দেখে নিন MIUI 9 এ কী কী থাকছে !! আরো জেনে নিন কোন কোন ডিভাইস পাবে এই আপডেট

হ্যালো বন্ধুরা কেমন আছেন?  আল্লাহর রহমতে আশা করি সকলে ভাল আছেন।  আজককের এই টিউনে আমি আপনাদের সামনে গুরুতপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।

আজকের এর টিউনে আমি আপনাদের সামনে বলবো বিশ্বখ্যাত শাওমি কোম্পানির নতুন অপারেটিং সিস্টেম মি উ আই ৯ (Miui9) সম্পর্কএ। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে Miui 9 আসছে  Miui 9 আসছে।  তোহ অনেকে হয়তো জানেন না এই নতুন আপডেট এ কি কি থাকছে?  আর আজকের এই টিউনে আমি আপনাদের সামনে এই নিয়েই আলোচনা করবো।

তোহ অনেক আজে বাজে কথা হলো এবার টিউনের যাত্রা শুরু করা যাক।

Miui 9 অ্যান্ড্রোইড নোগাট (Android Naught 7.0) বেসড হবে। যার সুবাদে শাওমি ইউসাররা  অ্যান্ড্রোইড নোগাট এর সাধ পেতে পারবে।

এবার আসি Xiaomi MIUI 9 Features নিয়ে। নিম্নক্ত ফিচারস ইউসারা MIUI 9 এ আপগ্রেড করার পর পাবে।

১. মাল্টি উইন্ডো সাপোর্ট

Picture in Picture

২.তাৎক্ষণিক রিপ্লে দেওয়া যাবে নোটিফিকেশন বার থেকেই।

quick reply

৩. অপ্টিমাইজড ডোজ মোড

৪. র‍্যাম অপ্টিমাইজেশন

৫. ইম্প্রুভড ডেটা সেভার।

৬. অলওয়েজ অন ভিপিএন।

৭. কল স্ক্রিনিং ফিচারস।

৮. ডুয়াল স্পেস ও ডুয়াল এপ্স।

এবার আসি কোন কোন ডিভাইস পাবে এই আপডেট।

  • Xiaomi Redmi Note 3
  • Xiaomi Redmi 2 Prime
  • Xiaomi Redmi 3
  • Xiaomi Redmi 3S
  • Xiaomi Redmi 3A
  • Xiaomi Mi 4s
  • Xiaomi Mi 4c
  • Xiaomi Mi 4i.
  • Xiaomi Mi5
  • Xiaomi Mi Max
  • Xiaomi Mi Note
  • Xiaomi Mi Pad 2
  • Xiaomi Redmi 4/4A
  • Xiaomi Redmi 4x

উপরের ডিভাইস গুলা পাবে নতুন আপডেট। (সুত্র MIUI FORM), তোহ আজ এই পর্যন্তই কথা হবে নতুন টিউনে আর সে পর্যন্ত সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ।

Level New

আমি সিয়াম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন টি থেকে উপকৃত হলাম। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই।

redmi note 4 device e ki ei update pabo? global rom e asi MIUI 8….

প্রিয় সিয়াম,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।