এটাও অফ করে দেন।
  • সব শেষে আপনার  ফোন টি বন্ধ করে চালু করেন।

আর দেখুন ম্যাজিক।আপনার ফোন টি ঝড়ের গতিতে চলবে। যদি তারপর না বুঝে থাকেন তবে আমার ভিডিওটি দেখতে পারেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ভালো লাগলে অবশ্যই লাইক,টিউমেন্ট,শেয়ার এবং ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে হাজির হব নতুন কোন টিউটরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোঃ মোজাম্মেল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস