আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি। আজকে আমি দুটি সহজ এবং কাজের টিউটোরিয়াল শেয়ার করব। যদি কাজে লাগাতে পারেন তাহলে,আপনার বিভিন্ন কাজে লাগব টিউটোরিয়ালটা। সত্যি একটা কথা বলতে android নিয়ে টিউটোরিয়ায়ল দিতে আমার খুব ভয় করে।এর কয়েকটা কারণের মধ্যে সবচেয়ে বড় কারন হল android operating system আসলে খুব সহজ এবং সবকিছু সহজেই সবাই বুঝে।
যেমন এখন আমি আপনাকে যে টিপস শেয়ার করব তা আগে আপনে যেনে থাকে খুব বাঝে লাগবে।আর এটায় খুব স্বাভাবিক বাঝে লাগতেই পারে।কারন এটা আপনে জানেন তাই আপনার কাছে বিরক্ত লাগবে।তাই যারা সবকিছু জানেন তাদের কাছ থিকে আগেই আমি ১০০ হাত দূরে থাকতে চায়।
তো অকাজের আলাপ তো কম করলাম না,এবার টিউটোরিয়ালে চলে যায়।
আপনারা যেনো খুব সহজে এই টিউটোরিয়ালটা বুঝেন সেজন্য আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও টিউটোয়াল নিয়ে হাজির হয়েছি।তো দেখে ফেলুন ভিডিওটি
সবচেয়ে দরকারি টিপস হল এটা।এই পদ্বতি আপনার সময় এবং এমবি দুইটায় বাচাবে।সাথে বিরক্তি কর আডাল্ট নিউজ এবং নোটিফিকেশন এর হাত থিকে তো বাচাবে মাষ্ট। আর কথা লিখব না শুধু দেখেন ভিডিওটি
সব সময় সঠিক এবং আকর্ষনীয় টিপস এবং ট্রিক্স পেতে টেকটিউন এর সাথেই থাকুন। মেতে উঠুন উঠুন প্রযুক্তির সুরে।
আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।