৫টি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ২০১৭ (জুন)

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে কি নিয়ে লিখবো আশা করি নাম দেখে বুঝে গেছেন। আজকের এই টিউন এ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন পাঁচটি এপ্লিকেশন যা আপনার এন্ড্রোইড মোবাইলেকে আরো স্মার্ট করে তুলবে। জি হ্যা আমি আমি আপনাদের সামনে এমন পাঁচটি এপ্লিকেশন নিয়ে কথা বলবো যা আপনাদের ডেইলি লাইফে ডে টু ডে ইউসে খুব গুরুত্বপূর্ণ। তোহ ফাত্রা কথা বাদ দিয়ে আসল কথার দিকে আসা যাক।

৫. আজকের এই টিউনের পাচ নম্বর এ যে এপ্লিকেশন সেটি হচ্ছে একটি ওয়ালপেপার এপ্লিকেশন। এটি অন্যসকল ওয়ালপেপার এপ্লিকেশন এর মত নয়। একটু এক্সেপশনাল টাইপের এপ্লিকেশন। এই এপ্লিকেশন এর নাম হচ্ছে Hologram Background। এপ্লিকেশন এর মাধ্যমেমে আপনারা আপনার ফোন এ 3D ওয়ালপেপার সেট করতে পারবেন। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে এতে ফোনের চারজ নষ্ট হবে না তো? এই অ্যাপ এর ডেভোলোপার দাবি করেছেন এই এপ্স মাত্র ১% চারজ ড্রেইন করবে অথবা খাবে।

এপ্লিকেশনটির প্লে স্টোর রেটিংঃ 4.2

এপ্লিকেশনটির ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.vinwap.hologram

৪. আজকের এই টিউনের ৪নং এ যে অ্যাপ তার নাম হচ্ছে পকেট সেন্স (Pocket Sense) এটা অনেকটা আপনার ফোনের বডিগারড হিসাবে দায়িত্ব পালন করবে। আপনার ফোন চারজে লাগানো অবস্থায় কেউ যদি চার্জার কেবল আনপ্লাগ করে তাহলে এই অ্যাপ এর সাহায্যে আপনার ফোন এলার্ম দিয়ে উঠবে। এছাড়া আপনি যদি বাসে যাতায়াত করেন আর ফোন পকেটে থাকা অবস্থায় কেউ যদি আপনার ফোন চুরি করার চেস্টা করে তাহলে এই এপ্লিকেশন সাথে সাথেই এলার্ম দিয়ে উঠবে। এতে করে আপনার সাধের ফোন সেফ থাকবে।
অ্যাপ এর প্লেস্টোর এর রেটিংঃ ৪.৫

অ্যাপ এর ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/detailsid=com.miragestacks.pocketsense

৩. এই টিউনের ৩নং এ যে অ্যাপ সেটি হচ্চে Blue Light Filter। আমারা যারা স্মার্ট ফোনের গিক (Geek = পোকা) আছি তারা হয়তো সকলেইই যানি যে আমাদের ফোনের স্ক্রিন থেকে ব্লু লাইট নির্গত হয়। যা আমাদের কোমল চোখের জন্য খুব ক্ষতিকর। আর এই ক্ষতিকর ব্লু লাইট থেকে বাচার জন্য এই অ্যাপ টি খুব উপকারি। এই অ্যাপ টির সাহায্য আপনার ফোন এর লাইট আপনি কন্ট্রোল করতে পারবেন। ব্লু লাইট থেকে ইয়োলো লাইট এ যেতে পারবেন।
অ্যাপ টির প্লে স্টোর রেটিংঃ ৪.৭

অ্যাপ টির প্লে স্টোর ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/detailsid=com.eyefilter.nightmode.bluelightfilter

২. দুই নম্বর এ যেই এপ্স সেটি হচ্চে একটি কি বোর্ড এপ্লিকেশন। এটি অন্য সকল কি - বোর্ড এপ্লিকেশন এর মতো নয়। এই কিবোর্ড এপ্লিকেশন আপনি আপনার মনের মতো সাজাতে পারবেন। এর পাশাপাশি এই কি বোর্ড এ কিছু এক্সপেরিমেন্টাল ফিচারও থাকছে। এই কি বোর্ড এই পেয়ে যাবেন ইনবিল্ট ট্রান্সলেটর,নোটপেড যার সাহায্য ইন্সট্যান্টলি কনো কোন টেস্কট ট্রান্সলেট করতে পারবেন,নোট করে রাখতে পারবেন। এখন থেকে আর কাউকে মেসেজ দিয়ে রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে হবে না এই কি বোর্ড এই পেয়ে যাচ্ছেন কিছু প্রিবিল্ট গেমস যা আপনার বোরিং সময়কে আরো আনন্দময় করে তুলবে।
এপ্লিকেশনটির প্লে স্টোর রেটিংঃ ৪.৪

এপ্লিকেশনটির ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/detailsid=com.gingersoftware.android.keyboard

১. আজকের এই টিউনের আইকোনিক অথবা বেস্ট যে এপ্লিকেশন সেটি হচ্ছে একটি টুল এপ্লিকেশন। মাত্র পাচ এম্বির এই এপ্লিকেশন থাকছে ৩২টির মতো প্রয়োজনীয় ফিচার। এখন আর ফ্ল্যাশ লাইট,ক্যালকুলেটর, স্পীড মিটার,নয়েজ মিটার, স্কেল,নোট প্যাড, ট্রান্সেলেটর, ভয়েস রেকর্ড, ব্যাটারি সেভার ইত্যাদি এর জন্য আলাদা আলাদা এপ্লিকেশন ইন্সটল করা লাগবে না। এই ছোট এপ্লিকেশন এ পেয়ে যাচ্ছেন সবকিছু।
এপ্লিকেশনটির প্লে স্টোর রেটিংঃ ৪.৬
এপ্লিকেশনটির ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.kafuiutils

কোন এপ্লিকেশনটি বেশি উপকারী তা টিউমেন্টর মাধ্যমে জানান। তোহ আজ এই পর্যন্তই কথা হবে নতুন টিউনে। আর সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।

Level New

আমি সিয়াম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস