রুট না করেই সুন্দর সুন্দর স্টাইলিশ ফন্ট ব্যবহার করুন আপনার এন্ড্রয়েডে একদম সহজে…

আমাদের সবার হাতে হাতে এখন এন্ড্রুয়েড মোবাইল। অনেক সময়ই একই রকম এন্টারফেস দেখতে দেখতে আমরা বিরক্ত হয়ে যাই। তাই ইচ্ছে করে ফোন টা কে একটু কাস্টমাইজ করতে। কিন্তু রুট ছাড়া কাস্টমাইজেশন করা সম্ভব হয়ে ওঠে না। আবার ওয়ারেন্টি হারানোর ভয়ে রুট করতেও ভয় হয় অনেকের। তো যারা রুটেড ফোন ব্যবহার করেন না তারা কি সাধের মোবাইল টা কে সুন্দর করে সাজাতে পারবেন না ? এর উত্তর হচ্ছে অবশ্যই পারবেন। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সহজে কিভাবে আপনার ননরুটেড ফোনের ফন্ট চেঞ্জ করবেন মূহুর্তের মধ্যেই। ভালো করে বুঝতে দেখে ফেলুন নিচের ভিডিও টিউটোরিয়াল টিঃ
ভিডিওঃ

ফন্ট চেঞ্জ এর জন্য প্রথমেই প্লেস্টোর থেকে একটি এপ নামিয়ে নিন যার নাম ifont . এটি একদমই ফ্রি এপ এবং খুব সহজেই পেয়ে যাবেন। ইন্সটল হয়ে গেলে এপটি ওপেন করুন। সেখানে অনেক ফন্ট এর লিস্ট দেখতে পাবেন। আপনার ইচ্ছে মত যে কোন ফন্ট ইন্সটল করে একটিভ করে নিন। বুঝতে সমস্যা হলে অবশ্যই টিউমেন্ট করবেন উত্তর পাবেন আশা করি।

আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং Techtunes এর সাথেই কাটুক আপনার প্রযুক্তিময় জীবন।

Level 0

আমি অরণ্য ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অরণ্য ইসলাম ভাই, ধন্যবাদ।

আপনি বড় ধরনের চিটার। আপনার ভিডিও দেখে অ্যাপ টা ডাউনলোড করে সেই ভাবেই কাজ করলাম , লিখা উঠে – Sorry, Your phone is not rooted yet… etc.

    @মো. মুসফিকুর রহমান রুম্মান নিজে আগে শিওর না হয়ে আমি কখনই কাউকে কিচ্ছু দেই না। কাউকে চিটার বলার আগে যাচাই করে নেয়া ভালো ভাই।
    https://play.google.com/store/apps/details?id=com.kapp.ifont&hl=ja এই টা হলো এপ এর লিঙ্ক। প্লেস্টোর এ কোন এপ থাকলে এবং তার জন্য রুট লাগলে প্লেস্টোরে সেটা লেখাই থাকে। রিভিউ গুলো দেখে নিলেই বুঝবেন রুট লাগে কি না। আর রুট লাগলে ভিডিও তেও চাইতো। ধন্যবাদ আপনার টিউমেন্ট এর জন্য।

      আমি বললাম যে আমি সেই ভাবেই কাজ করলাম। কি লিখা উঠলো সেটাও হুবুহু বললাম তবুও আপনি এটা বলছেন? ভিডিও এর কথা বাদ দেন। ভিডিও আমিঅ বানাইতে পারি। আমিও এডিট করতে পারি। আপনার ফোনে আগে থেকে রুট করা আছে কিনা সেটা আমাদের দেখিয়েছেন?? এইখানে স্কির্ণশট দেওয়া গেলে দিতাম। যদি সমস্যার প্রমাণ চান তাহলে দিতে পারব আপনার ফেসবুক আইডি দেন , সেখানে দিচ্ছি।

@আলামিন হোসেন আপনাকেও ধন্যবাদ ভাই কষ্ট করে ফিডব্যাক দেয়ার জন্য।

eta sudhumatrio SAMSUNG S3/4 NOTE, NITE 2 te kaj korore ecarao xiaomi & huawei er kicu phone e kaj kore oi phone gulote font replacement subidha ace. others phone e kaj korena. others phone e use korte hole phone root hotote hobe. so অরন্য ইসলাম apnar tuneti vul ace. eta sob phone unroot phone e kaj korena. eirokom faul post techtunes e na deai valo.

video edit kore ekhane dicen. view baranor jonno. techtunes er aisober biruddhe action nea ucit. eta youtube view baranor jayga na.