Android মোবাইলের সাউন্ড বাড়িয়ে দিগুন করে নিন

সব Android মোবাইলে সাধারনত Original Sound অনেক কমানো থাকে। অনেক দামী সেটেও লাউড স্পিকারের আওয়াজ কম থাকে, ফলে নয়েজ হচ্ছে এমন জায়গায় আওয়াজ শুনাই কঠিন হয়ে পড়ে। আপনি চাইলে আপনার মোবাইলের সাউন্ড খুব সহজেই বাড়িয়ে নিতে পারেন। এজন্য প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো-

১. মোবাইলে ডায়ালারে এ যেতে হবে। সেখানে লিখবেন *#*#3646633#*#*।

২. লিখার পর দেখবেন Enginner Mood On হবে। সেখান থেকে Audio Option এ যান।

কথা আছে, এক এক কোম্পানির এক রকম মেনু স্টাইল। কিন্তু বেসিক সব কিছুই এক। আপনি Audio Option টা খুজে পেলেই হয়।

৩. এবার Loudspeaker এ যান।

৪. সবার শেষে দেখুন Max Vol  এ ডিফলট Value দেয়া আছে। সেখানে আপনি 150 লিখে Set এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।

কেউ না বুঝলে ভিডিও দেখে নিবেন।

ভিডিওঃ

একই ভাবে কারও Headphone এ সাউন্ড বাড়াতে হলে প্রয়োজন মতো বাড়িয়ে নিন। তবে 160 Value না দেওয়াই ভালো এতে বয়েরা হওয়ার সম্ভবনা বেশী। তাছাড়া কিছু গানের কোয়ালিটিও খারাপ হবে।

এই মুডে আরও অনেক ফিচার আছে। যারা ভালো জানেন বাকী অনেক অপশন আছে যেগুলো নিয়ে টিউন করলে অনেক জানতে পারবো।

 

Level 3

আমি দাইয়ান মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে লেখা সংগ্রহ করে বা কপি পেস্ট করে নিজের নামে টিউন করা আপনার মৌলিক ও সৃজনশিলতা কে ব্যহত করে এবং টেকটিউসে তা সম্পূর্ণ নিষিদ্ধ। টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন। টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণদোণা দেয়।

ঠিক আছে এরপর থেকে নিয়মগুলো মানার চেষ্টা করব