আপনার সাধের এন্ড্রয়েডয়ে কি দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে? নিয়ে নিন ১০০% কার্যকরী সমাধান

শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভাল আছেন
আপনাদের দোয়াই আমিও ভালল আছি।
আজকে আমার টিউনের বিষয় হল কিভাবে
আপনার ডিবাইস এ Greenify Install করে ব্যাটারির
ব্যাকআপ বাড়াবেন।রুট আনরুট সবার জন্য।
Greenify নিয়ে আগে টেকটিউনসে টিউন করা
হয়ছে কিন্তু ওইটা ছিল Greenify 2.9.2 নিয়ে আর
আজকে আমার টিউন টা হলো Greenify
3.2.2 লাস্ট ভারসন।
Greenify 3.2.2 Full Cracked Premium
Features:
Boost mode (requires Xposed)
Allow (most) system apps to be
greenified in Greenify
Allow GCM push message to wake
hibernated apps (requires Xposed)
Keep Notifications after Hibernation
Wake-up Tracker (requires Xposed)
Block App State Abuse. (requires
Xposed)
Much more…
প্রথমে নিচ থেকে Greenify 3.2.2 ডাউনলোড
করে নিন।

Download Now

ডাউনলোড করে ওপেন করুন নিচের মত করে
আপনার ডিবাইস যদি রুটেড হয় তাহলে My Device Is
Rooted দিয়ে Next এ চাপুন,আর যদি Root না হয়
তাহলে My Device Is No Rooted এ টিক দিয়ে
Next এ চাপুন।আর যদি আপনি জানেন না যে রুটেড
নাকি ননরুটেড তাহলে I Am Not Sure এ টিক দিয়ে
Next এ চাপুন।
তারপর আবারো Yes I Use It Daily তে টিক দিয়ে
Next এ ক্লিক করুন।
আবারো Next এ দিন।
তারপর আপনি যদি Marshamallow user হন তাহলে
Settings এ গিয়ে apps এ গিয়ে সব গুল তে গিয়ে
Greenify এর পারমিশন Yes দিন।
Accessibility তে Greenify এর পারমিশন অন করুন।
তারপর Finish এ চাপুন
তারপর Greenify এর হোম পেইজে গিয়ে Option
থেকে Settings এ যান।
Settings এ গিয়ে সবার নিচে Greenify System
apps এ টিক দিন।
তারপর আবার Greenify এর হোম পেইজে এসে
যেই এপ গুলকে ব্যাকগ্রাউন্ড থেকে Forcestop
করতে চানসেই গুলি কে Mark করে সবুজ
কালারের টিক চিনহ তে ক্লিক করুন।
তারপর Greenify এ Settings এ গিয়ে Quick Action
Notification চালু করে দিন।
তারপর থেকে আপনি Notification বার থেকে সব
এপ গুল কে Force Stop থেকে বন্ধ অথবা চালু
করতে পারবেন।
এখন দেখুন ব্যাটারিরর ব্যাকআপ অনেকাংশে
বেড়ে গেছে।

না বুঝলে টিউমেন্ট করেন অথবা আমার এই ভিডিওটি দেখতে পারেন।

ভিডিও দেখতে এখানে

ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইভ করবেন।

কিছু আবাল আছে যারা না বুঝে গালি গালাজ করে, তাদের বলছি পারলে কিছু করে দেখান। গালি গালাজ করে নিজের বংশের পরিচয় না দিয়ে।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন,আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোঃ মোজাম্মেল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় মোঃ মোজাম্মেল হক,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।